ETV Bharat / city

BJP : বিধায়ক-সাংসদদের দলবদল আটকাতে শুভেন্দু-সুকান্তকে বিশেষ দায়িত্ব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের

গত রবিবার বিজেপি ছেড়েছেন অর্জুন সিং ৷ যোগ দিয়েছেন তৃণমূল কংগ্রেসে (Arjun Singh Rejoins TMC) ৷ তার পর থেকেই দলে ভাঙন ঠেকাতে মরিয়া হয়ে উঠেছে বিজেপি ৷ তাই সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীকে বিশেষ দায়িত্ব দিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (BJPs Central Leadership gives Suvendu-Sukanta Special Duty to Coordinate with MP-MLAs) ৷

bjps-central-leadership-gives-suvendu-sukanta-special-duty-to-coordinate-with-mp-mlas
BJP : বিধায়ক-সাংসদদের দলবদল আটকাতে শুভেন্দু-সুকান্তকে বিশেষ দায়িত্ব বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের
author img

By

Published : May 24, 2022, 6:59 PM IST

কলকাতা, 24 মে : ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ফিরে (Arjun Singh Rejoins TMC) যাওয়ার পর বিধায়ক-সাংসদদের ধরে রাখতে মরিয়া বিজেপি ৷ বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচনের আগে যাতে কেউ দল ছেড়ে না যায়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ৷ বিজেপি সূত্র থেকে তেমনই খবর পাওয়া গিয়েছে ৷

ওই সূত্র জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের জন্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য এই নিয়ে কড়া নির্দেশ দেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ সম্প্রতি অমিত মালব্য বিজেপির কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন ৷ ওই বৈঠকটি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP National President JP Nadda) নির্দেশেই তিনি করেন ওই সূত্রের দাবি ৷

বিজেপির সূত্রের দাবি, গেরুয়া বিধায়কদের দায়িত্ব শুভেন্দু অধিকারীর উপর দেওয়া হয়েছে ৷ আর সাংসদদের দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারের উপর । তাঁরা আলাদা আলাদা ভাবে বিধায়ক ও সাংসদদের সঙ্গে কথা বলবেন ৷ সেই মতো একটি রিপোর্ট দিল্লিতে পাঠাবেন ৷ আগামী 15 দিনের মধ্যেই এই কাজ করতে অমিত মালব্য শুভেন্দু-সুকান্তকে নির্দেশ দিয়েছেন ৷

বিজেপির সূত্রে জানা গিয়েছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে আসছেন জেপি নাড্ডা । তিনি নিজে সমস্ত বিধায়ক ও সাংসদদের সঙ্গে কথা বলবেন । তাছাড়া বিজেপির অভ্যন্তরে কী কী সমস্য আছে, তা লিখিত আকারে দিল্লিতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য । সুকান্ত মজুমদারকে খুব শীঘ্রই এই বিষয়ে দিল্লিতে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে ।

অন্যদিকে বিজেপির ওই সূত্রের দাবি, অর্জুনের দলত্যাগের দায় রাজ্য নেতৃত্বের ঘাড়েই চাপিয়েছেন বিজেপির দিল্লির নেতারা ৷ এই পরিস্থিতিতে বিধায়ক-সাংসদদের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

এই বিষয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) বলেন, "বিজেপির সব বিধায়ক ও সাংসদদের সঙ্গেই আমরা নিয়মিত যোগাযোগ রাখি । আর অর্জুন সিং সব সময় ক্ষমতার সঙ্গে থাকতে ভালোবাসেন । তাই তিনি পুরনো দলেই ফিরে গিয়েছেন । তাই, অর্জুনের মতো অন্য বিধায়ক-সাংসদরা তেমন সিদ্ধান্ত নেবেন না ৷"

আরও পড়ুন : BJP : অর্জুনের দলবদলে ক্ষুব্ধ নাড্ডা, দিলীপকে দিল্লিতে তলব

কলকাতা, 24 মে : ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং তৃণমূল কংগ্রেসে ফিরে (Arjun Singh Rejoins TMC) যাওয়ার পর বিধায়ক-সাংসদদের ধরে রাখতে মরিয়া বিজেপি ৷ বিশেষ করে রাষ্ট্রপতি নির্বাচনের আগে যাতে কেউ দল ছেড়ে না যায়, সেই বিষয়টি সুনিশ্চিত করতে নির্দেশ দেওয়া হয়েছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ৷ বিজেপি সূত্র থেকে তেমনই খবর পাওয়া গিয়েছে ৷

ওই সূত্র জানাচ্ছে যে পশ্চিমবঙ্গের জন্য বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য এই নিয়ে কড়া নির্দেশ দেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে (Bengal Opposition Leader Suvendu Adhikari) ৷ সম্প্রতি অমিত মালব্য বিজেপির কোর কমিটির সদস্যদের নিয়ে বৈঠক করেন ৷ সেখানেই তিনি এই নির্দেশ দিয়েছেন ৷ ওই বৈঠকটি বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP National President JP Nadda) নির্দেশেই তিনি করেন ওই সূত্রের দাবি ৷

বিজেপির সূত্রের দাবি, গেরুয়া বিধায়কদের দায়িত্ব শুভেন্দু অধিকারীর উপর দেওয়া হয়েছে ৷ আর সাংসদদের দায়িত্ব দেওয়া হয়েছে সুকান্ত মজুমদারের উপর । তাঁরা আলাদা আলাদা ভাবে বিধায়ক ও সাংসদদের সঙ্গে কথা বলবেন ৷ সেই মতো একটি রিপোর্ট দিল্লিতে পাঠাবেন ৷ আগামী 15 দিনের মধ্যেই এই কাজ করতে অমিত মালব্য শুভেন্দু-সুকান্তকে নির্দেশ দিয়েছেন ৷

বিজেপির সূত্রে জানা গিয়েছে, জুন মাসের দ্বিতীয় সপ্তাহে রাজ্যে আসছেন জেপি নাড্ডা । তিনি নিজে সমস্ত বিধায়ক ও সাংসদদের সঙ্গে কথা বলবেন । তাছাড়া বিজেপির অভ্যন্তরে কী কী সমস্য আছে, তা লিখিত আকারে দিল্লিতে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক অমিত মালব্য । সুকান্ত মজুমদারকে খুব শীঘ্রই এই বিষয়ে দিল্লিতে রিপোর্ট পাঠাতে বলা হয়েছে ।

অন্যদিকে বিজেপির ওই সূত্রের দাবি, অর্জুনের দলত্যাগের দায় রাজ্য নেতৃত্বের ঘাড়েই চাপিয়েছেন বিজেপির দিল্লির নেতারা ৷ এই পরিস্থিতিতে বিধায়ক-সাংসদদের সঙ্গে আরও ভালো সম্পর্ক গড়ে তুলতে নির্দেশ দেওয়া হয়েছে ৷

এই বিষয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) বলেন, "বিজেপির সব বিধায়ক ও সাংসদদের সঙ্গেই আমরা নিয়মিত যোগাযোগ রাখি । আর অর্জুন সিং সব সময় ক্ষমতার সঙ্গে থাকতে ভালোবাসেন । তাই তিনি পুরনো দলেই ফিরে গিয়েছেন । তাই, অর্জুনের মতো অন্য বিধায়ক-সাংসদরা তেমন সিদ্ধান্ত নেবেন না ৷"

আরও পড়ুন : BJP : অর্জুনের দলবদলে ক্ষুব্ধ নাড্ডা, দিলীপকে দিল্লিতে তলব

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.