নয়াদিল্লি, 5 অক্টোবর : সংসদের স্থায়ী কমিটির (Parliamentary Standing Committee) চেয়ারম্যান পদে রদবদল ঘিরে বিতর্ক তৈরি হল জাতীয় রাজনীতিতে ৷ একটি মাত্র কমিটির চেয়ারম্যান পদে ছিলেন তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় ৷ তাঁকে ওই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে ৷
খাদ্য, গ্রাহক বিষয়ক ও গণবণ্টন সংসদীয় স্থায়ী কমিটির চেয়ারম্যান ছিলেন সুদীপ বন্দ্যোপাধ্যায় (Sudip Banerjee) ৷ নতুন কমিটিতে চেয়ারপার্সন করা হয়েছে হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়কে (Locket Chatterjee) ৷
মঙ্গলবার সংসদের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে ৷ সঙ্গে সঙ্গেই এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর ৷ টুইট করে কেন্দ্রের মোদি সরকারের সমালোচনায় সরব হয়েছেন তৃণমূল কংগ্রেসের সাংসদ ডেরেক ও’ব্রায়েন (Derek O'Brien) ৷
টুইটারে তিনি লিখেছেন, ‘‘নতুন স্থায়ী কমিটি ঘোষণা করা হল৷ সংসদে তৃতীয় বৃহত্তম দল এবং দ্বিতীয় বৃহত্তম বিরোধী দল তৃণমূল কংগ্রেসকে কোনও কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হয়নি ৷’’ এই সিদ্ধান্তকে তিনি ‘নতুন ভারতের আসল বাস্তব’ বলে ব্যাখ্যা করেছেন ৷
-
NEW Standing committees announced.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) October 4, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
Third largest party in #Parliament, @AITCofficial also 2nd largest opposition party, DOES NOT GET EVEN ONE chairmanship. Also, largest oppn party loses two crucial chairmanships of Parliament committees.
This is the stark reality of New India
">NEW Standing committees announced.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) October 4, 2022
Third largest party in #Parliament, @AITCofficial also 2nd largest opposition party, DOES NOT GET EVEN ONE chairmanship. Also, largest oppn party loses two crucial chairmanships of Parliament committees.
This is the stark reality of New IndiaNEW Standing committees announced.
— Derek O'Brien | ডেরেক ও'ব্রায়েন (@derekobrienmp) October 4, 2022
Third largest party in #Parliament, @AITCofficial also 2nd largest opposition party, DOES NOT GET EVEN ONE chairmanship. Also, largest oppn party loses two crucial chairmanships of Parliament committees.
This is the stark reality of New India
অন্যদিকে কংগ্রেসকে (Congress) দু’টো গুরুত্বপূর্ণ কমিটির চেয়ারম্যানের পদ থেকে বাদ দেওয়া হল ৷ ডেরেক এই বিষয়টিও উল্লেখ করেছেন ওই টুইটে ৷ তবে সরাসরি কংগ্রেসের নাম উল্লেখ করেননি ৷ বরং সবচেয়ে বড় বিরোধী দল বলে উল্লেখ করেছেন ৷
মঙ্গলবারের ঘোষণা অনুযায়ী, সংসদের ছ’টি গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটির চেয়ারম্যান পদে বিজেপি (BJP) ও তার সহযোগী দলগুলিকে রাখা হয়েছে ৷ সেই তালিকায় রয়েছে স্বরাষ্ট্র, তথ্য ও প্রযুক্তি, প্রতিরক্ষা, বিদেশ, অর্থ এবং স্বাস্থ্য বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটি ৷
তাৎপর্যপূর্ণ ভাবে স্বরাষ্ট্র এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক স্থায়ী কমিটির চেয়ারম্যান পদে কংগ্রেস ছিল ৷ সেই দু‘টি থেকে কংগ্রেসের দুই নেতা অভিষেক মনু সিংভি (স্বরাষ্ট্র) ও শশী থারুর (তথ্য় ও প্রযুক্তি)-কে সরানো হয়েছে ৷
স্বরাষ্ট্র বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে বিজেপি সাংসদ ব্রিজ লাল এবং তথ্য ও প্রযুক্তি বিষয়ক সংসদীয় কমিটির চেয়ারম্যান করা হয়েছে শিবসেনার প্রতাপরাও যাদভকে ৷ তিনি মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে শিবিরের নেতা ৷
আরও পড়ুন : সভাপতি লড়তে উৎসাহ দিয়েছেন রাহুল গান্ধি, দাবি শশী থারুরের