ETV Bharat / city

Reshuffle in School Syllabus Committee : স্কুলশিক্ষার সিলেবাস কমিটিতে রদবদল ব্রাত্যর

author img

By

Published : Apr 30, 2022, 2:01 PM IST

Updated : Apr 30, 2022, 2:59 PM IST

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকারের আমলে স্কুলশিক্ষা সংক্রান্ত একটি সিলেবাস কমিটি (Syllabus Committee for School Education of Bengal) গঠন করা হয় ৷ সেই কমিটিতে রদবদল করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Begnal Education Minister Bratya Basu) ৷

bratya basu reshuffles syllabus committee of bengal school education
Reshuffle in School Syllabus Committee : স্কুলশিক্ষার সিলেবাস কমিটিতে রদবদল ব্রাত্যর

কলকাতা, 30 এপ্রিল : স্কুলশিক্ষা সংক্রান্ত সিলেবাস কমিটিতে ব্যাপক রদবদল করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu Reshuffles Syllabus Committee of Bengal School Education) ৷ কমিটির পুরনো সদস্যদের বেশ কয়েকজনকে বাদ দেওয়া হল ৷ শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে৷

কমিটিতে এবার নতুন করে যুক্ত করা হয়েছে বেশ কয়েকজনকে ৷ নিয়ে আসা হচ্ছে মেন্টরদেরও ৷ প্রতিটি বিষয়ের জন্য থাকবেন একজন করে মেন্টর এবং দুই থেকে তিনজন করে সদস্য । তবে কমিটির সভাপতির পদে কোনও রদবদল করা হচ্ছে না ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পারেটিভ লিটারেচার বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অভীক মজুমদারই থাকছেন সভাপতি পদে ৷

কেন্দ্রের মোদি সরকারের তৈরি শিক্ষানীতি যে পছন্দ নয়, তা আগেই স্পষ্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকার ৷ রাজ্য সরকার নিজস্ব শিক্ষানীতি তৈরি করবে বলেও জানিয়েছে ৷ সেই প্রক্রিয়া চলাকালীন সিলেবাস কমিটিতে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষামহল ৷

তবে এই কেউ কেউ এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক সমাপতনও দেখতে পাচ্ছেন ৷ কারণ, যে কমিটিতে রদবদল করা হল, তা তৈরি হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকার সময় (Former Bengal Education Minister Partha Chatterjee) ৷ পার্থ চট্টোপাধ্যায়ের আমলে শিক্ষা দফতরের নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে ৷ বিশেষ করে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের তরফে পার্থ চট্টোপাধ্য়ায়কে সিবিআইয়ের কাছে হাজিরা দিতেও বলা হয়েছিল ৷ পরে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় ৷

আরও পড়ুন : Summer Vacation : এগিয়ে এল গ্রীষ্মাবকাশ, সোমবার থেকে স্কুলগুলিতে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

কলকাতা, 30 এপ্রিল : স্কুলশিক্ষা সংক্রান্ত সিলেবাস কমিটিতে ব্যাপক রদবদল করলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu Reshuffles Syllabus Committee of Bengal School Education) ৷ কমিটির পুরনো সদস্যদের বেশ কয়েকজনকে বাদ দেওয়া হল ৷ শিক্ষা দফতর থেকে বিজ্ঞপ্তি জারি করে এমনটাই জানানো হয়েছে৷

কমিটিতে এবার নতুন করে যুক্ত করা হয়েছে বেশ কয়েকজনকে ৷ নিয়ে আসা হচ্ছে মেন্টরদেরও ৷ প্রতিটি বিষয়ের জন্য থাকবেন একজন করে মেন্টর এবং দুই থেকে তিনজন করে সদস্য । তবে কমিটির সভাপতির পদে কোনও রদবদল করা হচ্ছে না ৷ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের কম্পারেটিভ লিটারেচার বিভাগের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর অভীক মজুমদারই থাকছেন সভাপতি পদে ৷

কেন্দ্রের মোদি সরকারের তৈরি শিক্ষানীতি যে পছন্দ নয়, তা আগেই স্পষ্ট করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Bengal CM Mamata Banerjee) সরকার ৷ রাজ্য সরকার নিজস্ব শিক্ষানীতি তৈরি করবে বলেও জানিয়েছে ৷ সেই প্রক্রিয়া চলাকালীন সিলেবাস কমিটিতে এই রদবদল যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে শিক্ষামহল ৷

তবে এই কেউ কেউ এই সিদ্ধান্তের পিছনে রাজনৈতিক সমাপতনও দেখতে পাচ্ছেন ৷ কারণ, যে কমিটিতে রদবদল করা হল, তা তৈরি হয়েছিল পার্থ চট্টোপাধ্যায় শিক্ষামন্ত্রী থাকার সময় (Former Bengal Education Minister Partha Chatterjee) ৷ পার্থ চট্টোপাধ্যায়ের আমলে শিক্ষা দফতরের নেওয়া কিছু সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই বিতর্ক তৈরি হয়েছে ৷ বিশেষ করে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ উঠেছে ৷ সেই সংক্রান্ত একটি মামলায় কলকাতা হাইকোর্টের তরফে পার্থ চট্টোপাধ্য়ায়কে সিবিআইয়ের কাছে হাজিরা দিতেও বলা হয়েছিল ৷ পরে ডিভিশন বেঞ্চ সেই নির্দেশের উপর স্থগিতাদেশ দেয় ৷

আরও পড়ুন : Summer Vacation : এগিয়ে এল গ্রীষ্মাবকাশ, সোমবার থেকে স্কুলগুলিতে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর

Last Updated : Apr 30, 2022, 2:59 PM IST

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.