কলকাতা, 13 জুন : টেট, এসএসসি নিয়োগ দুর্নীতি ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে । তদন্ত শুরু করছে সিবিআই । এই কাণ্ডে আধিকারিকদের সঙ্গেই নাম জড়িয়েছে প্রাক্তন শিক্ষামন্ত্রী তথা বর্তমানে শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ।
এবার সেই ঘটনায় অভিযুক্তদের গ্রেফতার ও পদ থেকে অপসারণের দাবিকে সামনে রেখে প্রতিবাদ মিছিল করল বিজেপির ছাত্র, শিক্ষাকর্মী, শিক্ষক ও অধ্যাপক সংগঠন । মিছিলের আহ্বায়ক ছিল জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘ, পশ্চিমবঙ্গ বিশ্ববিদ্যালয় কর্মচারী সংঘ, বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সংঘ, বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ (BJP students teachers and govt workers organisations protest in Kolkata)।
আরও পড়ুন : 2014 Primary Recruitment Case: 2014 প্রাথমিক শিক্ষক নিয়োগে সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
এদিন মিছিল শুরু হয় কলেজ স্কোয়ার থেকে, তারপর বিধান সরণী ধরে নির্মলচন্দ্র স্ট্রিট হয়ে রফি আহমেদ কিদওয়াই রোড ধরে এস এন ব্যানার্জি রোড হয়ে পরে ওয়াই চ্যানেলে শেষ হয় (BJP Rally)। মিছিলের নেতৃত্বে থাকা জাতীয়তাবাদী অধ্যাপক ও গবেষক সংঘের সাধারণ সম্পাদক অনুপম বেরা বলেন, "এসএসসি, টেট দুর্নীতির বিরুদ্ধে এই প্রতিবাদ । জাতীয় শিক্ষানীতি প্রণয়ন, বকেয়া ডিএ মেটানো মূলত এই দাবিগুলো নিয়েই আমাদের লড়াই ।"
তিনি আরও বলেন, "সরকারকে আমাদের কথা শুনতে হবে । না হলে মাঝে মধ্যেই মিছিল, পথসভা চলবে । প্রয়োজনে মহানগরের রাজপথ স্তব্ধ করে দেব । বিশ্ববিদ্যালয় ও কলেজ স্তরে ব্যাপক দুর্নীতি চলে লাগাম লাগাতে হবে । বিশ্ববিদ্যালয় স্তরে রাজনীতি করতে চেয়ে আচার্য পদে মুখ্যমন্ত্রী নিজে আসতে চাইছেন ।" এছাড়াও মিছিলে ছিলেন শিক্ষাকর্মী সংগঠনের সাধারণ সম্পাদক সুশান্ত মজুমদার-সহ অন্যান্যরা (BJP protest in Kolkata for punishment of accused in SSC TET scam)।