ETV Bharat / city

ক‍্যানসারের চিকিৎসায় নজির গড়ছে মেডিকেলের ক্লিনিক - ক্যানসার

কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকে নজির ৷ শারীরিক সক্ষমতা অটুট রাখতে অত‍্যাধুনিক পদ্ধতিতে পিঠ থেকে মাংস নিয়ে পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে এক ক‍্যানসারে আক্রান্তের স্তন ।

ছবি
ছবি
author img

By

Published : Nov 24, 2020, 2:23 PM IST

কলকাতা, 24 নভেম্বর: স্তন সম্পূর্ণ বাদ না দিয়ে যেমন ক‍্যানসার থেকে মুক্ত করা হয়েছে এক রোগীকে । পেট থেকে মাংস নিয়ে যেমন দ্বিতীয়বার এক ক‍্যানসারে আক্রান্তের চেস্ট ওয়াল পুনর্নির্মাণ করে তাঁর হৃৎপিণ্ড এবং ফুসফুসকে রক্ষাকবচ দেওয়া হয়েছে । তেমনই, শারীরিক সক্ষমতা অটুট রাখতে অত‍্যাধুনিক পদ্ধতিতে পিঠ থেকে মাংস নিয়ে পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে এক ক‍্যানসারে আক্রান্তের স্তন । এমনই নজির গড়ল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক ।

5 সেপ্টেম্বর কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক । এই ধরনের ক্লিনিক রাজ্যের অন্য কোনও সরকারি হাসপাতালে নেই । ক্লিনিক চালু হওয়ার পর থেকে একের পর এক নজির তৈরি হয়ে চলেছে এখানে । যেমন, গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে 32 বছ‍র বয়সি এক যুবতিকে নিয়ে আসা হয়েছিল এই ক্লিনিকে । বায়োপসি টেস্ট না করিয়েই তাঁর বাঁ দিকের স্তনের টিউমার অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছিল জেলাস্তরের এক নার্সিংহোমে । অস্ত্রোপচারের পরে বায়োপসি টেস্ট করে তাঁর ওই টিউমারে ক‍্যানসার ধরা পড়েছিল। যার জেরে, ফের তাঁর স্তনে অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয় । যুবতিকে বিভিন্ন চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন, ক্যানসারের চিকিৎসার জন্য অস্ত্রোপচার করে তাঁর বাঁ দিকের স্তন সম্পূর্ণ বাদ দিতে হবে । অবশেষে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকে অস্ত্রোপচার করে এই যুবতিকে ক‍্যানসার থেকে মুক্ত করা হয় তাঁর বাঁ দিকের ব্রেস্ট সম্পূর্ণ বাদ না দিয়ে । তাঁর পিঠ থেকে মাংস নিয়ে ওই ব্রেস্ট রিকন্সট্রাকশন করে দেওয়া হয় ।

এরপর দ্বিতীয় ঘটনাটি হয় চলতি মাসের শুরুর দিকে ৷ 65 বছর বয়সি এক প্রৌঢ়ার পেট থেকে মাংস নিয়ে তাঁর চেস্টের ওয়াল পুনর্নির্মাণ করে তাঁর হৃৎপিণ্ড এবং ফুসফুসের রক্ষাকবচ দেওয়া হয়েছে । ক্যানসারের কারণে ওই প্রৌঢ়ার বাঁ দিকের স্তন এর আগে অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছিল । তবে, আবার ক‍্যানসারে আক্রান্ত হন তিনি । পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, বুকের পাঁজরে ছড়িয়ে পড়েছে ক্যানসার । যার জেরে, অস্ত্রোপচার করে বুকের পাঁজরের বেশ কিছুটা অংশ কেটে বাদ দিতে হয় । এর ফলে, এই প্রৌঢ়াকে ক‍্যানসার থেকে মুক্ত করা সম্ভব হয় । তবে, পাঁজরের ওই অংশ না থাকার কারণে তাঁর হৃৎপিণ্ড এবং ফুসফুস শরীরের বাইরে বেরিয়ে আসতে থাকে । যে কারণে, প্রৌঢ়ার পেট থেকে মাংস নিয়ে পাঁজরের ওই স্থান পুনর্নির্মাণ করে দেওয়া হয় ।

