কলকাতা, 6 সেপ্টেম্বর : বিজেপির (BJP) তফশিলি উপজাতি মোর্চার দু’টি সাংগঠনিক জেলার সভাপতির নাম ঘোষণা করা হল ৷ জোয়েল মুর্মু বিজেপির এই তফশিলি উপজাতি মোর্চার (BJP ST Morcha) রাজ্য সভাপতি নির্বাচিত হওয়ার পর থেকেই এই দু’টি সাংগঠনিক জেলার সভাপতি পদ ফাঁকা ছিল ৷
এই দু’টি সাংগঠনিক জেলা হল ব্যারাকপুর ও মালদা দক্ষিণ ৷ ব্যারাকপুরে সভাপতি করা হয়েছে বরুণ সরদারকে ৷ আর বিশ্বজিৎ মুর্মুকে দায়িত্ব দেওয়া হয়েছে মালদা দক্ষিণের ৷
বিজেপি সূত্রে খবর, এই দু’টি জায়গাতেই আদিবাসী ভোটারদের (Adibasi Voters) সংখ্যা বেশ ভালো ৷ ফলে আগামী বছর পঞ্চায়েত নির্বাচনের (Panchayat Elections 2023) আগে এই দুই এলাকায় সংগঠনকে মজবুত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে খবর ৷
এখানে উল্লেখ করা প্রয়োজন, সম্প্রতি দেশের রাষ্ট্রপতি হয়েছেন দ্রৌপদী মুর্মু (President Droupadi Murmu) ৷ তিনি আদিবাসী সমাজের প্রতিনিধি ৷ তিনি বিজেপির নেতৃত্বাধীন এনডিএ (NDA) জোটের প্রার্থী ছিলেন ৷ ফলে তাঁকে প্রার্থী করা নিয়ে বিজেপি বারবার কৃতিত্ব দাবি করছে ৷ আদিবাসী সমাজের ভালোর জন্য বিজেপিই একমাত্র কাজ করছে বলে বারবার গেরুয়া শিবিরের নেতারা দাবি করেন ৷
ফলে বাংলাতেও আদিবাসী ভোটারদের মন পেতে বিজেপি যে চেষ্টা করবে সেটাই স্বাভাবিক ৷ সাংগঠনিক জেলাগুলির শূন্য থাকা সভাপতি পদগুলি পূরণ করে সেই চেষ্টাই শুরু হয়েছে বলে মনে করছে রাজনৈতিক মহল ৷
আরও পড়ুন : নজরে হারানো 144 লোকসভা আসন, বিজেপি বৈঠকে রণনীতি বাতলাবেন শাহ-নাড্ডা