কলকাতা, 14 সেপ্টেম্বর : রাজ্যজুড়ে শিক্ষক, পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধুরা যখনই নিজেদের দাবিদাওয়া নিয়ে পথে নেমেছেন, আন্দোলন করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের বাধা দেওয়া হয়েছে ৷ তাঁদের উপর হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ নিপীড়িত শিক্ষকদের পাশে দাঁড়াতে ও তাঁদের সমর্থনে রানি রাসমণি অ্যাভিনিউতে দু'দিনের অবস্থান কর্মসূচি শুরু করল BJP-র শিক্ষক সেল৷
এই অবস্থান থেকে বৃত্তিমূলক শিক্ষক ও পার্শ্বশিক্ষকরা একাধিক দাবি তুলেছেন ৷ তাঁদের দাবি, অবিলম্বে বৃত্তিমূলক শিক্ষক ও পার্শ্বশিক্ষকদের চুক্তিভিত্তিক ও আংশিক সময়ের প্রথা বিলোপ করে স্থায়ীকরণ করতে হবে ৷ যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্থায়ী শিক্ষকদের সমতুল বেতন কাঠামো দিতে হবে ৷ বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে ৷ বৃত্তিমূলক শিক্ষায় ক্লাস এইট প্লাস কোর্সগুলিকে মাধ্যমিকের সমতুল মান্যতা দিতে হবে ৷
আরও পড়ুন : স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিতে দিলীপ ঘোষ
BJP শিক্ষক সেলের আহ্বায়ক দীপল বিশ্বাস বলেন, "BJP শিক্ষক সেল রাজ্যের যত বঞ্চিত শিক্ষক আছে, সবার পাশেই দাঁড়াচ্ছে ৷ আজ আমরা বৃত্তিমূলক শাখার শিক্ষক, পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধুদের নিয়ে অবস্থান করছি ৷ কারণ, সম্প্রতি যেখানেই আন্দোলন করতে শিক্ষকরা গেছেন, সেখানেই পুলিশ তাঁদের মারধর করে তুলে দিয়েছে ৷ কল্যাণীতে মার খেয়েছেন, সল্টলেকে মার খেয়েছেন, শেষে কারিগরী ভবনের সামনে বৃত্তিমূলক শিক্ষকরা মার খান । তাই আজ আমরা তাঁদের সমর্থন জানানোর জন্য এখানে রানি রাসমণিতে অবস্থান করছি ৷ এই অবস্থান আজ ও কাল চলবে ৷"
অবস্থান কর্মসূচির জন্য BJP শিক্ষক সেল রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির সামনে অবস্থানে বসতে চেয়েছিল । কিন্তু, তাঁদের সেখানে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ তাই রানি রাসমণি অ্যাভিনিউতে অবস্থানে বসা হয়েছে ৷