ETV Bharat / city

Nadda takes Dilip along: মানভঞ্জন করে বঙ্গে দিলীপকে সফরসঙ্গী করলেন নাড্ডা

author img

By

Published : Jun 8, 2022, 2:20 PM IST

রাজ্য সফরে মানভঞ্জন করে দিলীপ ঘোষকে সফরসঙ্গী করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা (BJP trying to appease Dilip Ghosh)৷ সফর চলাকালীন সর্বক্ষণ নাড্ডার সঙ্গে থাকার জন্য দিলীপকে অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে (Nadda takes Dilip along)।

bjp-trying-to-appease-dilip-ghosh-invites-him-to-accompany-j-p-nadda-in-his-bengal-visit
মানভঞ্জন করে বঙ্গে দিলীপকে সফরসঙ্গী করলেন নাড্ডা

কলকাতা, 8 জুন: বিক্ষোভ-বিদ্রোহের আবহে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মুখ বন্ধ করতে 'সেন্সর'-এর চিঠি দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (J P Nadda Bengal visit)। তবে এই চিঠি যাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি বাংলা সফরের সময় দলের জন্য বাড়তি অস্বস্তির কারণ না হয়, সে জন্য তাঁর মানভঞ্জনেরও প্রয়াস দেখা গেল । সর্বভারতীয় সভাপতির রাজ্য সফরের আগেই দিল্লির কেন্দ্রীয় অফিস থেকে ফোন এসেছিল তাঁর কাছে । শুধু তাই নয় সফর চলাকালীন সর্বক্ষণ জেপি নাড্ডার সঙ্গে তাঁকে থাকার জন্যও অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে (Nadda takes Dilip along)। এমনটাই খবর বিজেপি সূত্রে ।

দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শুধু কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ফোন নয়, ফোন এসেছিল জগত প্রকাশ নাড্ডার অফিস থেকেও (BJP trying to appease Dilip Ghosh)। এ ক্ষেত্রে তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন, তাঁর দিক থেকে সব ধরনের সহযোগিতা তিনি করবেন ।

আরও পড়ুন: J P Nadda meets BJP leaders: দ্বন্দ্ব কাটাতে মানুষকে গুরুত্ব দিয়ে আন্দোলন জোরদারের ডাক নাড্ডার

প্রসঙ্গত গতকাল রাত থেকেই রাজারহাটের হোটেলের পর দিলীপ ঘোষকে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গেই থাকতে দেখা গিয়েছে । এমনকী এ দিন সকালেও জেপি নাড্ডার কনভয়ের সঙ্গেই তিনি চন্দননগর ও চুঁচুড়া সফরে গিয়েছেন । বিকেলে ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্য কর্মসমিতির বৈঠকেও তিনি উপস্থিত থাকবেন । শুধু তাই নয়, দলীয় সূত্রে জানা গিয়েছে রাজ্য কর্মসমিতির বৈঠকে আলাদা করে বক্তব্য রাখবেন দিলীপ ঘোষ । এ ক্ষেত্রে তাঁর পূর্ব অভিজ্ঞতা এবং দলকে চাঙ্গা করার জন্য কী করণীয় সে বিষয়েও বার্তা দেবেন তিনি । সায়েন্স সিটিতে মণ্ডল সভাপতিদের নিয়ে যে বৈঠক রয়েছে, সেখানেও বিশেষ শিক্ষকের ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে ।

BJP trying to appease Dilip Ghosh, invites him to accompany J P Nadda in his Bengal visit
মানভঞ্জন করে বঙ্গে দিলীপকে সফরসঙ্গী করলেন নাড্ডা

অতএব মনে করা হচ্ছে, রাজ্যে পা রাখার আগে আটঘাট বেঁধেই এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি । এ ক্ষেত্রে দিলীপ ঘোষের মানভঞ্জনেরও সব রকমের প্রয়াশ চালিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব । এ ক্ষেত্রে সংঘাত নয়, সংগঠনের অন্দরে ভারসাম্যের নীতিতেই জোর দিচ্ছেন নাড্ডা ।

