কলকাতা, 27 ফেব্রুয়ারি : বৃদ্ধের রহস্যমৃত্যু ঘিরে চাঞ্চল্য পোস্তা থানা এলাকায়। পেশায় স্বর্ণ ব্যবসায়ী মৃত বৃদ্ধের নাম দিলীপ কুমার গুপ্তা । বয়স 61 (Businessman mystery death in Posta) ৷ রবিবার সন্ধেয় পোস্তায় বাড়ির দোতলায় থেকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয়। ব্যবসায়ীকে উদ্ধারের সময় তাঁর মাথার পিছনে এবং মুখে একাধিক আঘাতের চিহ্ন ছিল বলে জানিয়েছে পুলিশ।
বৃদ্ধ ব্যবসায়ীকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। কলকাতা পুলিশের ডিসি সেন্ট্রাল রুপেশ কুমার জানান, ব্যবসায়ীর মুখে এবং মাথার পিছন দিকে গভীর আঘাতের চিহ্ন রয়েছে। ঘটনাস্থলে আসেন কলকাতা পুলিশের হোমিসাইড বিভাগের গোয়েন্দারাও। তদন্তের স্বার্থে রাস্তার সিসিটিভি ফুটেজ এবং বাড়ির সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।
আরও পড়ুন : Kolkata Businessman Murder : বর্ধমান আদালতে আত্মসমর্পণ কলকাতার ব্যবসায়ী খুনে অন্যতম অভিযুক্তর
দেহ দেখে হোমিসাইড বিভাগের গোয়েন্দাদের অনুমান, ভারি কোন বস্তু দিয়ে মাথায় এবং মুখে বারংবার আঘাত করে হত্যা করা হয়েছে ব্যবসায়ীকে। ফরেনসিক বিশেষজ্ঞরা আগামিকাল ঘটনাস্থলে নমুনা সংগ্রহ করতে যাবেন বলে লালবাজার সূত্রের খবর।