কলকাতা, 24 অগস্ট: বোমাতঙ্কের সাক্ষী রইল বুধবারের কলকাতা (Bomb scare in front of GPO in Kolkata)। বিবাদী বাগ ডাকঘরের সামনে এদিন একটি পরিত্যক্ত কৌটো পড়ে থাকতে দেখেন পথ চলতি মানুষ। এরপরেই খবর যায় স্থানীয় হেয়ার স্ট্রিট থানায় (Hare Street Police Station)। খবর পৌঁছয় লালবাজারে ৷ লালবাজারের তরফে এরপর যোগাযোগ করা হয় কলকাতা পুলিশের বম্ব স্কোয়াডের আধিকারিকদের সঙ্গে।
এরপরেই ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড ৷ বিবাদি বাগ (BBD Bagh) জিপিও-র ঠিক সামনে পড়ে রয়েছে একটি পরিত্যক্ত পার্সেলের ভিতর থেকে রহস্যজনক শব্দ ভেসে আসার আওয়াজও শুনতে পান তারা ৷ কোনওরকমের ঝুঁকি না-নিয়েই পরিত্যক্ত পার্সেলটি ঘিরে ফেলেন বম্ব স্কোয়াডের আধিকারিকরা ৷ সমস্তরকম সাবধানতা অবলম্বন করে খোলা হয় রহস্যজনক পার্সেলটি ৷ তারপর দেখা যায়, সেটি আদতে একটি লিকুইড স্প্রে মেশিন। ঘটনায় ইতিমধ্যেই হেয়ার স্ট্রিট থানায় মামলা রুজু করেছে পুলিশ। কে বা কারা আতঙ্ক ছড়াতে এই লিকুইড স্প্রে মেশিনটি রেখে গিয়েছিল, তদন্তে করে দেখা হচ্ছে। তদন্তের শুরুতেই পুলিশ আধিকারিকরা স্থানীয় রাস্তার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছেন ৷
আরও পড়ুন: নবান্ন অভিযানের আগে তিনদিনের প্রশিক্ষণ শিবির করবে বিজেপি
জিপিও-র সামনে বোমাতঙ্কের ঘটনায় কলকাতা পুলিশের ডিসি সেন্টার রূপেশ কুমার জানিয়েছেন, ঘটনাটি অত্যন্ত গোপনীয়তার সঙ্গে করা হয়েছে। জিপিও-র সামনেই রয়েছে মহাকরণ এবং কলকাতা পুলিশের সদর দফতর লালবাজার। তার কিছুটা দূরেই রয়েছে রাজভবনের মত গুরুত্বপূর্ণ জায়গা। ফলে কোনও ঝুঁকি না-নিয়ে অত্যন্ত গোপনীয়তার সঙ্গে এই বিশেষ অপারেশন করা হয়েছে।