এরপর চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে 48 বছর বয়সি এক মহিলাকে নিয়ে আসা হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ক্লিনিকে। তাঁর বাঁ দিকের ব্রেস্টে ক‍্যানসার ধরা পড়ে । অস্ত্রোপচার করে এই মহিলাকে ক্যানসার থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় । তবে, এক্ষেত্রেও এই রোগীর স্তন যাতে সম্পূর্ণ বাদ না দিয়ে এবং, পুনর্নির্মাণ করে দেওয়া সম্ভব হয়, তার চেষ্টা করা হয় । এই রোগীর স্তন পুনর্নির্মাণের জন্য তাঁর পিঠ থেকে মাংস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । এক্ষেত্রে পিঠ থেকে নেওয়া মাংসর সঙ্গে যদি ল‍্যাটিসিমাস ডরসি পেশিও তুলে নেওয়া হয়, তা হলে আগামী দিনে এই রোগী আর ভারী কোনও কাজ করতে পারবেন না। তাই, রোগীর শারীরিক সক্ষমতা যাতে অটুট থাকে, তার চেষ্টা করা হয়‌। এই কারণে, LICAP Flap পদ্ধতিতে এই রোগীর পিঠ থেকে মাংস নিয়ে তাঁর ব্রেস্ট পুনর্নির্মাণ করে দেওয়া হয় । এই পদ্ধতিতে ল‍্যাটিসিমাস ডরসি পেশি অক্ষত রেখে পিঠ থেকে মাংস নেওয়া হয় । এই রোগীর ব্রেস্টে অস্ত্রোপচার হলেও তাঁর ব্রেস্টের স্কিন অক্ষত ছিল। তাই, আলাদা করে স্কিন বসাতে হয়নি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্টের এই পুনর্নির্মাণের জন্য। এই ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক-এর ইনচার্জ, চিকিৎসক ধৃতিমান মৈত্র বলেন, "স্কিন অক্ষত ছিল, তাই এই রোগীর ক্ষেত্রে ব্রেস্ট পুনর্নির্মাণের বিষয়টি ছিল অনেকটা সিঙারার মধ্যে পুর ভরে দেওয়ার মতো।" সম্প্রতি এই রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

কলকাতা, 24 নভেম্বর: স্তন সম্পূর্ণ বাদ না দিয়ে যেমন ক‍্যানসার থেকে মুক্ত করা হয়েছে এক রোগীকে । পেট থেকে মাংস নিয়ে যেমন দ্বিতীয়বার এক ক‍্যানসারে আক্রান্তের চেস্ট ওয়াল পুনর্নির্মাণ করে তাঁর হৃৎপিণ্ড এবং ফুসফুসকে রক্ষাকবচ দেওয়া হয়েছে । তেমনই, শারীরিক সক্ষমতা অটুট রাখতে অত‍্যাধুনিক পদ্ধতিতে পিঠ থেকে মাংস নিয়ে পুনর্নির্মাণ করে দেওয়া হয়েছে এক ক‍্যানসারে আক্রান্তের স্তন । এমনই নজির গড়ল কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক ।

5 সেপ্টেম্বর কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালে চালু হয়েছে ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক । এই ধরনের ক্লিনিক রাজ্যের অন্য কোনও সরকারি হাসপাতালে নেই । ক্লিনিক চালু হওয়ার পর থেকে একের পর এক নজির তৈরি হয়ে চলেছে এখানে । যেমন, গত সেপ্টেম্বর মাসের শেষের দিকে 32 বছ‍র বয়সি এক যুবতিকে নিয়ে আসা হয়েছিল এই ক্লিনিকে । বায়োপসি টেস্ট না করিয়েই তাঁর বাঁ দিকের স্তনের টিউমার অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছিল জেলাস্তরের এক নার্সিংহোমে । অস্ত্রোপচারের পরে বায়োপসি টেস্ট করে তাঁর ওই টিউমারে ক‍্যানসার ধরা পড়েছিল। যার জেরে, ফের তাঁর স্তনে অস্ত্রোপচারের প্রয়োজন দেখা দেয় । যুবতিকে বিভিন্ন চিকিৎসক পরামর্শ দিয়েছিলেন, ক্যানসারের চিকিৎসার জন্য অস্ত্রোপচার করে তাঁর বাঁ দিকের স্তন সম্পূর্ণ বাদ দিতে হবে । অবশেষে, কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিকে অস্ত্রোপচার করে এই যুবতিকে ক‍্যানসার থেকে মুক্ত করা হয় তাঁর বাঁ দিকের ব্রেস্ট সম্পূর্ণ বাদ না দিয়ে । তাঁর পিঠ থেকে মাংস নিয়ে ওই ব্রেস্ট রিকন্সট্রাকশন করে দেওয়া হয় ।

