কলকাতা, 22 অক্টোবর : সুকান্ত-দিলীপ জুটির উপর ভর করেই বাংলার পৌরসভা নির্বাচনের (Municipal Election) বৈতরণী পার হতে চাইছে বিজেপির (BJP) কেন্দ্রীয় নেতৃত্বে । বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার (BJP National President JP Nadda) নির্দেশেই এবার বাংলায় সুকান্ত-দিলীপ জুটিকেই বঙ্গ-বিজেপির ঘর গোছানোর দায়িত্ব দেওয়া হয়েছে । গেরুয়া শিবিরের একটি সূত্র থেকে এমনই খবর পাওয়া গিয়েছে ৷
দলের একটি সূত্রের বক্তব্য, বাংলায় এই মুহূর্তে সংগঠনের যা অবস্থা, তাতে বিজেপির 77 টি আসন জেতা আসন থেকে ক’জন বিধায়ককে শেষ পর্যন্ত ধরে রাখা যাবে, সেটাই চিন্তার বিষয় কেন্দ্রীয় নেতৃত্বের কাছে । তাই বিধায়কদের ধরে রাখাই বিজেপির কাছে এখন মূল টার্গেট ।
আরও পড়ুন : Babul vs Suvendu : 'কাঁকড়ায় ভরা' দল, বাড়ির অন্দর থেকে পাঠ নিন, শুভেন্দুকে জবাব বাবুলের
সূত্রের খবর, সেই কারণেই বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (West Bengal BJP President Sukanta Majumder) ও বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President) বীরভূম থেকে জেলা সফর শুরু করেছেন ৷ 10 দিন তাঁরা বিভিন্ন জেলায় ঘুরবেন ৷ দিলীপ-সুকান্ত দু’জনই আরএসএস (RSS) ঘনিষ্ঠ । তাই দু’জনকে যৌথ ভাবেই বঙ্গে বিজেপির সংগঠন দেখাশোনার নির্দেশ দেওয়া হয়েছে বলে ওই সূত্রের দাবি ।
ওই সূত্র জানাচ্ছে যে তাঁরা 10 টি সাংগঠনিক জেলা ঘোরার পর সাংগঠনিক অবস্থা নিয়ে রিপোর্ট দেবেন কেন্দ্রীয় নেতৃত্বকে ৷ তাই তাঁরা জানবেন, কী কী সমস্যা হচ্ছে জেলা নেতৃত্বের ? মণ্ডল সভাপতিদের কী অসুবিধা ? জেলার সাধারণ কর্মীদের কী সমস্যা ? তার ভিত্তিতেই তাঁরা রিপোর্ট তৈরি করবেন ৷ তাছাড়া দিলীপ ঘোষ এতদিন সভাপতি ছিলেন, তিনি সংগঠন সম্পর্কে সুকান্ত মজুমদারের থেকে অনেক বেশি জানেন ৷ তাই সংগঠন চেনাতেই এই সফর বলে ওই সূত্রের দাবি ৷
আরও পড়ুন : Mamata Banerjee : লক্ষ্য বিধানসভা নির্বাচন, মাস শেষে গোয়া যাচ্ছেন মমতা
এই নিয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, "কেন্দ্রীয় নেতৃত্ব বাংলার সংগঠনের অবস্থা নিয়ে রিপোর্ট চেয়েছেন । বর্তমানে জেলায় জেলায় সংগঠনের কী অবস্থা, সেই বিষয়গুলি খতিয়ে দেখতেই জেলা সফর ৷"
এদিকে ভোটের ফল প্রকাশ হওয়ার পর থেকে বিভিন্ন কারণে বিজেপির নানা কর্মসূচিতে প্রশাসন বাধা দিচ্ছে বলে অভিযোগ ৷ সেই পরিস্থিতি কাটিয়ে ওঠার বার্তাও সুকান্ত-দিলীপ জুটি কর্মীদের দেবেন বলে ওই সূত্রের দাবি ৷ জানা গিয়েছে যে, পুনরায় বিজেপি কর্মীরা যাতে ফের সংগঠনের কাছ শুরু করেন, সেই বিষয়ে দলের তরফে কড়া নির্দেশ দেওয়া হবে । এর পরও কাজ না শুরু হলে সংশ্লিষ্ট জেলা সভাপতিদের সরিয়ে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হবে ৷ এটা জানিয়েও দেওয়া হবে জেলা সভাপতিদের ৷
আরও পড়ুন : Mamata Banerjee : বিজেপির বিরুদ্ধে মমতার নেতৃত্বেই লড়া ভাল, কংগ্রেসকে বার্তা কুণালের