ETV Bharat / city

BJP Protest In Assembly: শান্তিনিকেতনে শিশু-খুনের আঁচ বিধানসভায়, ওয়াক-আউট বিজেপির

শান্তিনিকেতনে শিশু-খুনের ঘটনায় (Santiniketan child murder) মুখ্যমন্ত্রীর বিবৃতির দাবিতে বিধানসভায় তুমুল বিক্ষোভ দেখাল বিরোধীরা ৷ পরে বিজেপি বিধায়করা বিধানসভা থেকে ওয়াক-আউট করেন (BJP walks out of Assembly)৷

BJP walks out of Assembly protesting Santiniketan child murder incident
শান্তিনিকেতনে শিশু-খুনের আঁচ বিধানসভায়, ওয়াক-আউট বিজেপির
author img

By

Published : Sep 21, 2022, 12:50 PM IST

Updated : Sep 21, 2022, 1:25 PM IST

কলকাতা, 21 সেপ্টেম্বর: শান্তিনিকেতনের শিশু খুনের (Santiniketan child murder) আঁচ এ বার পড়ল বিধানসভায় ৷ বাগুইআটি থেকে বোলপুর - শিশুমৃত্যুর ঘটনায় পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ অধ্যক্ষ সেই দাবি না মানায়, ওয়াক-আউট করে বিধানসভার কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধী দলের বিধায়করা (BJP walks out of Assembly)৷

এ দিন বিধানসভার অধিবেশনের উল্লেখপর্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টেনে আনেন শান্তিনিকেতনের শিশু খুনের প্রসঙ্গ ৷ বাগুইআটি থেকে বোলপুর, যে ভাবে পর কিশোর ও শিশুকে খুনের ঘটনা ঘটেছে, তা নিয়ে পুলিশমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেন তিনি ৷ অধ্যক্ষ সেই দাবি মেনে না নেওয়ায় তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধী দলের বিধায়করা ৷ এরপর তাঁরা বিধানভা থেকে ওয়াক-আউট করে কক্ষ ছেড়ে বেরিয়ে আসেন ৷ বিধানসভার বাইরেও ওই শিশুর ছবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ৷

সেই সময় শুভেন্দু বলেন, "সম্প্রতি দেখা যাচ্ছে শিশু ও কিশোরের অপহরণ হচ্ছে ৷ পুলিশ ডায়েরি নিচ্ছে না, তদন্ত হচ্ছে না ৷ পরে তাদের দেহ পাওয়া যাচ্ছে ৷ বাগুইআটির জোড়া খুনের জন্য যে পুলিশ দায়ী পুলিশমন্ত্রী তা স্বীকার করেছেন ৷ শুধু সাসপেন্ড নয়, আমরা গ্রেফতারি দাবি করি ৷ গতকালের এই বাচ্চাটা 18 তারিখ নিখোঁজ হয়েছে ৷ তার পরিবারের লোক জিডি করেছে ৷ 20 তারিখ পাশের বাড়ি রুবি বিবির বাড়িতে পলিথিনে মোড়া এই বাচ্চার দেহ পাওয়া গিয়েছে ৷ পুলিশমন্ত্রী চোরেদের বাঁচানোর জন্য বিধানসভায় এসে মিথ্যে কথা বলতে পারেন, তিনি এত ব্যস্ত যে চোরেদের বাঁচানোর জন্য ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে রেজোলিউশনে নেচে নেচে বলতে পারেন, আর এই বাচ্চাটার জন্য আমরা বলেছিলাম হাউস চলাকালীন পুলিশমন্ত্রীকে বলুন এসে বলতে ৷ অধ্যক্ষ একপেশে আচরণ করেন ৷ তিনি কর্ণপাত করেননি ৷ আমরা বিজেপি বিধায়করা ভেতরে প্রতিবাদ করেছি, বাইরেও প্রতিবাদ করছি ৷"

বিধানসভায় ওয়াক-আউট বিজেপির

আরও পড়ুন: নিঁখোজ শিশুর পচাগলা দেহ উদ্ধার, ভাঙচুর-অগ্নিসংযোগ প্রতিবেশীর বাড়িতে

দলের তরফে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিধায়ক অনুপ সাহার নেতৃত্বে ওই শিশুর পরিবারের কাছে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা ৷ বিধানসভার অধিবেশন শেষ হলে, দলীয় বিধায়কদের প্রতিনিধিরাও শান্তিনিকেতনের শিশুর বাড়িতে যাবে বলে জানান তিনি ৷ এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে শুভেন্দু বলেছেন, "আমরা রুবি বিবির ফাঁসি দাবি করছি ৷ 18 তারিখ জিডি হওয়ার পরও শান্তিনিকেতন থানার পুলিশ, যারা ব্যবস্থা নেয়নি সেই ওসিকে গ্রেফতার, এসপিকে ক্লোজ করার দাবি করছি এবং সিবিআই তদন্তের দাবি করছি ৷ পশ্চিমবাংলায় শুধু বিজেপি নয়, শুধু নারীরা নয়, ছোট ছোট কিশোর ও শিশুরাও নিরাপদ নয় ৷ উৎসবের মরসুমে আরও কত শিশু-কিশোরের কপালে এই অপদার্থ পুলিশমন্ত্রীর জন্য দুঃখ অপেক্ষা করে আছে আমাদের ভাবতেও খুব খারাপ লাগে ৷"

