ETV Bharat / city

London Trip of Bratya and Firhad : লন্ডন সফর বাতিল মন্ত্রী ফিরহাদ এবং ব্রাত্যর, কারণ কি দুর্নীতি তদন্ত ? উঠছে প্রশ্ন - SSC Corruption Case

লন্ডন সফর বাতিল হল ব্রাত্য বসু এবং ফিরহাদ হাকিমের (Bratya Basu and Firhad Hakim Cancelled Their London Trip) ৷ রাজ্যের শিক্ষামন্ত্রী এবং পরিবহণমন্ত্রীর সফর বাতিল নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে বিভিন্ন মহলে ৷ প্রশ্ন উঠছে, এসএসসি দুর্নীতি (SSC Corruption Case) নিয়ে যে তদন্ত হচ্ছে ৷ সেই কারণেই কি সফর বাতিল করলেন তাঁরা ?

London Trip of Bratya and Firhad
London Trip of Bratya and Firhad
author img

By

Published : May 21, 2022, 4:11 PM IST

কলকাতা, 21 মে : বাতিল হল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের লন্ডন সফর (Bratya Basu and Firhad Hakim Cancelled Their London Trip) ৷ সেই সঙ্গে শিক্ষা সচিব মণীশ জৈনের লন্ডন সফরও বাতিল করা হয়েছে ৷ শনিবারই তাঁদের লন্ডন সফরে যাওয়ার কথা ছিল ৷ শিক্ষা দফতর সূত্রে খবর, আপাতত বিদেশ সফরের ভাবনা থেকে সরে এসেছেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব ৷ ফিরহাদ হাকিমও তাঁর এ দিনের সফর বাতিল করেছেন ৷

প্রসঙ্গত, বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের সময় মুখ্যমন্ত্রী নিজেই ব্রিটেনের প্রতিনিধিদলের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন ৷ রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর লন্ডন যাওয়ার কথা ঘোষণা করেছিলেন ৷ রবিবার এবং সোমবার লন্ডনে একটি শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছে ৷ সেখানে শিক্ষা সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগ দেওয়ার কথা ছিল ব্রাত্য বসুর এবং রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনের ৷ একইভাবে পরিবহন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে লন্ডনে যাওয়ার কথা ছিল ফিরহাদ হাকিমের ৷

কয়েকবছর আগে মুখ্যমন্ত্রী নিজের চোখে লন্ডন সফরে গিয়ে সেখানকার পরিবহণ ব্যবস্থা দেখে এসেছিলেন ৷ তখন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন তৎকালীন পরিবহণ সচিব তথা রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ লন্ডনের আদলে কলকাতার পরিবহণ ব্যবস্থাকে সাজানোর নির্দেশ দেন তিনি ৷ কিন্তু, আসল কাজ এখনও বাকি রয়েছে ৷ মূলত ফিরহাদ হাকিমের এই সফর ছিল রথ দেখা কলা বেচার মতো ৷ তা সত্ত্বেও এমন একটি গুরুত্বপূর্ণ সফর কেন বাতিল করলেন রাজ্যের দুই মন্ত্রী ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ৷

আরও পড়ুন : SSC Recruitment Scam : আজ নিজাম প্যালেসে ফের সিবিআইয়ের সামনাসামনি পরেশ অধিকারী

বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, এই মুহূর্তে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় (SSC Corruption Case) আতস কাচের তলায় রয়েছে শিক্ষা দফতর ৷ একজন প্রাক্তন শিক্ষা মন্ত্রী এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সিবিআই তদন্ত কতদূর গড়াবে কেউ জানে না ৷ এ রকম জটিল পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব যদি বিদেশ সফরে যান তাতে সরকারের পক্ষে সঙ্কট বাড়তে পারে ৷ মনে করা হচ্ছে সে কারণেই শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবের লন্ডন সফর বাতিল করা হয়েছে ৷ যদিও শিক্ষা মন্ত্রী বা শিক্ষা দফতরের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷

আরও পড়ুন : BJP Protests against SSC Scam : শিক্ষাঙ্গন দুর্নীতি মুক্ত করতে গঙ্গাজল ছিটিয়ে বিজেপির প্রতীকী বিক্ষোভ

অন্য একটা সূত্র থেকে জানা যাচ্ছে, সরকারের এই সঙ্কটের মুহূর্তে মন্ত্রী হিসাবে ফিরহাদ হাকিমকে রাজ্যে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সেকারণে তিনিও লন্ডন সফর শেষ পর্যন্ত বাতিল করেছেন ৷ তবে, দু’টি ক্ষেত্রেই পুরোটা সম্ভাবনা ৷ নানান মহলে ব্রাত্য এবং ফিরহাদের লন্ডন সফর নিয়ে এমনই সব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ৷ যে প্রশ্নগুলির কোনও জবাব শাসকদল বা রাজ্য সরকার কেউই দেয়নি ৷

