ETV Bharat / city

Dilip Slams Abhishek : মমতাকে টেক্কা দিতেই কি ‘এক ডাকে অভিষেক’, প্রশ্ন দিলীপের

author img

By

Published : Jun 19, 2022, 9:48 PM IST

ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (TMC MP Abhishek Banerjee) নেওয়া ‘এক ডাকে অভিষেক’ প্রকল্প নিয়ে প্রশ্ন তুললেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) ৷ তাঁর প্রশ্ন, মমতাকে টেক্কা দিতেই কি ‘এক ডাকে অভিষেক ?

BJP MP Dilip Ghosh Slams TMC Abhishek Banerjee on Ek Dake Abhishek
Dilip Slams Abhishek : মমতাকে টেক্কা দিতেই কি ‘এক ডাকে অভিষেক, প্রশ্ন দিলীপের

কলকাতা, 19 জুন : এক ডাকে অভিষেক ৷ গতকাল, শনিবার এই প্রকল্পের সূচনা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ৷ রবিবার সেই উদ্য়োগ নিয়ে কটাক্ষ করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) ৷ তাঁর প্রশ্ন, এই উদ্য়োগ নিয়ে কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) টেক্কা দিতে চাইছেন অভিষেক ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2019 সালে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে ‘দিদিকে বলো’ নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল ৷ যেখানে দেওয়া হয়েছিল একটি ফোন নম্বর ৷ সেই নম্বরে ফোন করে বাংলার মানুষ নিজেদের অভাব অভিযোগের কথা জানাতে পারতেন ৷

‘এক ডাকে অভিষেক’ও অনেকটা সেই রকম কর্মসূচি ৷ এখানেও ফোন করে নিজেদের অভিযোগ, দাবির কথা বলা যাবে ৷ তবে এই কর্মসূচি শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য ৷ কারণ, ওই কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷

  • 1.2 May be this can give rise to a new business because the coal and cattle smuggling cases are under the lens of courts and investigating agencies.

    — Dilip Ghosh (@DilipGhoshBJP) June 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার এই নিয়ে দু’টি টুইট করেছেন দিলীপ ঘোষ ৷ সেখানে তিনিও দিদিকে বলোর প্রসঙ্গ টেনে এনেছেন ৷ অভিষেকের এই উদ্যোগ দিদিকে বলোর ‘নতুন ভার্সন’ কি না, সেই প্রশ্নও তুলেছেন ৷ একই সঙ্গে তিনি লিখেছেন, এই ডাকে যেন নতুন কোনও সিন্ডিকেট না চালু হয় ৷

আরও পড়ুন : Ek Dake Abhishek : 'এক ডাকে অভিষেক', নয়া পরিষেবা চালু ডায়মন্ড হারবারের সাংসদের

কলকাতা, 19 জুন : এক ডাকে অভিষেক ৷ গতকাল, শনিবার এই প্রকল্পের সূচনা করেছেন ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় (TMC MP Abhishek Banerjee) ৷ রবিবার সেই উদ্য়োগ নিয়ে কটাক্ষ করলেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) ৷ তাঁর প্রশ্ন, এই উদ্য়োগ নিয়ে কি তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) টেক্কা দিতে চাইছেন অভিষেক ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন, 2019 সালে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) তরফে ‘দিদিকে বলো’ নামে একটি কর্মসূচি নেওয়া হয়েছিল ৷ যেখানে দেওয়া হয়েছিল একটি ফোন নম্বর ৷ সেই নম্বরে ফোন করে বাংলার মানুষ নিজেদের অভাব অভিযোগের কথা জানাতে পারতেন ৷

‘এক ডাকে অভিষেক’ও অনেকটা সেই রকম কর্মসূচি ৷ এখানেও ফোন করে নিজেদের অভিযোগ, দাবির কথা বলা যাবে ৷ তবে এই কর্মসূচি শুধু ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের জন্য ৷ কারণ, ওই কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্য়োপাধ্যায় ৷

  • 1.2 May be this can give rise to a new business because the coal and cattle smuggling cases are under the lens of courts and investigating agencies.

    — Dilip Ghosh (@DilipGhoshBJP) June 19, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রবিবার এই নিয়ে দু’টি টুইট করেছেন দিলীপ ঘোষ ৷ সেখানে তিনিও দিদিকে বলোর প্রসঙ্গ টেনে এনেছেন ৷ অভিষেকের এই উদ্যোগ দিদিকে বলোর ‘নতুন ভার্সন’ কি না, সেই প্রশ্নও তুলেছেন ৷ একই সঙ্গে তিনি লিখেছেন, এই ডাকে যেন নতুন কোনও সিন্ডিকেট না চালু হয় ৷

আরও পড়ুন : Ek Dake Abhishek : 'এক ডাকে অভিষেক', নয়া পরিষেবা চালু ডায়মন্ড হারবারের সাংসদের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.