ETV Bharat / city

BSF-এর সাফল্য, সীমান্তে উদ্ধার গোরু-গাঁজা-ফেনসিডিল

ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে তিনটি পৃথক ঘটনায় BSF উদ্ধার করল প্রচুর ফেনসিডিলের বোতল । একইসঙ্গে উদ্ধার হয়েছে গাঁজা ৷ এছাড়া BSF উদ্ধার করেছে 17 টি গোরু।

bsf rescued
BSF এর সাফল্য
author img

By

Published : Jul 17, 2020, 10:31 PM IST

কলকাতা, 17 জুলাই : বাংলাদেশে মাদক পাচারের চেষ্টা অব্যাহত । বাংলাদেশের যুব সমাজকে নেশার খোরাক জোগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দু'দেশের স্মাগলাররা। প্রায় প্রতিদিন ধরপাকড়েও দমানো যাচ্ছে না স্মাগলারদের । আজ ফের বাংলাদেশ কাফ সিরাপ ফেনসিডিল এবং গাঁজা পাচারের চেষ্টা চালায় তারা । তবে সেই চেষ্টা রুখে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স । বৃহস্পতিবার রাত থেকে তিনটি পৃথক ঘটনায় উদ্ধার হয়েছে প্রচুর ফেনসিডিলের বোতল । একইসঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর গাঁজাও । পাশাপাশি উদ্ধার হয়েছে 17টি গোরু।

গত 15 জুলাই রাতে গোরু পাচারকারীদের হাতে আক্রান্ত হয় BSF । মুর্শিদাবাদের জলঙ্গি বর্ডার আউট পোস্টের কাছে আক্রান্ত হন BSF-র কনস্টেবল বুবাই নুরকি। সেই অবস্থাতেই তিনি এক স্মাগলারকে ধরে ফেলেন । যদিও তার ডান হাতে গুরুতর চোট লাগে । কুরবানি ইদের আগে ফের বেপরোয়া হয়ে উঠেছে গোরু পাচারকারীরা । গতরাতে ফের কোলকাতা সেক্টরের শমশেরনগর বর্ডার আউটপোস্টের কাছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা উদ্ধার করে 6টি গোরু। অন্ধকারের সুযোগ নিয়ে পাচারকারীরা পালিয়ে যায় । এছাড়াও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে আরও 11 টি গোরু । মোট 17 টি গোরু উদ্ধার হয়েছে।

মালদা সেক্টরের গোপালনগর বর্ডার আউট পোস্টে কাছে বৃহস্পতিবার ভোর রাতে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি দেখতে পায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা । তাদের চ্যালেঞ্জ করে BSF। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ উদ্ধার হয় 163 বোতল ফেনসিডিল । উদ্ধার করা হয় 1 কেজি গাঁজাও। এছাড়াও বিভিন্ন বর্ডার আউট পোস্টে 331 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী ।

কলকাতা, 17 জুলাই : বাংলাদেশে মাদক পাচারের চেষ্টা অব্যাহত । বাংলাদেশের যুব সমাজকে নেশার খোরাক জোগানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে দু'দেশের স্মাগলাররা। প্রায় প্রতিদিন ধরপাকড়েও দমানো যাচ্ছে না স্মাগলারদের । আজ ফের বাংলাদেশ কাফ সিরাপ ফেনসিডিল এবং গাঁজা পাচারের চেষ্টা চালায় তারা । তবে সেই চেষ্টা রুখে দিল বর্ডার সিকিউরিটি ফোর্স । বৃহস্পতিবার রাত থেকে তিনটি পৃথক ঘটনায় উদ্ধার হয়েছে প্রচুর ফেনসিডিলের বোতল । একইসঙ্গে উদ্ধার হয়েছে প্রচুর গাঁজাও । পাশাপাশি উদ্ধার হয়েছে 17টি গোরু।

গত 15 জুলাই রাতে গোরু পাচারকারীদের হাতে আক্রান্ত হয় BSF । মুর্শিদাবাদের জলঙ্গি বর্ডার আউট পোস্টের কাছে আক্রান্ত হন BSF-র কনস্টেবল বুবাই নুরকি। সেই অবস্থাতেই তিনি এক স্মাগলারকে ধরে ফেলেন । যদিও তার ডান হাতে গুরুতর চোট লাগে । কুরবানি ইদের আগে ফের বেপরোয়া হয়ে উঠেছে গোরু পাচারকারীরা । গতরাতে ফের কোলকাতা সেক্টরের শমশেরনগর বর্ডার আউটপোস্টের কাছে সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানরা উদ্ধার করে 6টি গোরু। অন্ধকারের সুযোগ নিয়ে পাচারকারীরা পালিয়ে যায় । এছাড়াও সাউথ বেঙ্গল ফ্রন্টিয়ার বিভিন্ন জায়গা থেকে উদ্ধার করেছে আরও 11 টি গোরু । মোট 17 টি গোরু উদ্ধার হয়েছে।

মালদা সেক্টরের গোপালনগর বর্ডার আউট পোস্টে কাছে বৃহস্পতিবার ভোর রাতে কয়েকজনের সন্দেহজনক গতিবিধি দেখতে পায় সীমান্তরক্ষী বাহিনীর জওয়ানেরা । তাদের চ্যালেঞ্জ করে BSF। কিন্তু অন্ধকারের সুযোগ নিয়ে পালিয়ে যায় দুষ্কৃতীরা ৷ উদ্ধার হয় 163 বোতল ফেনসিডিল । উদ্ধার করা হয় 1 কেজি গাঁজাও। এছাড়াও বিভিন্ন বর্ডার আউট পোস্টে 331 বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে সীমান্তরক্ষী বাহিনী ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.