ETV Bharat / city

সোনাগাছিতে উদ্ধার যুবকের রক্তাক্ত দেহ - Murder in Kolkata

সোনাগাছির অরবিন্দ সরণি থেকে উদ্ধার এক ব্যক্তির রক্তাক্ত দেহ ৷ অনিচ্ছাকৃত খুনের অভিযোগে দু'জনকে আটক করেছে পুলিশ ৷

Murder in Sonagachi
ছবি
author img

By

Published : Mar 10, 2020, 11:52 AM IST

Updated : Mar 10, 2020, 12:41 PM IST

কলকাতা, 10 মার্চ : রাস্তার ধারে পড়ে আছে এক ব্যক্তির দেহ ৷ রক্তে ভেসে গেছে চারপাশটা ৷ গতরাতে বড়তলা থানা এলাকার সোনাগাছির অরবিন্দ সরণি থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দেহ ৷ মৃতের নাম প্রমোদ সাউ (35) ৷ ঘটনায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগে ইতিমধ্যে অভিষেক গুপ্তা (28) ও জীবন দেবনাথ ওরফে শানু (32) নামের দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

প্রমোদ পেশায় ছিল চটের ব্যাগ নির্মাতা ‌। জানা গেছে, গতরাতে অভিষেক ও জীবন নিজেদের মধ্যে ঝামেলা করছিল৷ সেই সময় প্রমোদ ওই ঝামেলা থামাতে গেলে তার সঙ্গেও বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্তরা । বচসা হাতাহাতি পর্যন্ত গড়ায়৷ আর সেই সময়েই ধাক্কাধাক্কিতে টাইলস বসানো ফুটপাথের উপর পড়ে যায় প্রমোদ । প্রচুর রক্তক্ষরণ হয় প্রমোদের । হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার ।

প্রমোদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি ঘটনার CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । অভিযুক্ত দুই যুবক নানা ধরনের অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল বলেও জানিয়েছে পুলিশ । যদিও তাদের পরিবারের লোকজন এই খুনের কথা অস্বীকার করেছে।

কলকাতা, 10 মার্চ : রাস্তার ধারে পড়ে আছে এক ব্যক্তির দেহ ৷ রক্তে ভেসে গেছে চারপাশটা ৷ গতরাতে বড়তলা থানা এলাকার সোনাগাছির অরবিন্দ সরণি থেকে উদ্ধার হয় এক ব্যক্তির দেহ ৷ মৃতের নাম প্রমোদ সাউ (35) ৷ ঘটনায় অনিচ্ছাকৃত খুনের অভিযোগে ইতিমধ্যে অভিষেক গুপ্তা (28) ও জীবন দেবনাথ ওরফে শানু (32) নামের দু'জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ৷

প্রমোদ পেশায় ছিল চটের ব্যাগ নির্মাতা ‌। জানা গেছে, গতরাতে অভিষেক ও জীবন নিজেদের মধ্যে ঝামেলা করছিল৷ সেই সময় প্রমোদ ওই ঝামেলা থামাতে গেলে তার সঙ্গেও বচসায় জড়িয়ে পড়ে অভিযুক্তরা । বচসা হাতাহাতি পর্যন্ত গড়ায়৷ আর সেই সময়েই ধাক্কাধাক্কিতে টাইলস বসানো ফুটপাথের উপর পড়ে যায় প্রমোদ । প্রচুর রক্তক্ষরণ হয় প্রমোদের । হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই মৃত্যু হয় তার ।

প্রমোদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে । পাশাপাশি ঘটনার CCTV ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ । অভিযুক্ত দুই যুবক নানা ধরনের অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল বলেও জানিয়েছে পুলিশ । যদিও তাদের পরিবারের লোকজন এই খুনের কথা অস্বীকার করেছে।

Last Updated : Mar 10, 2020, 12:41 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.