ETV Bharat / city

মুকুলের বিধায়ক পদ খারিজের দাবিতে স্পিকারকে বিজেপির চিঠি - মনোজ টিজ্ঞা

অবিলম্বে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানানো হয়েছে চিঠিতে । দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছে ।

bjp-submit-letter-to-assembly-speaker-demanding-dismissal-mla-post-of-mukul-roy
bjp-submit-letter-to-assembly-speaker-demanding-dismissal-mla-post-of-mukul-roy
author img

By

Published : Jun 18, 2021, 5:17 PM IST

কলকাতা, 18 জুন : মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে আজ বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক ও বিধায়ক মনোজ টিজ্ঞা স্পিকারের সচিবালয়ে চিঠি জমা দিলেন । শুভেন্দু অধিকারী সঙ্গে না থাকলেও তাঁর নির্দশেই ওই চিঠি জমা দেন মনোজ ।

অবিলম্বে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানানো হয়েছে চিঠিতে । দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছে । চিঠিতে স্বাক্ষর রয়েছে শুভেন্দু অধিকারীর ৷

bjp-submit-letter-to-assembly-speaker-demanding-dismissal-mla-post-of-mukul-roy
শুভেন্দু অধিকারীর প্যাডে বিজেপির চিঠি ৷

মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী । বিজেপিত্যাগী নেতাকে বিধায়ক পদ ছাড়ার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিল বিজেপি । সেই সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত । সূত্রের খবর, এরপরই তড়িঘড়ি আইনি পথে মুকুল রায়ের বিষয়টির মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ।

আরও পড়ুন : শুভেন্দুর দলত্যাগ বিরোধী আইনের হুঁশিয়ারি কতটা বাস্তব ?

গতকাল বৃহস্পতিবারই মুকুল রায়ের বিধায়কপদ খারিজের দাবি জানিয়ে বিধানসভায় স্পিকারকে চিঠি দিতে যান শুভেন্দু অধিকারী । কিন্তু রিসিভ সেকশন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি । যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা । আজ তিনি নিজে না আসলেও মনোজ টিজ্ঞার মাধ্যমে ওই চিঠি জমা দিল গেরুয়া শিবির ৷

কলকাতা, 18 জুন : মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের দাবিতে আজ বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক ও বিধায়ক মনোজ টিজ্ঞা স্পিকারের সচিবালয়ে চিঠি জমা দিলেন । শুভেন্দু অধিকারী সঙ্গে না থাকলেও তাঁর নির্দশেই ওই চিঠি জমা দেন মনোজ ।

অবিলম্বে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজের আবেদন জানানো হয়েছে চিঠিতে । দলত্যাগ বিরোধী আইনে মুকুলের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নিতে আবেদন করা হয়েছে । চিঠিতে স্বাক্ষর রয়েছে শুভেন্দু অধিকারীর ৷

bjp-submit-letter-to-assembly-speaker-demanding-dismissal-mla-post-of-mukul-roy
শুভেন্দু অধিকারীর প্যাডে বিজেপির চিঠি ৷

মুকুল রায় বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পরেই দলত্যাগ বিরোধী আইন কার্যকর করার হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী । বিজেপিত্যাগী নেতাকে বিধায়ক পদ ছাড়ার জন্য নির্দিষ্ট সময়সীমাও বেঁধে দিয়েছিল বিজেপি । সেই সময়সীমা ইতিমধ্যে অতিক্রান্ত । সূত্রের খবর, এরপরই তড়িঘড়ি আইনি পথে মুকুল রায়ের বিষয়টির মোকাবিলা করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি ।

আরও পড়ুন : শুভেন্দুর দলত্যাগ বিরোধী আইনের হুঁশিয়ারি কতটা বাস্তব ?

গতকাল বৃহস্পতিবারই মুকুল রায়ের বিধায়কপদ খারিজের দাবি জানিয়ে বিধানসভায় স্পিকারকে চিঠি দিতে যান শুভেন্দু অধিকারী । কিন্তু রিসিভ সেকশন বন্ধ থাকায় তা সম্ভব হয়নি । যা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেন বিজেপি নেতা । আজ তিনি নিজে না আসলেও মনোজ টিজ্ঞার মাধ্যমে ওই চিঠি জমা দিল গেরুয়া শিবির ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.