ETV Bharat / city

নিপীড়িত শিক্ষকদের সমর্থনে দু'দিনের অবস্থান BJP-র শিক্ষক সেলের - BJP teacher cell support to the oppressed teachers

অবিলম্বে বৃত্তিমূলক শিক্ষক ও পার্শ্বশিক্ষকদের চুক্তিভিত্তিক ও আংশিক সময়ের প্রথা বিলোপ করে স্থায়ীকরণ করতে হবে ৷ যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্থায়ী শিক্ষকদের সমতুল বেতন কাঠামো দিতে হবে ৷ বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে নিয়োগ প্রক্রিয়া চালু করার দাবিতে দুদিনের অবস্থানে বসেছে BJP-র শিক্ষক সেল ৷

বিজেপির শিক্ষক সেলের অবস্থান
author img

By

Published : Sep 14, 2019, 9:18 PM IST

Updated : Sep 14, 2019, 10:02 PM IST

কলকাতা, 14 সেপ্টেম্বর : রাজ‍্যজুড়ে শিক্ষক, পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধুরা যখনই নিজেদের দাবিদাওয়া নিয়ে পথে নেমেছেন, আন্দোলন করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের বাধা দেওয়া হয়েছে ৷ তাঁদের উপর হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ নিপীড়িত শিক্ষকদের পাশে দাঁড়াতে ও তাঁদের সমর্থনে রানি রাসমণি অ্যাভিনিউতে দু'দিনের অবস্থান কর্মসূচি শুরু করল BJP-র শিক্ষক সেল৷

এই অবস্থান থেকে বৃত্তিমূলক শিক্ষক ও পার্শ্বশিক্ষকরা একাধিক দাবি তুলেছেন ৷ তাঁদের দাবি, অবিলম্বে বৃত্তিমূলক শিক্ষক ও পার্শ্বশিক্ষকদের চুক্তিভিত্তিক ও আংশিক সময়ের প্রথা বিলোপ করে স্থায়ীকরণ করতে হবে ৷ যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্থায়ী শিক্ষকদের সমতুল বেতন কাঠামো দিতে হবে ৷ বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে ৷ বৃত্তিমূলক শিক্ষায় ক্লাস এইট প্লাস কোর্সগুলিকে মাধ্যমিকের সমতুল মান্যতা দিতে হবে ৷

আরও পড়ুন : স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিতে দিলীপ ঘোষ

BJP শিক্ষক সেলের আহ্বায়ক দীপল বিশ্বাস বলেন, "BJP শিক্ষক সেল রাজ্যের যত বঞ্চিত শিক্ষক আছে, সবার পাশেই দাঁড়াচ্ছে ৷ আজ আমরা বৃত্তিমূলক শাখার শিক্ষক, পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধুদের নিয়ে অবস্থান করছি ৷ কারণ, সম্প্রতি যেখানেই আন্দোলন করতে শিক্ষকরা গেছেন, সেখানেই পুলিশ তাঁদের মারধর করে তুলে দিয়েছে ৷ কল্যাণীতে মার খেয়েছেন, সল্টলেকে মার খেয়েছেন, শেষে কারিগরী ভবনের সামনে বৃত্তিমূলক শিক্ষকরা মার খান । তাই আজ আমরা তাঁদের সমর্থন জানানোর জন্য এখানে রানি রাসমণিতে অবস্থান করছি ৷ এই অবস্থান আজ ও কাল চলবে ৷"

শুনুন BJP শিক্ষক সেলের আহ্বায়কের বক্তব্য

অবস্থান কর্মসূচির জন্য BJP শিক্ষক সেল রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির সামনে অবস্থানে বসতে চেয়েছিল । কিন্তু, তাঁদের সেখানে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ তাই রানি রাসমণি অ্যাভিনিউতে অবস্থানে বসা হয়েছে ৷

কলকাতা, 14 সেপ্টেম্বর : রাজ‍্যজুড়ে শিক্ষক, পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধুরা যখনই নিজেদের দাবিদাওয়া নিয়ে পথে নেমেছেন, আন্দোলন করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের বাধা দেওয়া হয়েছে ৷ তাঁদের উপর হামলার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে ৷ নিপীড়িত শিক্ষকদের পাশে দাঁড়াতে ও তাঁদের সমর্থনে রানি রাসমণি অ্যাভিনিউতে দু'দিনের অবস্থান কর্মসূচি শুরু করল BJP-র শিক্ষক সেল৷

এই অবস্থান থেকে বৃত্তিমূলক শিক্ষক ও পার্শ্বশিক্ষকরা একাধিক দাবি তুলেছেন ৷ তাঁদের দাবি, অবিলম্বে বৃত্তিমূলক শিক্ষক ও পার্শ্বশিক্ষকদের চুক্তিভিত্তিক ও আংশিক সময়ের প্রথা বিলোপ করে স্থায়ীকরণ করতে হবে ৷ যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্থায়ী শিক্ষকদের সমতুল বেতন কাঠামো দিতে হবে ৷ বৃত্তিমূলক প্রশিক্ষণ কেন্দ্রগুলোতে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে ৷ বৃত্তিমূলক শিক্ষায় ক্লাস এইট প্লাস কোর্সগুলিকে মাধ্যমিকের সমতুল মান্যতা দিতে হবে ৷