কলকাতা, 21 সেপ্টেম্বর: শান্তিনিকেতনের শিশু খুনের (Santiniketan child murder) আঁচ এ বার পড়ল বিধানসভায় ৷ বাগুইআটি থেকে বোলপুর - শিশুমৃত্যুর ঘটনায় পুলিশমন্ত্রী তথা মুখ্যমন্ত্রী বিবৃতি দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)৷ অধ্যক্ষ সেই দাবি না মানায়, ওয়াক-আউট করে বিধানসভার কক্ষ থেকে বেরিয়ে যান বিরোধী দলের বিধায়করা (BJP walks out of Assembly)৷

এ দিন বিধানসভার অধিবেশনের উল্লেখপর্বে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী টেনে আনেন শান্তিনিকেতনের শিশু খুনের প্রসঙ্গ ৷ বাগুইআটি থেকে বোলপুর, যে ভাবে পর কিশোর ও শিশুকে খুনের ঘটনা ঘটেছে, তা নিয়ে পুলিশমন্ত্রী তথা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিবৃতি দাবি করেন তিনি ৷ অধ্যক্ষ সেই দাবি মেনে না নেওয়ায় তুমুল হই-হট্টগোল শুরু করেন বিরোধী দলের বিধায়করা ৷ এরপর তাঁরা বিধানভা থেকে ওয়াক-আউট করে কক্ষ ছেড়ে বেরিয়ে আসেন ৷ বিধানসভার বাইরেও ওই শিশুর ছবি নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন বিজেপি বিধায়করা ৷

সেই সময় শুভেন্দু বলেন, "সম্প্রতি দেখা যাচ্ছে শিশু ও কিশোরের অপহরণ হচ্ছে ৷ পুলিশ ডায়েরি নিচ্ছে না, তদন্ত হচ্ছে না ৷ পরে তাদের দেহ পাওয়া যাচ্ছে ৷ বাগুইআটির জোড়া খুনের জন্য যে পুলিশ দায়ী পুলিশমন্ত্রী তা স্বীকার করেছেন ৷ শুধু সাসপেন্ড নয়, আমরা গ্রেফতারি দাবি করি ৷ গতকালের এই বাচ্চাটা 18 তারিখ নিখোঁজ হয়েছে ৷ তার পরিবারের লোক জিডি করেছে ৷ 20 তারিখ পাশের বাড়ি রুবি বিবির বাড়িতে পলিথিনে মোড়া এই বাচ্চার দেহ পাওয়া গিয়েছে ৷ পুলিশমন্ত্রী চোরেদের বাঁচানোর জন্য বিধানসভায় এসে মিথ্যে কথা বলতে পারেন, তিনি এত ব্যস্ত যে চোরেদের বাঁচানোর জন্য ইডি-সিবিআইয়ের বিরুদ্ধে রেজোলিউশনে নেচে নেচে বলতে পারেন, আর এই বাচ্চাটার জন্য আমরা বলেছিলাম হাউস চলাকালীন পুলিশমন্ত্রীকে বলুন এসে বলতে ৷ অধ্যক্ষ একপেশে আচরণ করেন ৷ তিনি কর্ণপাত করেননি ৷ আমরা বিজেপি বিধায়করা ভেতরে প্রতিবাদ করেছি, বাইরেও প্রতিবাদ করছি ৷"

বিধানসভায় ওয়াক-আউট বিজেপির

আরও পড়ুন: নিঁখোজ শিশুর পচাগলা দেহ উদ্ধার, ভাঙচুর-অগ্নিসংযোগ প্রতিবেশীর বাড়িতে

দলের তরফে বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও বিধায়ক অনুপ সাহার নেতৃত্বে ওই শিশুর পরিবারের কাছে যাওয়া হচ্ছে বলে জানিয়েছেন বিরোধী দলনেতা ৷ বিধানসভার অধিবেশন শেষ হলে, দলীয় বিধায়কদের প্রতিনিধিরাও শান্তিনিকেতনের শিশুর বাড়িতে যাবে বলে জানান তিনি ৷ এই ঘটনায় সিবিআই তদন্তের দাবি জানিয়ে শুভেন্দু বলেছেন, "আমরা রুবি বিবির ফাঁসি দাবি করছি ৷ 18 তারিখ জিডি হওয়ার পরও শান্তিনিকেতন থানার পুলিশ, যারা ব্যবস্থা নেয়নি সেই ওসিকে গ্রেফতার, এসপিকে ক্লোজ করার দাবি করছি এবং সিবিআই তদন্তের দাবি করছি ৷ পশ্চিমবাংলায় শুধু বিজেপি নয়, শুধু নারীরা নয়, ছোট ছোট কিশোর ও শিশুরাও নিরাপদ নয় ৷ উৎসবের মরসুমে আরও কত শিশু-কিশোরের কপালে এই অপদার্থ পুলিশমন্ত্রীর জন্য দুঃখ অপেক্ষা করে আছে আমাদের ভাবতেও খুব খারাপ লাগে ৷"

Last Updated : Sep 21, 2022, 1:25 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.