এরপর দ্বিতীয় ঘটনাটি হয় চলতি মাসের শুরুর দিকে ৷ 65 বছর বয়সি এক প্রৌঢ়ার পেট থেকে মাংস নিয়ে তাঁর চেস্টের ওয়াল পুনর্নির্মাণ করে তাঁর হৃৎপিণ্ড এবং ফুসফুসের রক্ষাকবচ দেওয়া হয়েছে । ক্যানসারের কারণে ওই প্রৌঢ়ার বাঁ দিকের স্তন এর আগে অস্ত্রোপচার করে বাদ দেওয়া হয়েছিল । তবে, আবার ক‍্যানসারে আক্রান্ত হন তিনি । পরীক্ষা-নিরীক্ষা করে দেখা যায়, বুকের পাঁজরে ছড়িয়ে পড়েছে ক্যানসার । যার জেরে, অস্ত্রোপচার করে বুকের পাঁজরের বেশ কিছুটা অংশ কেটে বাদ দিতে হয় । এর ফলে, এই প্রৌঢ়াকে ক‍্যানসার থেকে মুক্ত করা সম্ভব হয় । তবে, পাঁজরের ওই অংশ না থাকার কারণে তাঁর হৃৎপিণ্ড এবং ফুসফুস শরীরের বাইরে বেরিয়ে আসতে থাকে । যে কারণে, প্রৌঢ়ার পেট থেকে মাংস নিয়ে পাঁজরের ওই স্থান পুনর্নির্মাণ করে দেওয়া হয় ।

এরপর চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে 48 বছর বয়সি এক মহিলাকে নিয়ে আসা হয় কলকাতা মেডিকেল কলেজ ও হাসপাতালের এই ক্লিনিকে। তাঁর বাঁ দিকের ব্রেস্টে ক‍্যানসার ধরা পড়ে । অস্ত্রোপচার করে এই মহিলাকে ক্যানসার থেকে মুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয় । তবে, এক্ষেত্রেও এই রোগীর স্তন যাতে সম্পূর্ণ বাদ না দিয়ে এবং, পুনর্নির্মাণ করে দেওয়া সম্ভব হয়, তার চেষ্টা করা হয় । এই রোগীর স্তন পুনর্নির্মাণের জন্য তাঁর পিঠ থেকে মাংস নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় । এক্ষেত্রে পিঠ থেকে নেওয়া মাংসর সঙ্গে যদি ল‍্যাটিসিমাস ডরসি পেশিও তুলে নেওয়া হয়, তা হলে আগামী দিনে এই রোগী আর ভারী কোনও কাজ করতে পারবেন না। তাই, রোগীর শারীরিক সক্ষমতা যাতে অটুট থাকে, তার চেষ্টা করা হয়‌। এই কারণে, LICAP Flap পদ্ধতিতে এই রোগীর পিঠ থেকে মাংস নিয়ে তাঁর ব্রেস্ট পুনর্নির্মাণ করে দেওয়া হয় । এই পদ্ধতিতে ল‍্যাটিসিমাস ডরসি পেশি অক্ষত রেখে পিঠ থেকে মাংস নেওয়া হয় । এই রোগীর ব্রেস্টে অস্ত্রোপচার হলেও তাঁর ব্রেস্টের স্কিন অক্ষত ছিল। তাই, আলাদা করে স্কিন বসাতে হয়নি জটিল অস্ত্রোপচারের মাধ্যমে ব্রেস্টের এই পুনর্নির্মাণের জন্য। এই ব্রেস্ট অ্যান্ড এন্ডোক্রিন সার্জারি ক্লিনিক-এর ইনচার্জ, চিকিৎসক ধৃতিমান মৈত্র বলেন, "স্কিন অক্ষত ছিল, তাই এই রোগীর ক্ষেত্রে ব্রেস্ট পুনর্নির্মাণের বিষয়টি ছিল অনেকটা সিঙারার মধ্যে পুর ভরে দেওয়ার মতো।" সম্প্রতি এই রোগীকে হাসপাতাল থেকে ছুটি দেওয়া হয়েছে।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.