কলকাতা, 25 জুন : বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যানের মনোনয়ন নিয়ে তৃণমূলকে এক ইঞ্চি জমি ছাড়তে রাজি নয় বিজেপি । কিভাবে সদ্য তৃণমূলে যোগ দেওয়া মুকুল রায়ের পিএসি (PAC) মনোনয়ন গৃহিত হল ? প্রশ্ন তুলে এবার বিধানসভার সচিবকে চিঠি দিলেন বিজেপির দুই বিধায়ক ।
এই চিঠি দিয়েছেন কল্যাণীর বিজেপি বিধায়ক অম্বিকা রায় ও কার্শিয়াংয়ের বিজেপি বিধায়ক বিষ্ণুপদ শর্মা । বিজেপির সূত্রে জানা গিয়েছে, বিজেপির এই দুই বিধায়ক বিধানসভার সচিবের কাছে চিঠি দিয়ে জানতে চেয়েছেন, মুকুল রায় কোন দলের বিধায়ক সেই বিষয়ে অবিলম্বে স্পিকারকে স্পষ্ট করতে হবে । যদি বিধানসভার স্পিকার এই বিষয়ে স্পষ্টত কিছু না জানাতে পারেন, তা হলে অবিলম্বে মুকুল রায়ের বিধায়ক পদ খারিজ করত হবে ।
বিজেপির তরফে এদিন বিধানসভার স্পিকারকে জানানো হয়, মুকুল রায় এখনও খাতায় কলমে বিজেপির বিধায়ক । সেক্ষেত্রে বিজেপির তরফে মুকুল রায়ের নাম প্রস্তাব না করা হলে কিভাবে তিনি পিএসি কমিটির চেয়ারম্যান পদের জন্য মনোনয়ন জমা দিতে পারেন ।
আরও পড়ুন : Mamata-Mukul : পিএসি চেয়ারম্যান হিসাবে মুকুলকেই সমর্থন মমতার
বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস কমিটিতে শাসক ও বিরোধী বিধায়কদের অনুপাতিক হারে অন্তর্ভুক্তির নিয়ম । তৃণমূলের 14 জন বিধায়ককে নেওয়া হলে বিজেপির 6 জনকে নেওয়ার নিয়ম রয়েছে । বিজেপি ইতিমধ্যে তাদের মনোনিত 6 জন বিধায়কের নাম স্পিকারের কাছে পাঠিয়ে দিয়েছি । প্রশ্ন উঠছে, তা হলে মুকুল কোন পথে কমিটিতে ঢুকছেন, এমনকী চেয়ারম্যান অবধি হচ্ছেন ৷