কলকাতা, 23 ডিসেম্বর : এবার একটি অভিনব পদক্ষেপ করতে চলেছে কলকাতা মেট্রোরেল। চল্লিশ বছরের ইতিহাসে এই প্রথমবার 9টি মেট্রো স্টেশনকে বেছে নেওয়া হয়েছে ব্র্যান্ডিংয়ের জন্য। অর্থাৎ এবার মেট্রো স্টেশনগুলির ভেতর ও বাইরেকে ব্যবহার করা হবে কোনও সংস্থার বিজ্ঞাপনী প্রচারের জন্য। বেসরকারি সংস্থাগুলি মেট্রোরেলকে নিজেদের জন্যসংযোগের মাধ্যম হিসেবে ব্যবহার করতে পারবে।
এর আগেও ইস্ট-ওয়েস্ট মেট্রোর সল্টলেক সেক্টর ফাইভ ও সল্টলেক স্টেডিয়ামকে ব্র্যান্ডিং করা হয়েছে। সল্টলেক স্টেডিয়াম স্টেশনটির নামের পূর্বে ব্রান্ডিং- এর অঙ্গ হিসেবে লেগেছে IFA কথাটি।
আরও পড়ুন : চার মেট্রো স্টেশনে বাহির গেট খুলে দেওয়া হল
কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ এবার আরও যেসব 9টি স্টেশনকে বেছে নিয়েছে ব্র্যান্ডিংয়ের জন্য সেগুলি হল- বেলগাছিয়া, শোভাবাজার সুতানুটি, চাঁদনি চক, ফুলবাগান, বেঙ্গল কেমিকেল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী ও বরানগর। যদিও এর মধ্যে বরানগর স্টেশনটি দ্রুত চালু হবে । ঠিক একই ভাবে সম্প্রতি মেট্রোর স্মার্ট কার্ডেও লেগেছে ব্র্যান্ডিংয়ের ছোঁয়া। কলকাতা মেট্রোর স্মার্ট কার্ডে বসেছে বন্ধন ব্যাঙ্কের লোগো।