কলকাতা, 17 মার্চ : বাজেট অধিবেশনে অতিরিক্ত প্রশ্নোত্তর পর্বে আলোচনার সময় বিজেপি বিধায়কদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Bengal Assembly Speaker Biman Banerjee) । প্রসঙ্গত, ওই সময় বিধানসভার অন্দরে বক্তব্য রাখছিলেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (Bengal Finance Minister Chandrima Bhattacharjee) । কিন্তু এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি, যার কারণে ওয়াকআউট করা যায় ।
দেখা যায়, এক এক করে সমস্ত বিরোধী বিধায়করা নীরবে মন্ত্রীর বক্তব্যের সময় কক্ষ ত্যাগ করে বেরিয়ে যাচ্ছেন । কার্যত বিরোধীশূন্য কক্ষে বক্তব্য রাখতে থাকেন অর্থমন্ত্রী । এই ঘটনাটি নজরে আসে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়ের । তিনি বিরোধীদের এই আচরণ নিয়ে অত্যন্ত বিরক্তি প্রকাশ করেন । এবং তাদের এই আচরণকে অসৌজন্য বলে আখ্যা দেন । প্রসঙ্গত, এদিন শাসক এবং বিরোধী দলের তরফ থেকে একাধিক প্রশ্ন করা হয় অর্থমন্ত্রীর উদ্দেশ্যে । অর্থমন্ত্রী তারই জবাব দিচ্ছিলেন । সেই জবাব দেওয়াকে উপেক্ষা করে বিরোধীদের বেরিয়ে যাওয়ার কঠোর সমালোচনা করেন বিমান বন্দ্যোপাধ্যায় ।
রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, পরিষদীয় রাজনীতিতে বিরোধী রাজনৈতিক দলের যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে । বহু ক্ষেত্রেই দেখা যায় সরকারপক্ষের খামতি তুলে ধরতে তারা কক্ষের ভেতর হইচই করেন । ওয়েলে নেমে বিক্ষোভ দেখান । অথবা কোনও ঘটনার প্রতিবাদ জানিয়ে ওয়াকআউট করেন । এ ধরনের ঘটনা পরিষদীয় রীতিনীতির মধ্যে স্বাভাবিক কার্যক্রমের মধ্যে পড়ে ।
কিন্তু বৃহস্পতিবার এই চেনা রুটিনের বাইরে একটা ব্যতিক্রমী ঘটনা দেখা গেল । ব্যতিক্রমী এই কারণেই বলা হচ্ছে, কোনও কারণ ছাড়াই অর্থমন্ত্রীর বক্তব্যের সময় নিঃশব্দে কক্ষত্যাগ করলেন সমস্ত বিজেপি বিধায়ক (BJP MLAs Walkout From Bengal Assembly) । আপাতদৃষ্টিতে এটাকে ওয়াকআউট মনে হতেই পারে । তবে এটা ওয়াকআউট নয় । খুব স্বাভাবিক ভাবেই বিধানসভার প্রধান বিরোধী রাজনৈতিক দলের বিধায়কদের এই ভূমিকাকে ভাল চোখে দেখেননি অধ্যক্ষ । আর সে কারণেই এর কঠোর সমালোচনা করলেন তিনি ।
এদিন বিধানসভার কক্ষে বিমানবাবু বলেছেন, এ ধরনের আচরণ কাঙ্ক্ষিত নয় । অধ্যক্ষের মতে, বিজেপি বিধায়কদের এই আচরণ শুধু অশোভন নয়, অসৌজন্যমূলকও । এ ধরনের ঘটনা সংসদীয় গণতন্ত্রের পক্ষে অত্যন্ত বিপদজনক । তিনি আশা প্রকাশ করেন ভবিষ্যতে বিরোধীরা এ ধরনের আচরণ করবেন না ।