ETV Bharat / city

মাঝপথেই ছত্রভঙ্গ বিজেপির মিছিল, আটক বহু কর্মী

ভুয়ো ভ্যাকসিন কাণ্ডে বিজেপির কলকাতা পুরনিগম অভিযান ঘিরে উত্তেজনা ছড়াল সোমবার ৷ মাঝপথেই মিছিল আটকে দেয় পুলিশ ৷ বহু বিজেপি কর্মীকে আটক করা হয় ৷ কয়েকজন অসুস্থও হয়ে পড়েন ৷

bjp-rally-to-kolkata-municipal-corporation-stopped-by-police
মাঝপথেই ছত্রভঙ্গ বিজেপির মিছিল, আটক বহু কর্মী
author img

By

Published : Jul 5, 2021, 2:10 PM IST

Updated : Jul 5, 2021, 2:44 PM IST

কলকাতা, 5 জুলাই : ভারতীয় জনতা পার্টির (BJP) কলকাতা পুরনিগম (Kolkata Municipal Corporation) অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল মহানগরের রাজপথে ৷ মিছিল শুরু হতেই পুলিশ তা আটকে দেয় ৷ তা নিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সোমবার দুপুরে ৷

আজ, 5 জুলাই বিজেপির তরফে যে কলকাতা পুরনিগম অভিযান করবে তা আগেই দলের তরফে ঘোষণা করা হয় ৷ কিন্তু ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের (Fake Covid Vaccine) প্রতিবাদে নেওয়া এই কর্মসূচিতে কলকাতা পুলিশের কোনও অনুমতি ছিল না ৷ তবে গোলমালের আশঙ্কা করে বিভিন্ন রাস্তায় ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷

আরও পড়ুন : Dilip Ghosh : আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, বাকিটা পুলিশের হাতে : দিলীপ

এদিন বেলায় কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয় ৷ পুলিশের অনুমান ছিল যে ওই মিছিল ওয়েলিংটন স্কোয়ার হয়ে কলকাতা পুরনিগমের দিকে এগোবে ৷ কিন্তু মিছিল আচমকা গণেশ চন্দ্র অ্যাভিনিউ ধরে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যায় ৷ তখনই চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে পুলিশ আটকে দেয় ৷

তার পর ধুন্ধুমার বাঁধল বিজেপির মিছিল ঘরে ৷ আইন অমান্য করা হয় বিজেপি কর্মীদের আটক করা হয় ৷ তার জেরে বিজেপির কর্মীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয় পুলিশের ৷ বেশ কয়েকজন বিজেপি কর্মী অসুস্থও হয়ে পড়েন ৷ তার পর বহু বিজেপি কর্মী-সমর্থককে আটক করা হয় ৷

আরও পড়ুন : Abhijit Mukherjee : আজ বিকেল চারটেয় তৃণমূলে যোগের সম্ভাবনা প্রণবপুত্রের

এর পরই মিছিল কার্যত ভেস্তে যায় ৷ জানা গিয়েছে যে সেখান থেকে পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেন দলের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব ৷ তবে এদিন মিছিল শুরুর আগেই পুলিশ তাদের আটকে দেয় বলে দাবি করেছেন পুরুলিয়ার সাংসদ বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো ৷ তাঁর দাবি, তাঁরা মিছিল শুরু করেননি ৷ মিছিল শুরু করার জন্য যাচ্ছিলেন, তখনই তাঁদের পুলিশ আটকে দেয় ৷

জ্যোর্তিময়-সহ বিজেপির একাধিক নেতা এদিন পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন ৷ তাঁদের অভিযোগ, ভুয়ো ভ্যাকসিন নিয়ে মানুষ বিপদে ৷ অথচ মানুষের জন্য প্রতিবাদ করতে নামায় পুলিশি অত্যাচার চলছে ৷

আরও পড়ুন : সাত বিধানসভায় উপনির্বাচনের দাবিতে সুর চড়াল তৃণমূল

কলকাতা, 5 জুলাই : ভারতীয় জনতা পার্টির (BJP) কলকাতা পুরনিগম (Kolkata Municipal Corporation) অভিযান ঘিরে ধুন্ধুমার বাঁধল মহানগরের রাজপথে ৷ মিছিল শুরু হতেই পুলিশ তা আটকে দেয় ৷ তা নিয়েই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে সোমবার দুপুরে ৷

আজ, 5 জুলাই বিজেপির তরফে যে কলকাতা পুরনিগম অভিযান করবে তা আগেই দলের তরফে ঘোষণা করা হয় ৷ কিন্তু ভুয়ো ভ্যাকসিন কাণ্ডের (Fake Covid Vaccine) প্রতিবাদে নেওয়া এই কর্মসূচিতে কলকাতা পুলিশের কোনও অনুমতি ছিল না ৷ তবে গোলমালের আশঙ্কা করে বিভিন্ন রাস্তায় ব্যাপক পুলিশি নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল ৷

আরও পড়ুন : Dilip Ghosh : আমরা শান্তিপূর্ণ আন্দোলন করব, বাকিটা পুলিশের হাতে : দিলীপ

এদিন বেলায় কলকাতার সুবোধ মল্লিক স্কোয়ার থেকে মিছিল শুরু হয় ৷ পুলিশের অনুমান ছিল যে ওই মিছিল ওয়েলিংটন স্কোয়ার হয়ে কলকাতা পুরনিগমের দিকে এগোবে ৷ কিন্তু মিছিল আচমকা গণেশ চন্দ্র অ্যাভিনিউ ধরে সেন্ট্রাল অ্যাভিনিউয়ের দিকে এগিয়ে যায় ৷ তখনই চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে পুলিশ আটকে দেয় ৷

তার পর ধুন্ধুমার বাঁধল বিজেপির মিছিল ঘরে ৷ আইন অমান্য করা হয় বিজেপি কর্মীদের আটক করা হয় ৷ তার জেরে বিজেপির কর্মীদের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয় পুলিশের ৷ বেশ কয়েকজন বিজেপি কর্মী অসুস্থও হয়ে পড়েন ৷ তার পর বহু বিজেপি কর্মী-সমর্থককে আটক করা হয় ৷

আরও পড়ুন : Abhijit Mukherjee : আজ বিকেল চারটেয় তৃণমূলে যোগের সম্ভাবনা প্রণবপুত্রের

এর পরই মিছিল কার্যত ভেস্তে যায় ৷ জানা গিয়েছে যে সেখান থেকে পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা দেন দলের রাজ্যস্তরের শীর্ষ নেতৃত্ব ৷ তবে এদিন মিছিল শুরুর আগেই পুলিশ তাদের আটকে দেয় বলে দাবি করেছেন পুরুলিয়ার সাংসদ বিজেপির জ্যোতির্ময় সিং মাহাতো ৷ তাঁর দাবি, তাঁরা মিছিল শুরু করেননি ৷ মিছিল শুরু করার জন্য যাচ্ছিলেন, তখনই তাঁদের পুলিশ আটকে দেয় ৷

জ্যোর্তিময়-সহ বিজেপির একাধিক নেতা এদিন পুলিশ ও রাজ্য সরকারের ভূমিকার কড়া সমালোচনা করেছেন ৷ তাঁদের অভিযোগ, ভুয়ো ভ্যাকসিন নিয়ে মানুষ বিপদে ৷ অথচ মানুষের জন্য প্রতিবাদ করতে নামায় পুলিশি অত্যাচার চলছে ৷

আরও পড়ুন : সাত বিধানসভায় উপনির্বাচনের দাবিতে সুর চড়াল তৃণমূল

Last Updated : Jul 5, 2021, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.