ETV Bharat / city

মমতার ইস্তফা দেওয়ার চেষ্টা আসলে নাটক, কটাক্ষ BJP-র - Election Result

মুখ্যমন্ত্রী পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় । এই প্রসঙ্গে কৈলাস বিজয়বর্গীয় বলেন, "এটা ভালো যে উনি হারটা স্বীকার করেছেন । কিন্তু তাঁর ইস্তফা দেওয়ার চেষ্টা নাটক ছাড়া কিছুই নয় । সবই আসলে সহানুভূতি আদায়ের চেষ্টা ।"

সাংবাদিকবৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়
author img

By

Published : May 26, 2019, 10:41 AM IST

কলকাতা, 26 মে: মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার চেষ্টা আসলে নাটক । সহানুভূতি আদায় করতেই ইস্তফার কথা বলেছেন তৃণমূলনেত্রী । গতকাল একথা বলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । BJP-র দাবি, নিজেদের দোষের কারণেই তৃণমূল সরকারের পতন হবে । তাদের ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে BJP-র দরকার নেই ।

লোকসভা ভোটে দলের ফল দেখে হতাশ তৃণমূলনেত্রী গতকাল জানিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন । কিন্তু দল তাঁকে পদত্যাগ করতে দেয়নি । এই বিষয়ে BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, "এটা ভালো যে উনি হারটা স্বীকার করেছেন । কিন্তু পদত্যাগের সিদ্ধান্ত নাটক ছাড়া কিছুই নয় । সবই আসলে সহানুভূতি আদায়ের চেষ্টা । "

BJP নেতা আরও বলেন,"আমরা তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) সরকারকে ক্ষমতাচ্যুত করব না । নিজের কারণেই তৃণমূল সরকারের পতন হবে । তৃণমূলের নেতারাই মমতার ওপর আর আস্থা রাখতে পারছেন না । তাঁরা বিরক্ত হয়ে পড়েছেন । তাঁর স্বৈরাচারী মনোভাব ও শাসনের কড়াকড়ি সম্পর্কে তৃণমূল নেতারা যদি আমাদের কাছে এসে বলেন, আমরা কি করতে পারি ?"

যদিও BJP নেতার মন্তব্যের কোনও জবাব এখনও দেয়নি তৃণমূল নেতৃত্ব । উল্লেখ্য, এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে মাত্র 22টি । গতকাল কালীঘাটে নিজের বাড়িতে ভোটে জয়ী-পরাজিত প্রার্থী, বিভিন্ন জেলার পর্যবেক্ষক, জেলা সভাপতি ও দলীয় মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটের ফল পর্যালোচনা সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ।

কলকাতা, 26 মে: মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার চেষ্টা আসলে নাটক । সহানুভূতি আদায় করতেই ইস্তফার কথা বলেছেন তৃণমূলনেত্রী । গতকাল একথা বলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । BJP-র দাবি, নিজেদের দোষের কারণেই তৃণমূল সরকারের পতন হবে । তাদের ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে BJP-র দরকার নেই ।

লোকসভা ভোটে দলের ফল দেখে হতাশ তৃণমূলনেত্রী গতকাল জানিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন । কিন্তু দল তাঁকে পদত্যাগ করতে দেয়নি । এই বিষয়ে BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, "এটা ভালো যে উনি হারটা স্বীকার করেছেন । কিন্তু পদত্যাগের সিদ্ধান্ত নাটক ছাড়া কিছুই নয় । সবই আসলে সহানুভূতি আদায়ের চেষ্টা । "

BJP নেতা আরও বলেন,"আমরা তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) সরকারকে ক্ষমতাচ্যুত করব না । নিজের কারণেই তৃণমূল সরকারের পতন হবে । তৃণমূলের নেতারাই মমতার ওপর আর আস্থা রাখতে পারছেন না । তাঁরা বিরক্ত হয়ে পড়েছেন । তাঁর স্বৈরাচারী মনোভাব ও শাসনের কড়াকড়ি সম্পর্কে তৃণমূল নেতারা যদি আমাদের কাছে এসে বলেন, আমরা কি করতে পারি ?"

যদিও BJP নেতার মন্তব্যের কোনও জবাব এখনও দেয়নি তৃণমূল নেতৃত্ব । উল্লেখ্য, এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে মাত্র 22টি । গতকাল কালীঘাটে নিজের বাড়িতে ভোটে জয়ী-পরাজিত প্রার্থী, বিভিন্ন জেলার পর্যবেক্ষক, জেলা সভাপতি ও দলীয় মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটের ফল পর্যালোচনা সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ।


Mangaluru (Karnataka), May 25 (ANI): 'Modi Abhimani Balaga' (Modi Fans Club) performed the traditional 'Yakshagana' for BJP's victory in Karnataka's Mangaluru. 'Yakshagana' is a traditional theatre form, developed in Udupi, in Karnataka. It combines dance, music, dialogue, costume, make-up, and stage techniques with a unique style and form. It is believed to have evolved from pre-classical music and theater during the period of the Bhakti movement. The BJP has secured 303 seats, which is 22 more than it got in the 2014 elections and along with its allies, the NDA took its tally up to 352 in the 17th Lok Sabha. People in Tulu Nadu stage 'Yakshagana' plays, if their prayers are fulfilled.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.