কলকাতা, 13 সেপ্টেম্বর: বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে ‘আলুভাতে নেতা’ (Alubhate Leader) বলে কটাক্ষ করলেন কুণাল ঘোষ (Kunal Ghosh) ৷ এদিন কলকাতা থেকে সাঁতরাগাছি বাস ডিপো যাওয়ার পথে পিটিএস এর সামনে থেকে শুভেন্দুকে আটক করে নিয়ে যায় পুলিশ ৷ এনিয়ে বিরোধী দলনেতাকে কটাক্ষ করে তৃণমূল মুখপাত্র বলেন, আমরা ভেবেছিলাম বিরোধী দলনেতাকে নিয়ে হয়তো বেগ পেতে হবে ৷ এমন আলুভাতে নেতাদের ভরসায় পথে নেমেছে বিজেপি কর্মীরা ৷’’
বিজেপির নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) শুরুতেই আটক হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ৷ তাঁকে হুগলি সেতুতে ওঠার আগে পিটিএস এর সামনে থেকে আটক করে নিয়ে যাওয়া হয় ৷ 3 জন মহিলা পুলিশকর্মী তাঁকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে চলে যান ৷ আর সেই দৃশ্য সংবাদ মাধ্যমে প্রকাশ হতেই তৃণমূলের তরফে শুভেন্দুকে ব্যঙ্গ করা শুরু হয়েছে ৷ সাংবাদিক বৈঠক করে কুণাল ঘোষ বলেন, ‘‘আমরা ভেবেছিলাম বিরোধী দলনেতাকে নিয়ে হয়তো বেগ পেতে হবে ৷ কিন্তু, 3 জন মহিলা পুলিশ দেখেই ভয় পেয়ে গেলেন ৷ আমি ভেবেছিলাম পুলিশকে হয়ত তাঁকে টেনে হিঁচড়ে তুলে নিয়ে যেতে হবে ৷ কিন্তু, বিরোধী দলনেতা তো হেঁটে হেঁটেই প্রিজন ভেনে উঠে গেলেন ৷ এমন আলুভাতে মার্কা নেতাদের নিয়ে পথে নেমেছে বিজেপি কর্মীরা ৷’’
আরও পড়ুন: নবান্ন অভিযানের পথে আটক শুভেন্দু অধিকারী
আরও কয়েকধাপ এগিয়ে শুভেন্দুকে কটাক্ষ করে কুণাল বলেন, ‘‘নিজে বাঁচতে তড়িঘড়ি প্রিজন ভ্যানে গিয়ে উঠে পড়েছেন ৷ শুভেন্দু অধিকারী ভুলে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কী আচরণ করেছিল এই পুলিশ ৷ চুলের মুঠি ধরে তাঁকে টেনে তুলে দেওয়া হয়েছিল । শুভেন্দু তেমন কোনও কিছুর জন্যই অপেক্ষা না করে আগেই পালিয়ে গিয়েছেন ।"