কলকাতা, 22 জুন: হাতের শিরা কাটা । রক্তে ভেসে গেছে ঘরের মেঝে । বেহালায় এক ব্যক্তির রহস্যজনক দেহ উদ্ধার । গতকাল দুপুরে ঘরের ভিতর থেকে দেহটি উদ্ধার হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করে । নিছকই আত্মহত্যা ? নাকি খুন ? খতিয়ে দেখছে বেহালা থানার পুলিশ । মৃত ব্যক্তির দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে ।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম গৌতম চক্রবর্তী । বয়স 39 বছর । সত্যেন রায় রোডে একাই থাকতেন । বেশ কয়েক বছর হল তাঁর বাবা-মা দু'জনেই মারা গেছেন । স্থানীয় বাসিন্দারা জানাচ্ছেন, এমনিতে গৌতমবাবু শান্ত স্বভাবের মানুষ ছিলেন । প্রতিবেশীদের সঙ্গে সদ্ভাব রেখে চলতেন । লকডাউনের মাঝে কাজ হারান গৌতমবাবু । সেটা নিয়ে মানসিক চাপ ছিল । সেই সূত্রে এলাকাবাসীর কেউ কেউ মনে করছেন, আত্মহত্যা করেছেন গৌতমবাবু ।
আবার অনেকের ধারণা, খুন হয়ে থাকতে পারেন তিনি। কারণ, শনিবার রাতে তাঁর বাড়ি থেকে কিছু অদ্ভুত আওয়াজ শোনা গেছিল বলে জানিয়েছেন কেউ কেউ । তাঁর বাড়ি থেকে কোনও জিনিস খোয়া গেছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে ।
গতকাল সকালে স্থানীয়রা গৌতমবাবুকে ডাকতে যান। তখনই তাঁদের নজরে আসে রক্ত । বেহালা থানায় খবর পাঠানো হয় । পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট আসার পর এটি খুন নাকি আত্মহত্যা তা বোঝা যাবে । আপাতত অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে ।