কলকাতা, 29 জানুয়ারি : বাঙালি জাতিকে কুরুচিকর আক্রমণ ৷ প্রতিবাদে গীতিকার, সুরকার কবীর সুমনের বিরুদ্ধে মুচিপাড়া থানায় এফআইআর দায়ের করল বিজেপির প্রতিনিধিদল (BJP representatives lodged FIR against Kabir Suman) ৷ বিজেপির উত্তর কলকাতা জেলা কমিটির সভাপতি কল্যাণ চৌবে, সাধারণ সম্পাদক তথা কলকাতা পৌরনিগমের 50 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সজল ঘোষেরা এফআইআর দায়ের করে জানান, 48 ঘণ্টার মধ্যে কবীর সুমন ক্ষমা না-চাইলে বৃহত্তর আন্দোলনে সামিল হবে বিজেপি ৷
সজল ঘোষ বলেন, ‘‘তিনি একটি অডিও টেপে কুরুচিকর ভাষা ব্যবহার করেছেন । সরকারকে ও প্রশাসনকে আপনাদের মাধ্যমে জানাতে চাই, আমরা 48 ঘণ্টা অপেক্ষা করব । ওনাকে তার মধ্যে ক্ষমা চাইতে হবে । তাহলে আমরা আমাদের অভিযোগও ফিরিয়ে নেওয়ার চেষ্টা করব । যদি উনি স্বীকার করেন যে, তিনি ভুলবশত এই কথা বলে ফেলেছেন । সেটা আলাদা বিষয় । না হলে আমরা এই মন্তব্যের প্রতিবাদে বৃহত্তর আন্দোলনে শামিল হব ।’’
আরও পড়ুন : আপত্তিকর অডিয়ো সুমনের হলে ক্ষমা চাওয়া উচিত, সরব কুণাল
বিজেপি নেতা এদিন অভিযোগ করেন, কবীর সুমন ধর্ষণের হুমকি দিয়েছেন । বিশেষ একটি জাতিকে মেড়ো বলেছেন । এটা সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য ।
প্রশাসন যদি কবীর সুমনের বিরুদ্ধে কোনও ব্যবস্থা না নেয় তাহলে জনতার আদালতে তাঁর বিচার হবে বলেও এদিন হুঁশিয়ারি দেন সজল ।