ETV Bharat / city

SSC Recruitment Case: স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম খুলে দেওয়ার নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের - WB School Service Commission

স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর ডেটা রুম (Data room of School Service Commission) খুলে দেওয়ার নির্দেশ শুক্রবার দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । এতদিন সিবিআই তদন্তের স্বার্থে এই ডেটা রুমের পাহারায় ছিল সিআরপিএফ (SSC Data Room) ৷

justice abhijit gangopadhyay
ETV Bharat
author img

By

Published : Sep 9, 2022, 4:08 PM IST

Updated : Sep 9, 2022, 4:47 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর ডেটা রুম (Data room of School Service Commission) খুলে দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । একই সঙ্গে ওই ডেটা রুমের সামনে যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রাখা হয়েছিল তাও তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta HC justice Abhijit Gangopadhyay orders to open SSC data room) ৷

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম দীর্ঘদিন সিবিআই-য়ের হাতে ছিল ৷ এবার তা খুলে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta HC justice Abhijit Gangopadhyay) ৷ তদন্তের স্বার্থেই এই ডেটা রুমের দায়িত্বে এতদিন ছিল সিআরপিএফ-এর উপর ৷ এই নির্দেশের পর এবার তা এসএসসি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে ৷ কমিশন নিজেদের কাজে ডেটা রুম ব্যবহার করতে পারবে (SSC Data Room) ।

আরও পড়ুন: কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় রাজ্যের, হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি, গ্রুপ-সি ও শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ (SSC Recruitment Scam) ওঠার পর কলকাতা হাইকোর্ট এর সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নথি যাতে বিকৃত করা না যায়, তার জন্য ডেটা রুম সিবিআইয়ের হেফাজতে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা মোতায়েন করার নির্দেশ দিয়েছিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ গত 18 মে রাতে বিচারপতি এই নির্দেশ দিয়েছিলেন । তারপর থেকে স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন সময় ডেটা রুম খুলে দেওয়ায় আবেদন জানিয়েছে আদালতে (WB School Service Commission)। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর 18 মে'র নির্দেশ প্রত্যাহার করে ডেটা রুম খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন (Calcutta HC new order on SSC Scam Investigation) ।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বোর্ড কমিটির প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

কলকাতা, 9 সেপ্টেম্বর: স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর ডেটা রুম (Data room of School Service Commission) খুলে দেওয়ার নির্দেশ দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় । একই সঙ্গে ওই ডেটা রুমের সামনে যে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা রাখা হয়েছিল তাও তুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি ৷ শুক্রবার এই নির্দেশ দিয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta HC justice Abhijit Gangopadhyay orders to open SSC data room) ৷

উল্লেখ্য, এসএসসি নিয়োগ দুর্নীতিকাণ্ডের তদন্তে স্কুল সার্ভিস কমিশনের ডেটা রুম দীর্ঘদিন সিবিআই-য়ের হাতে ছিল ৷ এবার তা খুলে দেওয়ার নির্দেশ দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Calcutta HC justice Abhijit Gangopadhyay) ৷ তদন্তের স্বার্থেই এই ডেটা রুমের দায়িত্বে এতদিন ছিল সিআরপিএফ-এর উপর ৷ এই নির্দেশের পর এবার তা এসএসসি কর্তৃপক্ষের হাতে তুলে দেওয়া হবে ৷ কমিশন নিজেদের কাজে ডেটা রুম ব্যবহার করতে পারবে (SSC Data Room) ।

আরও পড়ুন: কেন্দ্রীয় হারে ডিএ দেওয়া সম্ভব নয় রাজ্যের, হাইকোর্টে জানালেন অ্যাডভোকেট জেনারেল

স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ-ডি, গ্রুপ-সি ও শিক্ষক নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ (SSC Recruitment Scam) ওঠার পর কলকাতা হাইকোর্ট এর সিবিআই তদন্তের নির্দেশ দেয় ৷ একইসঙ্গে স্কুল সার্ভিস কমিশনের (SSC) নথি যাতে বিকৃত করা না যায়, তার জন্য ডেটা রুম সিবিআইয়ের হেফাজতে দিয়ে কেন্দ্রীয় বাহিনীর নিরাপত্তা মোতায়েন করার নির্দেশ দিয়েছিলেন, বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় ৷ গত 18 মে রাতে বিচারপতি এই নির্দেশ দিয়েছিলেন । তারপর থেকে স্কুল সার্ভিস কমিশন বিভিন্ন সময় ডেটা রুম খুলে দেওয়ায় আবেদন জানিয়েছে আদালতে (WB School Service Commission)। এদিন বিচারপতি গঙ্গোপাধ্যায় তাঁর 18 মে'র নির্দেশ প্রত্যাহার করে ডেটা রুম খুলে দেওয়ার নির্দেশ দিয়েছেন (Calcutta HC new order on SSC Scam Investigation) ।

আরও পড়ুন: প্রাথমিক শিক্ষা পর্ষদের নতুন বোর্ড কমিটির প্রশংসায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়

Last Updated : Sep 9, 2022, 4:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.