কলকাতা, 24 জানুয়ারি: কেউ ট্রেনে ভিক্ষা করেন, কিংবা কেউ পথে পথে ঘুরে ভিক্ষা করেন । এঁরা দৃষ্টিহীন ভিক্ষুক । গতকাল নেতাজির জন্মজয়ন্তী পালন করলেন করা হল তাঁদেরকে পাত পেড়ে খাইয়ে । এই কর্মকাণ্ডের আয়োজক ছিল ভারত সেবাশ্রম সংঘ পরিচালিত বিরাটি হিন্দু মিলন মন্দির । নেতাজির জন্মদিনের পাশাপাশি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রণবানন্দ মহারাজের ১২৫তম জন্মবার্ষিকীও পালিত হয় গতকাল ।
ভিক্ষা করেই রুটি-রুজির জোগাড় হত । গতকাল তাঁরা অন্যভাবে কাটালেন । খাদ্যতালিকায় ছিল অন্নকূটের প্রসাদ থেকে শুরু করে ভাত, তরকারি, শাকসবজি, পায়েস, মিষ্টি সহ বিভিন্ন পদ । বিরাটির হিন্দু মিলন মন্দির কর্তৃপক্ষ অন্ধভিক্ষুদের আপ্যায়নের ব্যবস্থা করেছিলেন ।
তাঁদের শীত বস্ত্রও দান করা হয় গতকাল ৷ প্রায় 100জন দৃষ্টিহীন ভিক্ষু এদিন একত্রিত হয়েছিলেন ৷ সমাজের অবহেলিত এইসব মানুষগুলির পাশে দাঁড়িয়ে আপ্লুত বিরাটি হিন্দু মিলন মন্দির কর্তৃপক্ষ ।