আরও পড়ুন : স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটিতে দিলীপ ঘোষ

BJP শিক্ষক সেলের আহ্বায়ক দীপল বিশ্বাস বলেন, "BJP শিক্ষক সেল রাজ্যের যত বঞ্চিত শিক্ষক আছে, সবার পাশেই দাঁড়াচ্ছে ৷ আজ আমরা বৃত্তিমূলক শাখার শিক্ষক, পার্শ্বশিক্ষক ও শিক্ষাবন্ধুদের নিয়ে অবস্থান করছি ৷ কারণ, সম্প্রতি যেখানেই আন্দোলন করতে শিক্ষকরা গেছেন, সেখানেই পুলিশ তাঁদের মারধর করে তুলে দিয়েছে ৷ কল্যাণীতে মার খেয়েছেন, সল্টলেকে মার খেয়েছেন, শেষে কারিগরী ভবনের সামনে বৃত্তিমূলক শিক্ষকরা মার খান । তাই আজ আমরা তাঁদের সমর্থন জানানোর জন্য এখানে রানি রাসমণিতে অবস্থান করছি ৷ এই অবস্থান আজ ও কাল চলবে ৷"

শুনুন BJP শিক্ষক সেলের আহ্বায়কের বক্তব্য

অবস্থান কর্মসূচির জন্য BJP শিক্ষক সেল রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তির সামনে অবস্থানে বসতে চেয়েছিল । কিন্তু, তাঁদের সেখানে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ ৷ তাই রানি রাসমণি অ্যাভিনিউতে অবস্থানে বসা হয়েছে ৷

Intro:কলকাতা, 14 সেপ্টেম্বর: বিগত বেশ কয়েকদিন ধরে রাজ‍্যজুড়ে শিক্ষক, পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধুরা যখনই নিজেদের দাবিদাওয়া নিয়ে পথে নেমেছেন, আন্দোলন করেছেন, অধিকাংশ ক্ষেত্রেই তাঁদের বাঁধা দেওয়া, তাঁদের উপর আক্রমণ, লাঠিচার্জের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে। কিছুদিন আগে খাস কলকাতার কারিগরি ভবনের সামনে বৃত্তিমূলক শিক্ষকদের উপর লাঠিচার্জের অভিযোগ উঠেছিল পুলিশের বিরুদ্ধে। নিপীড়িত এই শিক্ষক সমাজের পাশে দাঁড়াতে ও তাঁদের সমর্থনে রানী রাসমণি অ‍্যাভিনিউতে দুদিনের অবস্থান কর্মসূচি শুরু করল বিজেপির শিক্ষক সেল।


Body:দুদিনের অবস্থান কর্মসূচি নিয়ে বিজেপি শিক্ষক সেলের আহ্বায়ক দীপল বিশ্বাস বলেন, "বিজেপি শিক্ষক সেল রাজ্যের যত বঞ্চিত শিক্ষক আছে তাঁদের পাশে দাঁড়াচ্ছে। আজ আমরা ভোকেশনাল শাখার শিক্ষক, পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধুদের নিয়ে বসেছি। কারণ, সম্প্রতি যেখানেই আন্দোলন করতে তাঁরা গেছেন সেখানেই পুলিশ তাঁদের মার দিয়ে তুলে দিয়েছে। কল্যাণীতে মার খেয়েছে, সল্টলেকে মার খেয়েছে, লাস্টে কারিগরি ভবনের সামনে ভোকেশনাল শিক্ষকরা মার খেয়েছিল। সেই পার্শ্বশিক্ষক, শিক্ষাবন্ধু ও ভোকেশনাল শিক্ষকরা নিদারুণ নিপীড়নের শিকার, বঞ্চনার শিকার। তাঁরা যখনই আন্দোলন করতে গেছে তাঁরা কিন্তু পুলিশের মার খেয়েছে, কোনো জায়গায় বসতে পারেনি। তাই আজকে আমরা তাঁদের নিয়ে, তাঁদের সমর্থন জানানোর জন্য এখানে রানী রাসমণিতে অবস্থানে বসেছি। এই অবস্থান আজ ও কাল টানা চলবে।"

এই অবস্থান কর্মসূচির জন্য বিজেপি শিক্ষক সেল রানী রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জীর মূর্তির সামনে বসতে চেয়েছিলেন। কিন্তু, তাঁদের সেখানে বসতে দেওয়া হয়নি বলে অভিযোগ। অজ্ঞতা রানী রাসমণি অ্যাভিনিউতে অবস্থান কর্মসূচি করেন তাঁরা। এ বিষয়ে দীপল বিশ্বাস বলেন, "আজকে আমাদের রেড রোডে শ্যামাপ্রসাদ মুখার্জী মূর্তির ওখানে বসার কথা ছিল। কিন্তু, সেখানে আমাদের বসতে বাঁধা দেওয়ার জন্য। তাই আমরা এখানে অবস্থান করার ব্যবস্থা করেছি। আমাদের রাজ্য নেতৃত্ব সবাই আসবেন এখানে।"

আজকের অবস্থান থেকে বৃত্তিমূলক শিক্ষক ও প্রশিক্ষকরা একাধিক দাবি তুলেছেন। তাঁদের দাবি, প্রথমত, বৃত্তিমূলক শিক্ষক ও প্রশিক্ষকদের চুক্তিভিত্তিক ও পার্টটাইম প্রথা বিলোপ করে স্থায়ীকরণ করতে হবে। দ্বিতীয়ত, যোগ্যতা ও অভিজ্ঞতার ভিত্তিতে স্থায়ী শিক্ষকদের সমতুল্য বেতন কাঠামো দিতে হবে। অবিলম্বে ভোকেশনাল ট্রেনিং সেন্টারগুলিতে নিয়োগ প্রক্রিয়া চালু করতে হবে। সবশেষে তা‍ঁদের দাবি, ভোকেশনাল শিক্ষায় ক্লাস এইটের প্লাস কোর্সগুলিকে মাধ্যমিকের সমতুল্য করতে হবে।


Conclusion:
Last Updated : Sep 14, 2019, 10:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.