ETV Bharat / city

BJP Rally at Kolkata: মমতার পদত্যাগের দাবিতে কলকাতায় বিজেপির মিছিল - Bengal CM Mamata Banerjee

এসএসসি দুর্নীতি (SSC Recruitment Scam) কাণ্ডে গ্রেফতার হয়েছেন পার্থ চট্টোপাধ্য়ায় (Partha Chatterjee) ৷ বিজেপির দাবি, পার্থ একা নন, এই দুর্নীতিতে জড়িত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ও ৷ তাই বিজেপি মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন ৷

BJP Organises Rally in Kolkata Demanding Mamata Banerjee Resignation on SSC Recruitment Scam
BJPs Rally at Kolkata: মমতার পদত্যাগের দাবিতে কলকাতায় বিজেপির মিছিল
author img

By

Published : Jul 28, 2022, 2:05 PM IST

Updated : Jul 28, 2022, 5:00 PM IST

কলকাতা, 28 জুলাই : গত শুক্রবার এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্ত নিয়ে উত্তাল গোটা বাংলা ৷ আর আজ, বৃহস্পতিবার এই ইস্য়ুতে পথে নামল ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ গেরুয়া শিবিরের তরফে এদিন মিছিল করা হয় কলকাতায় ৷ এই মিছিল থেকে বিজেপির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাগ দাবি করা হয়েছে (BJP Organises Rally in Kolkata Demanding Mamata Banerjee Resignation on SSC Recruitment Scam) ৷

এদিন দুপুরে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে বিজেপি ৷ মিছিলে দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা (BJP Leader Rahul Sinha), বর্তমান রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar), পুরুলিয়ার সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ৷

BJP Organises Rally in Kolkata Demanding Mamata Banerjee Resignation on SSC Recruitment Scam
বিজেপির মিছিল

মিছিল থেকে বিজেপির তরফে দাবি করা হয়, তৃণমূল ও দুর্নীতি মুক্ত বাংলা গড়তে হবে ৷ বিজেপির দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে বলির পাঁঠা করা হল ৷ এই দুর্নীতির নেপথ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তাই তাঁকেও পদত্যাগ করতে হবে ৷

আরও পড়ুন : Mamata Removes Partha: পার্থকে মন্ত্রিসভা থেকে সরালেন মমতা

কলকাতা, 28 জুলাই : গত শুক্রবার এসএসসি নিয়োগ দুর্নীতির (SSC Recruitment Scam) তদন্ত নিয়ে উত্তাল গোটা বাংলা ৷ আর আজ, বৃহস্পতিবার এই ইস্য়ুতে পথে নামল ভারতীয় জনতা পার্টি (BJP) ৷ গেরুয়া শিবিরের তরফে এদিন মিছিল করা হয় কলকাতায় ৷ এই মিছিল থেকে বিজেপির তরফে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়ের পদত্যাগ দাবি করা হয়েছে (BJP Organises Rally in Kolkata Demanding Mamata Banerjee Resignation on SSC Recruitment Scam) ৷

এদিন দুপুরে কলেজ স্কোয়ার থেকে মিছিল শুরু করে বিজেপি ৷ মিছিলে দলের প্রাক্তন রাজ্য সভাপতি রাহুল সিনহা (BJP Leader Rahul Sinha), বর্তমান রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার (Bengal BJP Chief Sukanta Majumdar), পুরুলিয়ার সাংসদ জ্যোর্তিময় সিং মাহাতো-সহ আরও অনেকে উপস্থিত ছিলেন ৷

BJP Organises Rally in Kolkata Demanding Mamata Banerjee Resignation on SSC Recruitment Scam
বিজেপির মিছিল

মিছিল থেকে বিজেপির তরফে দাবি করা হয়, তৃণমূল ও দুর্নীতি মুক্ত বাংলা গড়তে হবে ৷ বিজেপির দাবি, পার্থ চট্টোপাধ্যায়কে বলির পাঁঠা করা হল ৷ এই দুর্নীতির নেপথ্যে রয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ তাই তাঁকেও পদত্যাগ করতে হবে ৷

আরও পড়ুন : Mamata Removes Partha: পার্থকে মন্ত্রিসভা থেকে সরালেন মমতা

Last Updated : Jul 28, 2022, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.