কলকাতা, 21 মে : বাতিল হল শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু এবং পরিবহণমন্ত্রী ফিরহাদ হাকিমের লন্ডন সফর (Bratya Basu and Firhad Hakim Cancelled Their London Trip) ৷ সেই সঙ্গে শিক্ষা সচিব মণীশ জৈনের লন্ডন সফরও বাতিল করা হয়েছে ৷ শনিবারই তাঁদের লন্ডন সফরে যাওয়ার কথা ছিল ৷ শিক্ষা দফতর সূত্রে খবর, আপাতত বিদেশ সফরের ভাবনা থেকে সরে এসেছেন শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব ৷ ফিরহাদ হাকিমও তাঁর এ দিনের সফর বাতিল করেছেন ৷

প্রসঙ্গত, বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনের সময় মুখ্যমন্ত্রী নিজেই ব্রিটেনের প্রতিনিধিদলের আমন্ত্রণ গ্রহণ করেছিলেন ৷ রাজ্যের দুই গুরুত্বপূর্ণ মন্ত্রীর লন্ডন যাওয়ার কথা ঘোষণা করেছিলেন ৷ রবিবার এবং সোমবার লন্ডনে একটি শিল্প সম্মেলনের আয়োজন করা হয়েছে ৷ সেখানে শিক্ষা সংক্রান্ত একটি আলোচনা সভায় যোগ দেওয়ার কথা ছিল ব্রাত্য বসুর এবং রাজ্যের শিক্ষা সচিব মণীশ জৈনের ৷ একইভাবে পরিবহন সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনার উদ্দেশ্যে লন্ডনে যাওয়ার কথা ছিল ফিরহাদ হাকিমের ৷

কয়েকবছর আগে মুখ্যমন্ত্রী নিজের চোখে লন্ডন সফরে গিয়ে সেখানকার পরিবহণ ব্যবস্থা দেখে এসেছিলেন ৷ তখন মুখ্যমন্ত্রীর সফরসঙ্গী ছিলেন তৎকালীন পরিবহণ সচিব তথা রাজ্যের প্রাক্তন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায় ৷ লন্ডনের আদলে কলকাতার পরিবহণ ব্যবস্থাকে সাজানোর নির্দেশ দেন তিনি ৷ কিন্তু, আসল কাজ এখনও বাকি রয়েছে ৷ মূলত ফিরহাদ হাকিমের এই সফর ছিল রথ দেখা কলা বেচার মতো ৷ তা সত্ত্বেও এমন একটি গুরুত্বপূর্ণ সফর কেন বাতিল করলেন রাজ্যের দুই মন্ত্রী ? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ৷

আরও পড়ুন : SSC Recruitment Scam : আজ নিজাম প্যালেসে ফের সিবিআইয়ের সামনাসামনি পরেশ অধিকারী

বিভিন্ন সূত্র থেকে যেটা জানা যাচ্ছে, এই মুহূর্তে এসএসসি নিয়োগ দুর্নীতির মামলায় (SSC Corruption Case) আতস কাচের তলায় রয়েছে শিক্ষা দফতর ৷ একজন প্রাক্তন শিক্ষা মন্ত্রী এবং বর্তমান শিক্ষা প্রতিমন্ত্রীকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে ৷ সিবিআই তদন্ত কতদূর গড়াবে কেউ জানে না ৷ এ রকম জটিল পরিস্থিতিতে রাজ্যের শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিব যদি বিদেশ সফরে যান তাতে সরকারের পক্ষে সঙ্কট বাড়তে পারে ৷ মনে করা হচ্ছে সে কারণেই শিক্ষামন্ত্রী এবং শিক্ষা সচিবের লন্ডন সফর বাতিল করা হয়েছে ৷ যদিও শিক্ষা মন্ত্রী বা শিক্ষা দফতরের তরফে এ নিয়ে কোনও মন্তব্য করা হয়নি ৷

আরও পড়ুন : BJP Protests against SSC Scam : শিক্ষাঙ্গন দুর্নীতি মুক্ত করতে গঙ্গাজল ছিটিয়ে বিজেপির প্রতীকী বিক্ষোভ

অন্য একটা সূত্র থেকে জানা যাচ্ছে, সরকারের এই সঙ্কটের মুহূর্তে মন্ত্রী হিসাবে ফিরহাদ হাকিমকে রাজ্যে থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ৷ সেকারণে তিনিও লন্ডন সফর শেষ পর্যন্ত বাতিল করেছেন ৷ তবে, দু’টি ক্ষেত্রেই পুরোটা সম্ভাবনা ৷ নানান মহলে ব্রাত্য এবং ফিরহাদের লন্ডন সফর নিয়ে এমনই সব প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে ৷ যে প্রশ্নগুলির কোনও জবাব শাসকদল বা রাজ্য সরকার কেউই দেয়নি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.