ETV Bharat / city

Body Found at Tollygunge : হোটেলের নিচ থেকে উদ্ধার দেহ, চাঞ্চল্য টালিগঞ্জে

টালিগঞ্জের একটি হোটেলের নিচ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধার (Body Found at Tollygunge) ৷ ঝাঁপ দিয়ে আত্মঘাতী বলে পুলিশের প্রাথমিক অনুমান ৷

author img

By

Published : Dec 7, 2021, 10:29 AM IST

Updated : Dec 7, 2021, 11:07 AM IST

dead body
টালিগঞ্জে দেহ উদ্ধার

টালিগঞ্জ, 7 ডিসেম্বর : হোটেলের নিচ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে (Body Found at Tollygunge) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল টালিগঞ্জের মুদিয়ালি এলাকায় ৷ খবর পেয়ে টালিগঞ্জ থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন । এই ঘটনায় ইতিমধ্যেই টালিগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ।

তদন্তে নেমে সংশ্লিষ্ট হোটেলের রেজিস্টার দেখে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তির নাম সুমন্ত ঘোষ (35) । তিনি দুর্গাপুর থেকে এসে দুদিন আগে টালিগঞ্জের মুদিয়ালি এলাকার এই হোটেলে ওঠেন । সংশ্লিষ্ট হোটেলের নিরাপত্তারক্ষীরা মঙ্গলবার ভোরে মৃতদেহটি হোটেলের নিচে পড়ে থাকতে দেখার পরই খবর দেওয়া হয় স্থানীয় টালিগঞ্জ থানায় ।

আরও পড়ুন : Cyber Crime Case: সাইবার ক্রাইমের সমাধানে রাজ্য পুলিশের তুলনায় এগিয়ে কলকাতা পুলিশ

যদিও পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মঘাতী হওয়ার ঘটনা ৷ কিন্তু তাতেও ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন ৷ কীভাবে ওই ব্যক্তি ছাদে গেলেন, সংশ্লিষ্ট হোটেলের ছাদের দরজা কি তাহলে খোলা ছিল ? এর পাশাপাশি মৃত ব্যক্তির শরীরে অপর কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না, তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায় কি না এই সব বিষয়ই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ।

ইতিমধ্যেই দুর্গাপুরের তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, পরিবারের লোকজন কলকাতায় আসার পর তাঁদের সঙ্গে কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা । সেখান থেকেও মৃত্যুর কারণ জানা যেতে পারে বলে মত পুলিশের ৷ যদি ওই ব্যক্তি আত্মহত্যাই করে থাকেন তাহলে তার পিছনেই বা কী কারণ রয়েছে এইসব একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা ৷ হোটেলের সিসিটিভি বাজেয়াপ্ত করার পাশাপাশি যে দুজন নিরাপত্তারক্ষী দেহটি প্রথম দেখতে পান তাদের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানিয়েছে টালিগঞ্জ থানার পুলিশ ৷

আরও পড়ুন : KP initiative to stop accident : দুর্ঘটনা রুখতে রাতের চালকদের চা-বিস্কুট খাওয়াচ্ছে কলকাতা পুলিশ

টালিগঞ্জ, 7 ডিসেম্বর : হোটেলের নিচ থেকে এক ব্যক্তির দেহ উদ্ধারকে (Body Found at Tollygunge) কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল টালিগঞ্জের মুদিয়ালি এলাকায় ৷ খবর পেয়ে টালিগঞ্জ থানার পুলিশ এসে দেহটি উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন ৷ পুলিশের প্রাথমিক অনুমান ওই ব্যক্তি ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন । এই ঘটনায় ইতিমধ্যেই টালিগঞ্জ থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে কলকাতা পুলিশ ।

তদন্তে নেমে সংশ্লিষ্ট হোটেলের রেজিস্টার দেখে পুলিশ জানতে পারে মৃত ব্যক্তির নাম সুমন্ত ঘোষ (35) । তিনি দুর্গাপুর থেকে এসে দুদিন আগে টালিগঞ্জের মুদিয়ালি এলাকার এই হোটেলে ওঠেন । সংশ্লিষ্ট হোটেলের নিরাপত্তারক্ষীরা মঙ্গলবার ভোরে মৃতদেহটি হোটেলের নিচে পড়ে থাকতে দেখার পরই খবর দেওয়া হয় স্থানীয় টালিগঞ্জ থানায় ।

আরও পড়ুন : Cyber Crime Case: সাইবার ক্রাইমের সমাধানে রাজ্য পুলিশের তুলনায় এগিয়ে কলকাতা পুলিশ

যদিও পুলিশের প্রাথমিক অনুমান এটি আত্মঘাতী হওয়ার ঘটনা ৷ কিন্তু তাতেও ঘটনাকে ঘিরে উঠেছে একাধিক প্রশ্ন ৷ কীভাবে ওই ব্যক্তি ছাদে গেলেন, সংশ্লিষ্ট হোটেলের ছাদের দরজা কি তাহলে খোলা ছিল ? এর পাশাপাশি মৃত ব্যক্তির শরীরে অপর কোনও আঘাতের চিহ্ন রয়েছে কি না, তাঁর ঘর থেকে কোনও সুইসাইড নোট পাওয়া যায় কি না এই সব বিষয়ই খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা ।

ইতিমধ্যেই দুর্গাপুরের তাঁর পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে । পুলিশ সূত্রে খবর, পরিবারের লোকজন কলকাতায় আসার পর তাঁদের সঙ্গে কথা বলবেন তদন্তকারী আধিকারিকরা । সেখান থেকেও মৃত্যুর কারণ জানা যেতে পারে বলে মত পুলিশের ৷ যদি ওই ব্যক্তি আত্মহত্যাই করে থাকেন তাহলে তার পিছনেই বা কী কারণ রয়েছে এইসব একাধিক প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারী আধিকারিকরা ৷ হোটেলের সিসিটিভি বাজেয়াপ্ত করার পাশাপাশি যে দুজন নিরাপত্তারক্ষী দেহটি প্রথম দেখতে পান তাদের সঙ্গেও কথা বলা হচ্ছে বলে জানিয়েছে টালিগঞ্জ থানার পুলিশ ৷

আরও পড়ুন : KP initiative to stop accident : দুর্ঘটনা রুখতে রাতের চালকদের চা-বিস্কুট খাওয়াচ্ছে কলকাতা পুলিশ

Last Updated : Dec 7, 2021, 11:07 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.