কলকাতা, 31 জানুয়ারি : নাগরিকত্ব সংশোধনী বিল রাজ্যসভায় পাশ হওয়ার পর থেকে বিলের বিরোধিতা করে প্রতিবাদের সরব গোটা দেশ ৷ সেই প্রতিবাদে গোটা দেশের মধ্যে প্রথম সারিতে রয়েছে বাংলা ৷ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী নাগরিকত্ব সংশোধিত আইনের বিরোধিতায় বারবার পথে নেমেছেন ৷ বিভিন্ন সভামঞ্চ থেকে CAA, NRC, NPR-এর প্রতিবাদে সরব হয়েছেন ৷ এবার সেই প্রতিবাদকে আরও এক ধাপ এগিয়ে দিল তৃণমূল মহিলা ব্রিগেড ৷ CAA বিরোধিতায় এবার ভাতের হাড়ি, মুখে কালো কাপড় বেঁধে পথে নামছে তৃণমূলের মহিলাকর্মীরা ৷ আগামী 6 ফেব্রুয়ারি ও 8 মার্চ এই কর্মসূচির ডাক দিয়েছে তৃণমূল মহিলা ব্রিগেড ৷
আজ তৃণমূল ভবনে দলের মহিলা সংগঠনের সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, "8 মার্চ নারী দিবস ৷ সেই দিনটিকে বেছে নেওয়া হয়েছে CAA বিরোধী প্রতিবাদ মিছিলের জন্য ৷ শ্রদ্ধানন্দ পার্ক থেকে ডরিনা ক্রসিং পর্যন্ত ভাতের হাঁড়ি নিয়ে প্রতিবাদে শামিল হবেন মহিলা তৃণমূল সমর্থকেরা ৷"
পাশাপাশি 6 ফেব্রুয়ারি মুখে কালো কাপড় বেঁধে বিড়লা প্ল্যানেটোরিয়াম থেকে মেয়ো রোডের গান্ধি মূর্তি পাদদেশ পর্যন্ত মৌন মিছিল করা হবে । প্রসঙ্গত, কিছুদিন আগেই রানী রাসমণি অ্যাভিনিউয়ে CAA বিরোধী লাগাতার ধরনা কর্মসূচি করেছে মহিলা ব্রিগেড ।