ETV Bharat / city

Picnic Diplomacy in BJP : বিজেপিতে পিকনিক ডিপ্লোম্যাসি ! বিতর্ক উড়িয়ে জবাব দিলীপের - বিজেপিতে পিকনিক ডিপ্লোম্যাসি

বিজেপির বিক্ষুব্ধদের নিয়ে সম্প্রতি পিকনিক করেন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ শান্তনু ঠাকুর ৷ সেই বিষয়টি নিয়ে বিতর্কের কিছু নেই বলেই মনে করেন বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (bjp mp dilip ghosh reaction on party leaders picnic) ৷

bjp mp dilip ghosh reaction on party leaders picnic
Picnic Diplomacy in BJP : বিজেপিতে পিকনিক ডিপ্লোম্যাসি, বিতর্ক উড়িয়ে জবাব দিলীপের
author img

By

Published : Jan 27, 2022, 3:55 PM IST

Updated : Jan 27, 2022, 5:04 PM IST

কলকাতা, 27 জানুয়ারি : বিজেপিতে এখন পিকনিক মানেই যে বিক্ষুব্ধদের সমাবেশ, তা মানতে নারাজ দিলীপ ঘোষ (bjp mp dilip ghosh reaction on party leaders picnic) ৷ তিনি বরং বিষয়টিকে ইতিবাচক ভাবেই দেখছেন ৷ বিজেপির জাতীয় সহ-সভাপতির ব্যাখ্যা, দুনিয়া পাল্টাচ্ছে । এই প্যাটার্নও পাল্টাচ্ছে । কাম টুগেদার । থিঙ্ক টুগেদার ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ বিজেপির শান্তনু ঠাকুরের উপস্থিতিতে এর আগেও পিকনিক হয়েছিল ৷ সেখানে হাজির ছিলেন বিজেপির বিক্ষুব্ধরা ৷ বৃহস্পতিবারও আরও একটি পিকনিক হয় শান্তনু ঠাকুরের উদ্যোগে ৷

এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘আমিও কাল পিকনিক করেছি । সবাই পিকনিক করছে । পিকনিকে সবাই একত্রিত হয় ।’’ তাহলে কি বিজেপিতে পিকনিক ডিপ্লোম্যাসি চলছে ? তখনই দিলীপ বলেন, ‘‘দুনিয়া পাল্টাচ্ছে । এই প্যাটার্নও পাল্টাচ্ছে । কাম টুগেদার । থিঙ্ক টুগেদার ।’’

আরও পড়ুন : Dilip Attacks Communist : বামপন্থীরা বরাবর দেশের সংস্কৃতিকে অপমান করে, মন্তব্য দিলীপ ঘোষের

যদিও এর আগে তিনি কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাম নেতাদের ডেকে ফিশফ্রাই খাওয়ানোর প্রসঙ্গ তোলেন ৷ বিজেপির প্রাক্তনী বাবুল সুপ্রিয়র সঙ্গে ঝালমুড়ির প্রসঙ্গও টেনে আনেন ৷ বলেন, ‘‘দিদিমণি ফিস ফ্রাই ডিপ্লোম্যাসি শুরু করেছিলেন । বাবুল ওই করে ফেঁসে গিয়েছিল ।’’

এছাড়া এদিন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সম্পর্কেও মুখ খুলেছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘হিরণ খড়গপুরে অভিভাবক খুঁজে পাচ্ছেন না ৷ পার্টিতে অভিভাবকের ছড়াছড়ি । যাঁর দরকার, তিনি অভিভাবক খুঁজে নিন ।’’

এদিন আরও একাধিক বিষয়ে মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ অবিলম্বে স্কুল খোলার বিষয়ে সওয়াল করেন তিনি ৷ পাশাপাশি কটাক্ষ করেন তৃণমূল সাংসদদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকেরও ৷ তাঁর বক্তব্য, ‘‘কীসের সমন্বয় ? ওদের ওপরের স্তরে ঘামাসান লড়াই চলছে । সিনিয়র-জুনিয়র লড়াই চলছে ।’’

