কলকাতা, 24 অগস্ট: আগামী মাসের 'নবান্ন অভিযান' (Nabanna Abhijan) সফল করতে কোমর বেঁধে মাঠে নেমেছে বঙ্গ বিজেপি (BJP) ৷ প্রথমে ঠিক ছিল, 7 সেপ্টেম্বর এই কর্মসূচি পালন করা হবে ৷ কিন্তু, পরে নবান্ন অভিযানের দিন বদলে 13 সেপ্টেম্বর করা হয় ৷ কারণ, 7 সেপ্টেম্বর আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রধান পরব করম উৎসব উপলক্ষে ছুটি রয়েছে ৷ সেই কারণেই নবান্ন অভিযান ছ'দিনের জন্য পিছিয়ে দেয় বিজেপি ৷ সূত্রের খবর, নবান্ন অভিযান সফল করতে চলতি মাসেই তিনদিনের একটি প্রশিক্ষণ শিবির করবে বিজেপি ৷
উল্লেখ্য, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে গরুপাচার, একের পর এক দুর্নীতিতে শাসকদলের হেভিওয়েটদের যুক্ত থাকার অভিযোগ সামনে আসায় রাজ্য রাজনীতিতে শোরগোল পড়ে গিয়েছে ৷ রাজ্যজুড়ে 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচি পালন করছে গেরুয়া শিবির ৷ সেই ইস্যুকে সামনে রেখেই এবার নবান্ন অভিযান করবে বিজেপি ৷
আরও পড়ুন: দুর্নীতির প্রতিবাদ ও মুখ্যমন্ত্রীর পদত্যাগ চেয়ে 7 সেপ্টেম্বর নবান্ন অভিযান বিজেপির
ধর্মতলার 'চোর ধরো, জেল ভরো' কর্মসূচির মঞ্চ থেকে নবান্ন অভিযানের কথা ঘোষণা করেছিলেন বিজেপি-র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) ৷ এই আয়োজনকে সার্বিকভাবে সফল করতে চেষ্টায় কোনও ত্রুটি রাখতে নারাজ রাজ্য বিজেপি নেতৃত্ব ৷ দলীয় সূত্রে জানা গিয়েছে, জেলায় জেলায় প্রচার শুরু হয়েছে ৷ বিজেপি কবে এবং কেন নবান্ন অভিযান করছে, কী কারণে এই অভিযান সফল হওয়া আবশ্যিক, তা মানুষকে বোঝানো হচ্ছে ৷ প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটি জেলা বিজেপি-র সভাপতিদের ৷ তাঁদের নেতৃত্বে সর্বত্র মিটিং, মিছিল, সভা করা হচ্ছে ৷ আগামী দিনে এই বিষয়ে জেলা সভাপতিদের নিয়ে বৈঠকে বসারও কথা রয়েছেন সুকান্ত মজুমদারের ৷
বিজেপি সূত্রে জানা গিয়েছে, আগামী 29, 30 এবং 31 অগস্ট কলকাতা লাগোয়া একটি রিসর্টে তিনদিনের একটি প্রশিক্ষণ শিবির করা হবে ৷ সেই শিবিরে নবান্ন অভিযান সংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলোচনা করা হবে ৷ পাশাপাশি, বিভিন্ন জেলার নেতৃত্বে থাকা ব্যক্তিদের মধ্যে কার, কী দায়িত্ব, তাও ওই প্রশিক্ষণ শিবিরে নির্দিষ্ট করে দেওয়া হবে ৷ কর্মীরা কোন কোন জেলা থেকে কীভাবে আসবেন, কোথায় জমায়েত করবেন, কোন পথে মিছিল এগোবে, সবই এই প্রশিক্ষণ শিবিরে ঠিক করা হবে ৷
প্রাথমিকভাবে জানা গিয়েছে, আগামী 13 সেপ্টেম্বর বেলা 1টায় শহরের বিভিন্ন জায়গা থেকে মিছিল করে একটি নির্দিষ্ট জায়গায় জমায়েত করা হবে ৷ তারপর সেখান থেকে একসঙ্গে নবান্নের উদ্দেশে পদযাত্রা শুরু হবে ৷