কলকাতা, 8 জুন: বিক্ষোভ-বিদ্রোহের আবহে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের মুখ বন্ধ করতে 'সেন্সর'-এর চিঠি দিয়েছিল বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব (J P Nadda Bengal visit)। তবে এই চিঠি যাতে বিজেপির সর্বভারতীয় সভাপতি বাংলা সফরের সময় দলের জন্য বাড়তি অস্বস্তির কারণ না হয়, সে জন্য তাঁর মানভঞ্জনেরও প্রয়াস দেখা গেল । সর্বভারতীয় সভাপতির রাজ্য সফরের আগেই দিল্লির কেন্দ্রীয় অফিস থেকে ফোন এসেছিল তাঁর কাছে । শুধু তাই নয় সফর চলাকালীন সর্বক্ষণ জেপি নাড্ডার সঙ্গে তাঁকে থাকার জন্যও অনুরোধ করা হয়েছে কেন্দ্রীয় নেতৃত্বের তরফে (Nadda takes Dilip along)। এমনটাই খবর বিজেপি সূত্রে ।

দিলীপ ঘোষের ঘনিষ্ঠ মহল সূত্রে খবর, শুধু কেন্দ্রীয় নেতৃত্বের তরফে ফোন নয়, ফোন এসেছিল জগত প্রকাশ নাড্ডার অফিস থেকেও (BJP trying to appease Dilip Ghosh)। এ ক্ষেত্রে তিনি কেন্দ্রীয় নেতৃত্বকে জানিয়েছেন, তাঁর দিক থেকে সব ধরনের সহযোগিতা তিনি করবেন ।

আরও পড়ুন: J P Nadda meets BJP leaders: দ্বন্দ্ব কাটাতে মানুষকে গুরুত্ব দিয়ে আন্দোলন জোরদারের ডাক নাড্ডার

প্রসঙ্গত গতকাল রাত থেকেই রাজারহাটের হোটেলের পর দিলীপ ঘোষকে দলের সর্বভারতীয় সভাপতির সঙ্গেই থাকতে দেখা গিয়েছে । এমনকী এ দিন সকালেও জেপি নাড্ডার কনভয়ের সঙ্গেই তিনি চন্দননগর ও চুঁচুড়া সফরে গিয়েছেন । বিকেলে ন্যাশনাল লাইব্রেরিতে রাজ্য কর্মসমিতির বৈঠকেও তিনি উপস্থিত থাকবেন । শুধু তাই নয়, দলীয় সূত্রে জানা গিয়েছে রাজ্য কর্মসমিতির বৈঠকে আলাদা করে বক্তব্য রাখবেন দিলীপ ঘোষ । এ ক্ষেত্রে তাঁর পূর্ব অভিজ্ঞতা এবং দলকে চাঙ্গা করার জন্য কী করণীয় সে বিষয়েও বার্তা দেবেন তিনি । সায়েন্স সিটিতে মণ্ডল সভাপতিদের নিয়ে যে বৈঠক রয়েছে, সেখানেও বিশেষ শিক্ষকের ভূমিকায় দেখা যাবে দিলীপ ঘোষকে ।

BJP trying to appease Dilip Ghosh, invites him to accompany J P Nadda in his Bengal visit
মানভঞ্জন করে বঙ্গে দিলীপকে সফরসঙ্গী করলেন নাড্ডা

অতএব মনে করা হচ্ছে, রাজ্যে পা রাখার আগে আটঘাট বেঁধেই এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি । এ ক্ষেত্রে দিলীপ ঘোষের মানভঞ্জনেরও সব রকমের প্রয়াশ চালিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব । এ ক্ষেত্রে সংঘাত নয়, সংগঠনের অন্দরে ভারসাম্যের নীতিতেই জোর দিচ্ছেন নাড্ডা ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.