বিজেপিতে পিকনিক ডিপ্লোম্যাসি ! বিতর্ক উড়িয়ে জবাব দিলীপের

এছাড়া বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ প্রত্যাখান তিনি এদিন আবার কটাক্ষ করেন ৷ তাঁর দাবি, ‘‘কমিউনিস্টরা কাঁকড়ার মতো । কাউকে ওপরে উঠতে দেয়নি । জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি । বুদ্ধদেবকে পদ্মভূষণ নিতে দিল না । উনি শুধু রাজনীতিক নন, সাহিত্যিকও বটে । শুরুতেই দল বলে দিল, নেওয়া যাবে না । উনি দলীয় অনুশাসন মেনে চলেন । তাই উনি নিতে অস্বীকার করলেন । সোমনাথবাবুও একই ঘটনার স্বীকার । তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় । তাঁর মৃত্যুর পর তাঁর মেয়ে বাড়িতে দলের নেতাদের ঢুকতে দেননি । এটা ভুলে যাবেন না ।’’

কংগ্রেসের গুলাম নবি আজাদের পদ্মভূষণ পাওয়াকে সমর্থন করেছেন দিলীপ ৷ তাঁর মতে রাজনৈতিক নেতাদের স্বীকৃতি পাওয়া উচিত ৷ এই প্রসঙ্গে তিনি টেনে আনেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়ার প্রসঙ্গও ৷

আরও পড়ুন : Jayprakash Praises Mamata : তৃণমূলকে মেসির দলের সঙ্গে তুলনা করে মমতার প্রশংসায় জয়প্রকাশ

অন্যদিকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রত্যাহার নিয়ে বুদ্ধিজীবীদের অবস্থানকে দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন ৷ তাঁর পরামর্শ, ‘‘ট্যাবলো নেই বলে অপমান ৷ পুরস্কার দেওয়া হল বলে অপমান । এঁরা আগে ঠিক করুন কোনটা মান আর কোনটা অপমান ।’’

কলকাতা, 27 জানুয়ারি : বিজেপিতে এখন পিকনিক মানেই যে বিক্ষুব্ধদের সমাবেশ, তা মানতে নারাজ দিলীপ ঘোষ (bjp mp dilip ghosh reaction on party leaders picnic) ৷ তিনি বরং বিষয়টিকে ইতিবাচক ভাবেই দেখছেন ৷ বিজেপির জাতীয় সহ-সভাপতির ব্যাখ্যা, দুনিয়া পাল্টাচ্ছে । এই প্যাটার্নও পাল্টাচ্ছে । কাম টুগেদার । থিঙ্ক টুগেদার ।

এখানে উল্লেখ করা প্রয়োজন, কেন্দ্রীয় মন্ত্রী তথা বনগাঁর সাংসদ বিজেপির শান্তনু ঠাকুরের উপস্থিতিতে এর আগেও পিকনিক হয়েছিল ৷ সেখানে হাজির ছিলেন বিজেপির বিক্ষুব্ধরা ৷ বৃহস্পতিবারও আরও একটি পিকনিক হয় শান্তনু ঠাকুরের উদ্যোগে ৷

এই নিয়ে দিলীপ ঘোষের বক্তব্য, ‘‘আমিও কাল পিকনিক করেছি । সবাই পিকনিক করছে । পিকনিকে সবাই একত্রিত হয় ।’’ তাহলে কি বিজেপিতে পিকনিক ডিপ্লোম্যাসি চলছে ? তখনই দিলীপ বলেন, ‘‘দুনিয়া পাল্টাচ্ছে । এই প্যাটার্নও পাল্টাচ্ছে । কাম টুগেদার । থিঙ্ক টুগেদার ।’’

আরও পড়ুন : Dilip Attacks Communist : বামপন্থীরা বরাবর দেশের সংস্কৃতিকে অপমান করে, মন্তব্য দিলীপ ঘোষের

