ETV Bharat / city

নিউটাউনের এনকাউন্টারে এনআইএ তদন্ত চান সৌমিত্র, চিঠি দিচ্ছেন শাহকে - বিজেপি সাংসদ

নিউটাউনের সপুরজি আবাসনে এনকাউন্টারের ঘটনায় এনআইএ তদন্তর দাবি তুললেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ এই দাবি জানিয়েই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে তিনি চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন ৷ তাঁর মতে, একমাত্র এনআইএ তদন্ত হলেই প্রকৃত সত্য সামনে আসবে ৷

BJP MP saumita khan demands NIA investigation on new town shootout, sending letter to amit shah
নিউটাউনের এনকাউন্টারে এনআইএ তদন্ত চান সৌমিত্র, চিঠি পাঠাচ্ছেন শাহকে
author img

By

Published : Jun 10, 2021, 6:14 PM IST

কলকাতা, 10 জুন : নিউটাউনে এনকাউন্টারের ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিচ্ছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ বৃহস্পতিবার তিনি জানান, নিউটাউনের যে ফ্ল্যাটে মৃত দুই গ্যাংস্টার আস্তানা গেড়েছিল, তার মালিক একজন বাংলাদেশি ৷ সৌমিত্রর প্রশ্ন, একজন বাংলাদেশি কীভাবে নিউটাউনে ফ্ল্য়াট কিনলেন ? কেন সেই তথ্য দীর্ঘদিনেও প্রকাশ্য়ে এল না ? তা নিয়ে পুলিশই বা কেন আগাম সতর্ক হল না ৷

বস্তুত, এই ঘটনায় বিধাননগর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সৌমিত্র ৷ আপাতত দিল্লিতে রয়েছেন বিজেপির এই সাংসদ ৷ তাঁর মতে, নিউটাউনের ঘটনায় এনআইএ তদন্ত হওয়া দরকার ৷ তবেই প্রকৃত সত্য সামনে আসবে ৷ এই দাবি জানিয়ে এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন ৷ সাংসদের অভিযোগ, পশ্চিমবঙ্গ ক্রমশ সন্ত্রাসবাদীদের আখরায় পরিণত হচ্ছে ৷ রাজ্যে আপরাধমূলক ঘটনা দিন দিন বাড়ছে ৷

প্রসঙ্গত,বুধবার হঠাৎই খবরের শিরোনামে উঠে আসে নিউটাউনের সাপুরজি আবাসন ৷ আবাসনের বি-ব্লকের ভিতরে চলে গুলি ৷ এসটিএফ ও দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই দুষ্কৃতীর ৷ ঘটনায় আহত হন এক পুলিশকর্মীও ৷

নিহত দুই দুষ্কৃতী জয়পাল ভুল্লার ও যশপ্রীত জস্সি পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, এই রাজ্যেও আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিল তারা ৷

আরও পড়ুন : বীরভূম-লিঙ্ক কাজে লাগিয়েই কেল্লাফতে রাজ্য গোয়েন্দাদের

নিহত দুষ্কৃতী জয়পাল ভুল্লার সম্বন্ধে ইতিমধ্যেই একাধিক তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে ৷ জানা গিয়েছে, প্রাক্তন এক পুলিশকর্মীর ছেলে জয়পাল ভুল্লার খুন-সহ একাধিক অভিযোগে 2016 থেকে পলাতক ছিল ৷ তার আসল নাম মনজিৎ সিং ৷ চলতি বছর লুধিয়ানায় দুই পুলিশকর্মী খুনেও অভিযুক্ত ছিল জয়পাল ৷ পঞ্জাব পুলিশের খাতায় বহুদিন থেকেই ফেরার ছিল নিহত এই দুই দুষ্কৃতী ৷

কলকাতা, 10 জুন : নিউটাউনে এনকাউন্টারের ঘটনায় NIA তদন্তের দাবি জানিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দিচ্ছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ৷ বৃহস্পতিবার তিনি জানান, নিউটাউনের যে ফ্ল্যাটে মৃত দুই গ্যাংস্টার আস্তানা গেড়েছিল, তার মালিক একজন বাংলাদেশি ৷ সৌমিত্রর প্রশ্ন, একজন বাংলাদেশি কীভাবে নিউটাউনে ফ্ল্য়াট কিনলেন ? কেন সেই তথ্য দীর্ঘদিনেও প্রকাশ্য়ে এল না ? তা নিয়ে পুলিশই বা কেন আগাম সতর্ক হল না ৷

বস্তুত, এই ঘটনায় বিধাননগর পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন সৌমিত্র ৷ আপাতত দিল্লিতে রয়েছেন বিজেপির এই সাংসদ ৷ তাঁর মতে, নিউটাউনের ঘটনায় এনআইএ তদন্ত হওয়া দরকার ৷ তবেই প্রকৃত সত্য সামনে আসবে ৷ এই দাবি জানিয়ে এদিনই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে তিনি চিঠি পাঠাবেন বলে জানিয়েছেন ৷ সাংসদের অভিযোগ, পশ্চিমবঙ্গ ক্রমশ সন্ত্রাসবাদীদের আখরায় পরিণত হচ্ছে ৷ রাজ্যে আপরাধমূলক ঘটনা দিন দিন বাড়ছে ৷

প্রসঙ্গত,বুধবার হঠাৎই খবরের শিরোনামে উঠে আসে নিউটাউনের সাপুরজি আবাসন ৷ আবাসনের বি-ব্লকের ভিতরে চলে গুলি ৷ এসটিএফ ও দুষ্কৃতীদের গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই দুষ্কৃতীর ৷ ঘটনায় আহত হন এক পুলিশকর্মীও ৷

নিহত দুই দুষ্কৃতী জয়পাল ভুল্লার ও যশপ্রীত জস্সি পঞ্জাবের মোস্ট ওয়ান্টেড বলে জানা গিয়েছে ৷ সূত্রের খবর, এই রাজ্যেও আগ্নেয়াস্ত্র পাচারের সঙ্গে যুক্ত ছিল তারা ৷

আরও পড়ুন : বীরভূম-লিঙ্ক কাজে লাগিয়েই কেল্লাফতে রাজ্য গোয়েন্দাদের

নিহত দুষ্কৃতী জয়পাল ভুল্লার সম্বন্ধে ইতিমধ্যেই একাধিক তথ্য উঠে এসেছে গোয়েন্দাদের হাতে ৷ জানা গিয়েছে, প্রাক্তন এক পুলিশকর্মীর ছেলে জয়পাল ভুল্লার খুন-সহ একাধিক অভিযোগে 2016 থেকে পলাতক ছিল ৷ তার আসল নাম মনজিৎ সিং ৷ চলতি বছর লুধিয়ানায় দুই পুলিশকর্মী খুনেও অভিযুক্ত ছিল জয়পাল ৷ পঞ্জাব পুলিশের খাতায় বহুদিন থেকেই ফেরার ছিল নিহত এই দুই দুষ্কৃতী ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.