কলকাতা, ১৩ মার্চ: কাজ শুরু করে দিল অভিযোগ জানানোর অ্যাপ। রাজনৈতিক দলগুলোর অভিযোগ এবং সংবাদমাধ্যমের খবরের পর নড়েচড়ে বসল নির্বাচন কমিশন। রাতারাতি চালু হয়ে গেল c-VIGIL। চালু হওয়ার কয়েক ঘণ্টা অর্থাৎ আজ বিকেল পাঁচটার মধ্যে অভিযোগ পড়ে ৮৬ টি। তার মধ্যে গুরুত্বপূর্ণ অভিযোগ ১৯টি। ৪টি অভিযোগ খতিয়ে দেখছে মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর। সূত্রের খবর, অ্যাপ চালু হওয়ার পর তা কাজ করছে কি না সে বিষয়ে টেস্ট করছেন অনেকেই। সেই সূত্রে ৪৭টি অভিযোগ বাতিল করা হয়েছে।
কথা ছিল কোনও রাজনৈতিক দলের নেতা-কর্মীরা নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলে অভিযোগ জানাতে পারবেন যে কেউ। দিতে পারবেন তাঁর ছবি কিংবা ভিডিও। ১০০ মিনিটের মধ্যে সেই অভিযোগ নিয়ে ব্যবস্থা নেবে কমিশন। কিন্তু সেটা কথার কথা হয়েই রয়ে গেছে বলে অভিযোগ করেছিল বিরোধীরা। নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণা হয়ে আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পরও গতকাল পর্যন্ত কাজ করেনি কমিশনের অ্যাপ c-VIGIL। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক সঞ্জয় বসু জানান, এবিষয়ে তাঁরা স্পষ্ট করে কিছু জানেন না। কমিশনের সঙ্গে কথা বলে দ্রুত অ্যাপ চালুর ব্যবস্থা করবেন। তারপরই বিষয়টি নিয়ে কথা বলা হয় দিল্লিতে।
কলকাতায় এসে প্রথমবার এই অ্যাপটির কথা বলেছিলেন প্রাক্তন মুখ্য নির্বাচন কমিশনার ওম প্রকাশ রাওয়াত। জানিয়েছিলেন, এই অ্যাপের মাধ্যমে সাধারণ মানুষও হতে পারবে গণতন্ত্রের পাহারাদার। কোনও রাজনৈতিক দল যদি আচরণবিধি ভঙ্গ করে তবে তার ছবি কিংবা ভিডিও অ্যাপটিতে পাঠানো যাবে। সে বিষয়ে ব্যবস্থা নেবে কমিশন। অ্যাপটি তৈরি হয়ে কর্নাটক সহ কয়েকটি রাজ্যের বিধানসভা নির্বাচনে পরীক্ষামূলক প্রয়োগ করা হয়। তাতে সাফল্য পাওয়া গেছে বলে জানিয়েছিল কমিশন।
কয়েকদিন আগে কলকাতা সফরে এসে মুখ্য নির্বাচন কমিশনার সুনীল আরোরা জানিয়েছিলেন, যে কেউ এই অ্যাপটিতে ছবি আপলোড করতে পারবেন। নির্বাচন কমিশন গুরুত্ব দিয়ে সেই অভিযোগের বিষয়টি বিবেচনা করবে। আশ্বাস দিয়েছিলেন, যিনি এই অ্যাপটির মাধ্যমে অভিযোগ জানাবেন তাঁর পরিচয় গোপন থাকবে। পরে কমিশন জানিয়ে দেয়, ১০০ মিনিটের মধ্যেই সেই অভিযোগকে গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে সক্রিয় ভূমিকা নিতে হবে। অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়ার বিষয়টিতে নেতৃত্ব দেবে রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিকের দপ্তর।
আজ অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিক সঞ্জয় বসু বলেন, "চালু হয়ে গেছে c-VIGIL। আমরা এখনও পর্যন্ত ৮৬টি অভিযোগ পেয়েছি। এখন থেকে যে কেউ ওই অ্যাপে অভিযোগ জানাতে পারবেন।"