কলকাতা, ৬ মার্চ : দক্ষিণ শহরতলির জেলা সভাপতি সোমনাথ বন্দ্যোপাধ্যায়কে সরানোর দাবিতে BJP-র রাজ্য দপ্তরে বিক্ষোভ দেখাল কর্মী, সমর্থকরা। গতকাল বিকেল ৫টা থেকে শুরু করে রাত ১০টা পর্যন্ত দফায় দফায় বিক্ষোভ চলে। BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বিক্ষোভকারীদের বৈঠক হলেও তাতে সমাধান সূত্র মেলেনি। তাই, বিক্ষোভকারীরা রাজ্য অফিসের সদর দরজার বাইরে রাস্তায় বসে পড়েন।
আন্দোলনকারী BJP কর্মী, সমর্থকদের মূল অভিযোগ, সোমনাথ বন্দ্যোপাধ্যায় একাধিক দুর্নীতির সঙ্গে যুক্ত। এমন কী দক্ষিণ কলকাতার সাংগঠনিক জেলার প্রায় ১২জন মণ্ডল সভাপতি তাঁর বিরুদ্ধে অনাস্থা ডেকেছেন। তাঁকে পদ থেকে সরানোর দাবিতে চিঠিতে স্বাক্ষরও করেছেন। কিন্তু BJP-র রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে বারবার জানানো সত্ত্বেও কোনও ব্যবস্থা নেওয়া হয়নি। তার প্রতিবাদে তাঁরা অবস্থানে বসেন।
BJP-র সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায় বলেন, "সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ পেয়েছি। সেটা খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।"