যদিও এর আগে তিনি কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ বাম নেতাদের ডেকে ফিশফ্রাই খাওয়ানোর প্রসঙ্গ তোলেন ৷ বিজেপির প্রাক্তনী বাবুল সুপ্রিয়র সঙ্গে ঝালমুড়ির প্রসঙ্গও টেনে আনেন ৷ বলেন, ‘‘দিদিমণি ফিস ফ্রাই ডিপ্লোম্যাসি শুরু করেছিলেন । বাবুল ওই করে ফেঁসে গিয়েছিল ।’’

এছাড়া এদিন খড়গপুরের বিধায়ক হিরণ চট্টোপাধ্যায় সম্পর্কেও মুখ খুলেছেন ৷ তাঁর বক্তব্য, ‘‘হিরণ খড়গপুরে অভিভাবক খুঁজে পাচ্ছেন না ৷ পার্টিতে অভিভাবকের ছড়াছড়ি । যাঁর দরকার, তিনি অভিভাবক খুঁজে নিন ।’’

এদিন আরও একাধিক বিষয়ে মন্তব্য করেন দিলীপ ঘোষ ৷ অবিলম্বে স্কুল খোলার বিষয়ে সওয়াল করেন তিনি ৷ পাশাপাশি কটাক্ষ করেন তৃণমূল সাংসদদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকেরও ৷ তাঁর বক্তব্য, ‘‘কীসের সমন্বয় ? ওদের ওপরের স্তরে ঘামাসান লড়াই চলছে । সিনিয়র-জুনিয়র লড়াই চলছে ।’’

বিজেপিতে পিকনিক ডিপ্লোম্যাসি ! বিতর্ক উড়িয়ে জবাব দিলীপের

এছাড়া বুদ্ধদেব ভট্টাচার্যের পদ্মভূষণ প্রত্যাখান তিনি এদিন আবার কটাক্ষ করেন ৷ তাঁর দাবি, ‘‘কমিউনিস্টরা কাঁকড়ার মতো । কাউকে ওপরে উঠতে দেয়নি । জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি । বুদ্ধদেবকে পদ্মভূষণ নিতে দিল না । উনি শুধু রাজনীতিক নন, সাহিত্যিকও বটে । শুরুতেই দল বলে দিল, নেওয়া যাবে না । উনি দলীয় অনুশাসন মেনে চলেন । তাই উনি নিতে অস্বীকার করলেন । সোমনাথবাবুও একই ঘটনার স্বীকার । তাঁকে দল থেকে বহিষ্কার করা হয় । তাঁর মৃত্যুর পর তাঁর মেয়ে বাড়িতে দলের নেতাদের ঢুকতে দেননি । এটা ভুলে যাবেন না ।’’

কংগ্রেসের গুলাম নবি আজাদের পদ্মভূষণ পাওয়াকে সমর্থন করেছেন দিলীপ ৷ তাঁর মতে রাজনৈতিক নেতাদের স্বীকৃতি পাওয়া উচিত ৷ এই প্রসঙ্গে তিনি টেনে আনেন প্রাক্তন রাষ্ট্রপতি প্রয়াত প্রণব মুখোপাধ্যায়কে ভারতরত্ন দেওয়ার প্রসঙ্গও ৷

আরও পড়ুন : Jayprakash Praises Mamata : তৃণমূলকে মেসির দলের সঙ্গে তুলনা করে মমতার প্রশংসায় জয়প্রকাশ

অন্যদিকে সন্ধ্যা মুখোপাধ্যায়ের পদ্মশ্রী প্রত্যাহার নিয়ে বুদ্ধিজীবীদের অবস্থানকে দিলীপ ঘোষ কটাক্ষ করেছেন ৷ তাঁর পরামর্শ, ‘‘ট্যাবলো নেই বলে অপমান ৷ পুরস্কার দেওয়া হল বলে অপমান । এঁরা আগে ঠিক করুন কোনটা মান আর কোনটা অপমান ।’’

Last Updated : Jan 27, 2022, 5:04 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.