কলকাতা, 28 জুলাই: পাউরুটি খায় না এমন লোক খুঁজে পাওয়া দায়(Legal Metrology Department Visit Bakery)৷ গৃহস্থ বাড়িতে চটজলদি খিদে মেটাতে বা স্কুল-কলেজ-অফিসে টিফিনে বরাবরই ভরসার জায়গা ব্রেড বা পাউরুটি ৷ পাউরুটির রকমারি আইটেম পছন্দ করেন সকলেই ৷ ব্রেকফাস্টে জ্যাম পাউরুটি থাকলে তো কথাই নেই ৷ কিন্তু পাউরুটি কেনার সময় ওজন বা কী পরিবেশে সেটি তৈরি হয়েছে তা খতিয়ে দেখেন না কেউই ৷ এমনকি তা মেয়াদ উত্তীর্ণ কি না তাও অনেক সময় দেখি না ৷ রাজ্যের একাধিক বেকারিতে অভিযান চালিয়ে বেশ কিছু তথ্য প্রকাশ করেছে লিগ্যাল মেট্রোলজি বিভাগ ৷ যদিও এই তথ্যে উদ্বেগের কিছু নেই বলেই জানিয়েছেন আধিকারিকরা ৷
গত মাসে রাজ্য বিধানসভায় অধিবেশন চলাকালীন শাসকদলের এক বিধায়ক পাউরুটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন । অভিযোগের সুরে তৃণমূল বিধায়ক ইদ্রিস আলি উল্লেখ করেন, কলকাতা-সহ একাধিক এলাকার বেকারি শিল্পে নিয়ম মানা হচ্ছে না । বিশেষত প্যাকেজিং সংক্রান্ত লিগ্যাল মেট্রোলজি আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কম ওজনে ব্রেড বা পাউরুটি উৎপাদন করা হচ্ছে । প্যাকেজিংয়ের কোনও নিয়ম মানা হচ্ছে না । এরপরে নড়েচড়ে বসে রাজ্য ৷ ক্রেতা সুরক্ষা দফতরকে তদন্তের নির্দেশ দেন রাজ্যের সিনিয়র স্পেশাল সচিব ৷ সেই নির্দেশ অনুসারে রাজ্যজুড়ে দুই সপ্তাহের বেশি সময়ে 455টি বেকারি কারখানায় অভিযান চলে । যার মধ্যে রয়েছে উত্তর 24 পরগনার 44টি, হুগলির 37টি ও বীরভূমের 35টি কারখানা ৷
আরও পড়ুন: মিড-ডে মিলের চালে পোকা, টিকটিকির মল ! বিক্ষোভ দেগঙ্গায়
লিগ্যাল মেট্রোলজি আইন অনুযায়ী, প্যাকেটে খাদ্যপণ্যের জেনেরিক নাম, সর্বোচ্চ দাম, উৎপাদন তারিখ, কতদিন পর্যন্ত খাদ্য পণ্যটি ঠিক থাকবে, প্যাকেট ছাড়া পরিমাণ কতটা, উৎপাদকের নাম, ঠিকানা, অভিযোগ জানানোর জন্য টেলিফোন নম্বর ও ই-মেইল আইডি থাকা বাধ্যতামূলক । অধিকাংশ বেকারিতেই এই নিয়ম মানা হয় না ৷ ফুড প্যাকেটে কোনও কিছু লেখা থাকছে না । এমনকী ফুড প্যাকেজিং রেজিস্ট্রেশন নম্বরও নেই । অনেক বেকারি এই আইন বা নিয়মের কথা জানেন না বলে অধিকারিকদের কাছে অকপটে স্বীকার করেছেন । যা শুনে হতাশ লিগ্যাল মেট্রোলজির অধিকারিক ।
দফতরের এক আধিকারিকের কথায়, "জেলার অধিকাংশ বেকারি লকডাউনের সময়ে তৈরি হয়েছে । মূলত পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্য থেকে ঘরে ফেরার পর কোনও কাজ না পেয়ে বেকারি কারখানা গড়ে তুলেছেন বলে আমরা জানতে পেরেছি । লিগ্যাল মেট্রোলজি আইনের বিষয়ে তাদের জানানো হয়েছে । তাঁরা কথা দিয়েছেন, খুব শীঘ্রই আইন মেনে ফুড প্যাকেটে করবেন ।"
আরও পড়ুন : পাউরুটির সঠিক ওজন ও মূল্যমান নিয়ে অভিযোগ ইদ্রিস আলির