ETV Bharat / city

BJP Agenda in Bengal: জোরালো হবে প্রতিবাদ, কালীপুজোর পর রাজ্যে আরও সক্রিয় কর্মসূচি বিজেপির - BJP Nabanna Abhijan

বাংলায় আরও গতি পাবে বিজেপি-র প্রতিবাদ আন্দোলন ৷ আরও জোরালো হবে 'চোর ধরো জেল ভরো' আন্দোলন কর্মসূচি ৷ তবে সেটা এখনই নয় ৷ বঙ্গে এখন উৎসবের মরশুম ৷ তাই কালীপুজোর পরেই রাজ্যে আরও সক্রিয়ভাবে বিভিন্ন প্রতিবাদ আন্দোলন এবং কর্মসূচি চালাবে বিজেপি (BJPs protest against WB government will get speed after Kalipuja) ৷

BJP Agenda in Benga
কালীপুজোর পর রাজ্যে আরও সক্রিয় কর্মসূচি বিজেপির
author img

By

Published : Sep 14, 2022, 8:52 PM IST

Updated : Sep 14, 2022, 11:09 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর: পূর্ব ঘোষিত বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) কর্মসূচি ঘিরে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শহর কলকাতা এবং হাওড়ার একাংশ ৷ বিজেপি কর্মী-সমর্থকদের অভিযানে পুলিশি বাধা এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় খণ্ডযুদ্ধের ছবি গতকাল স্থান করে নিয়েছিল শিরোনামে ৷ পালটা পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মী-সমর্থকদের আক্রমণের বিভিন্ন ছবিও মঙ্গলবার ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায় ৷ চলছে দোষারোপ পালটা দোষারোপের পালা ৷ তবে নবান্ন অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশি দমনে যে তারা ডরাচ্ছেন না, তা ফের একবার স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

বাংলায় আরও গতি পাবে বিজেপি-র প্রতিবাদ আন্দোলন ৷ আরও জোরালো হবে 'চোর ধরো জেল ভরো' আন্দোলন কর্মসূচি ৷ তবে সেটা এখনই নয় ৷ বঙ্গে এখন উৎসবের মরশুম ৷ তাই কালীপুজোর পরেই রাজ্যে আরও সক্রিয়ভাবে বিভিন্ন প্রতিবাদ আন্দোলন এবং কর্মসূচি চালাবে বিজেপি (BJPs protest against WB government will get speed after Kalipuja) ৷ ঘোষণা করা হল বঙ্গ বিজেপি-র তরফে।

আরও পড়ুন: আমি পুলিশ হলে 'কপালে' গুলি চালাতাম, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিষেক

কর্মসূচি ঘোষণার পাশাপাশি এদিন এসএসকেএম দাঁড়িয়ে অভিষেক বন্দোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি রাজ্যে সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "নবান্ন অভিযানে যোগ দিতে আসার দিন স্টেশনে মহিলা এবং পুরুষ কর্মী-সমর্থকদের উপর অত্যাচার করা হয়েছে।" এ সংক্রান্ত বেশ কয়েকটি ছবি এবং ভিডিও তুলে ধরেন তিনি আরও বলেন, "আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধী দলনেতাকে নিয়ে যে সমস্ত নিন্দনীয় কথাবার্তা বলেছেন, তা তাঁর শিক্ষা আর সংস্কৃতির পরিচয়বাহক ৷ আজ যে কথাগুলি ব্যবহার করেছে উনি, সেগুলি বাংলার সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমার মনে হয়। আমরা এই ধরনের মন্তব্যে তীব্র নিন্দা করছি।"

কলকাতা, 14 সেপ্টেম্বর: পূর্ব ঘোষিত বিজেপির নবান্ন অভিযান (BJP Nabanna Abhijan) কর্মসূচি ঘিরে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিয়েছিল শহর কলকাতা এবং হাওড়ার একাংশ ৷ বিজেপি কর্মী-সমর্থকদের অভিযানে পুলিশি বাধা এবং তাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় খণ্ডযুদ্ধের ছবি গতকাল স্থান করে নিয়েছিল শিরোনামে ৷ পালটা পুলিশকে লক্ষ্য করে বিজেপি কর্মী-সমর্থকদের আক্রমণের বিভিন্ন ছবিও মঙ্গলবার ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায় ৷ চলছে দোষারোপ পালটা দোষারোপের পালা ৷ তবে নবান্ন অভিযানে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশি দমনে যে তারা ডরাচ্ছেন না, তা ফের একবার স্পষ্ট করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার ৷

বাংলায় আরও গতি পাবে বিজেপি-র প্রতিবাদ আন্দোলন ৷ আরও জোরালো হবে 'চোর ধরো জেল ভরো' আন্দোলন কর্মসূচি ৷ তবে সেটা এখনই নয় ৷ বঙ্গে এখন উৎসবের মরশুম ৷ তাই কালীপুজোর পরেই রাজ্যে আরও সক্রিয়ভাবে বিভিন্ন প্রতিবাদ আন্দোলন এবং কর্মসূচি চালাবে বিজেপি (BJPs protest against WB government will get speed after Kalipuja) ৷ ঘোষণা করা হল বঙ্গ বিজেপি-র তরফে।

আরও পড়ুন: আমি পুলিশ হলে 'কপালে' গুলি চালাতাম, বিজেপির নবান্ন অভিযান নিয়ে বিস্ফোরক অভিষেক

কর্মসূচি ঘোষণার পাশাপাশি এদিন এসএসকেএম দাঁড়িয়ে অভিষেক বন্দোপাধ্যায়ের মন্তব্যের প্রেক্ষিতে বিজেপি রাজ্যে সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বলেন, "নবান্ন অভিযানে যোগ দিতে আসার দিন স্টেশনে মহিলা এবং পুরুষ কর্মী-সমর্থকদের উপর অত্যাচার করা হয়েছে।" এ সংক্রান্ত বেশ কয়েকটি ছবি এবং ভিডিও তুলে ধরেন তিনি আরও বলেন, "আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের বিরোধী দলনেতাকে নিয়ে যে সমস্ত নিন্দনীয় কথাবার্তা বলেছেন, তা তাঁর শিক্ষা আর সংস্কৃতির পরিচয়বাহক ৷ আজ যে কথাগুলি ব্যবহার করেছে উনি, সেগুলি বাংলার সংস্কৃতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় বলে আমার মনে হয়। আমরা এই ধরনের মন্তব্যে তীব্র নিন্দা করছি।"

Last Updated : Sep 14, 2022, 11:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.