ETV Bharat / city

BJP ST Morcha: পাখির চোখ পঞ্চায়েত ভোট, তফশিলি উপজাতি মোর্চায় শূন্যপদ পূরণ বিজেপির - দ্রৌপদী মুর্মু

তফশিলি উপজাতি মোর্চায় (BJP ST Morcha) দু’টি সাংগঠনিক জেলার সভাপতি পদ ফাঁকা ছিল ৷ সেই দু’টি পদে সভাপতি নিয়োগ করল বিজেপি (BJP) ৷

BJP ST Morcha appoints two Organisational District President
BJP ST Morcha: পাখির চোখ পঞ্চায়েত ভোট, তফশিলি উপজাতি মোর্চায় শূন্যপদ পূরণ বিজেপির
author img

By

Published : Sep 6, 2022, 6:09 PM IST

কলকাতা, 6 সেপ্টেম্বর : বিজেপির (BJP) তফশিলি উপজাতি মোর্চার দু’টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হল ৷ জোয়েল মুর্মু বিজেপির এই তফশিলি উপজাতি মোর্চার (BJP ST Morcha) রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই এই দু’টি সাংগঠনিক জেলার সভাপতি পদ ফাঁকা ছিল ৷

এই দু’টি সাংগঠনিক জেলা হল ব্যারাকপুর ও মালদা দক্ষিণ ৷ ব্যারাকপুরে সভাপতি করা হয়েছে বরুণ সরদারকে ৷ আর বিশ্বজিৎ মুর্মুকে দায়িত্ব দেওয়া হয়েছে মালদা দক্ষিণের ৷

বিজেপি সূত্রে খবর, এই দু’টি জায়গাতেই আদিবাসী ভোটারদের (Adibasi Voters) সংখ্যা বেশ ভালো ৷ ফলে আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে এই দুই এলাকায় সংগঠনকে মজবুত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷

BJP ST Morcha appoints two Organisational District President
বিজেপির তফশিলি উপজাতি মোর্চার দু’টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হল

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি দেশের রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ তিনি আদিবাসী সমাজের প্রতিনিধি ৷ তিনি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোটের প্রার্থী ছিলেন ৷ ফলে তাঁকে প্রার্থী করা নিয়ে বিজেপি বারবার কৃতিত্ব দাবি করছে ৷ আদিবাসী সমাজের ভালোর জন্য বিজেপিই একমাত্র কাজ করছে বলে বারবার গেরুয়া শিবিরের নেতারা দাবি করেন ৷

ফলে বাংলাতেও আদিবাসী ভোটারদের মন পেতে বিজেপি যে চেষ্টা করবে সেটাই স্বাভাবিক ৷ সাংগঠনিক জেলাগুলির শূন্য থাকা সভাপতি পদগুলি পূরণ করে সেই চেষ্টাই শুরু হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : নজরে হারানো 144 লোকসভা আসন, বিজেপি বৈঠকে রণনীতি বাতলাবেন শাহ-নাড্ডা

কলকাতা, 6 সেপ্টেম্বর : বিজেপির (BJP) তফশিলি উপজাতি মোর্চার দু’টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হল ৷ জোয়েল মুর্মু বিজেপির এই তফশিলি উপজাতি মোর্চার (BJP ST Morcha) রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই এই দু’টি সাংগঠনিক জেলার সভাপতি পদ ফাঁকা ছিল ৷

এই দু’টি সাংগঠনিক জেলা হল ব্যারাকপুর ও মালদা দক্ষিণ ৷ ব্যারাকপুরে সভাপতি করা হয়েছে বরুণ সরদারকে ৷ আর বিশ্বজিৎ মুর্মুকে দায়িত্ব দেওয়া হয়েছে মালদা দক্ষিণের ৷

বিজেপি সূত্রে খবর, এই দু’টি জায়গাতেই আদিবাসী ভোটারদের (Adibasi Voters) সংখ্যা বেশ ভালো ৷ ফলে আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে এই দুই এলাকায় সংগঠনকে মজবুত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷

BJP ST Morcha appoints two Organisational District President
বিজেপির তফশিলি উপজাতি মোর্চার দু’টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হল

এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি দেশের রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ তিনি আদিবাসী সমাজের প্রতিনিধি ৷ তিনি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোটের প্রার্থী ছিলেন ৷ ফলে তাঁকে প্রার্থী করা নিয়ে বিজেপি বারবার কৃতিত্ব দাবি করছে ৷ আদিবাসী সমাজের ভালোর জন্য বিজেপিই একমাত্র কাজ করছে বলে বারবার গেরুয়া শিবিরের নেতারা দাবি করেন ৷

ফলে বাংলাতেও আদিবাসী ভোটারদের মন পেতে বিজেপি যে চেষ্টা করবে সেটাই স্বাভাবিক ৷ সাংগঠনিক জেলাগুলির শূন্য থাকা সভাপতি পদগুলি পূরণ করে সেই চেষ্টাই শুরু হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷

আরও পড়ুন : নজরে হারানো 144 লোকসভা আসন, বিজেপি বৈঠকে রণনীতি বাতলাবেন শাহ-নাড্ডা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.