কলকাতা, 26 মে: মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার চেষ্টা আসলে নাটক । সহানুভূতি আদায় করতেই ইস্তফার কথা বলেছেন তৃণমূলনেত্রী । গতকাল একথা বলেন BJP নেতা কৈলাস বিজয়বর্গীয় । BJP-র দাবি, নিজেদের দোষের কারণেই তৃণমূল সরকারের পতন হবে । তাদের ক্ষমতাচ্যুত করার ক্ষেত্রে BJP-র দরকার নেই ।
লোকসভা ভোটে দলের ফল দেখে হতাশ তৃণমূলনেত্রী গতকাল জানিয়েছিলেন, তিনি মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে চেয়েছিলেন । কিন্তু দল তাঁকে পদত্যাগ করতে দেয়নি । এই বিষয়ে BJP-র কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কৈলাস বিজয়বর্গীয় বলেন, "এটা ভালো যে উনি হারটা স্বীকার করেছেন । কিন্তু পদত্যাগের সিদ্ধান্ত নাটক ছাড়া কিছুই নয় । সবই আসলে সহানুভূতি আদায়ের চেষ্টা । "
BJP নেতা আরও বলেন,"আমরা তাঁর (মমতা বন্দ্যোপাধ্যায়) সরকারকে ক্ষমতাচ্যুত করব না । নিজের কারণেই তৃণমূল সরকারের পতন হবে । তৃণমূলের নেতারাই মমতার ওপর আর আস্থা রাখতে পারছেন না । তাঁরা বিরক্ত হয়ে পড়েছেন । তাঁর স্বৈরাচারী মনোভাব ও শাসনের কড়াকড়ি সম্পর্কে তৃণমূল নেতারা যদি আমাদের কাছে এসে বলেন, আমরা কি করতে পারি ?"
যদিও BJP নেতার মন্তব্যের কোনও জবাব এখনও দেয়নি তৃণমূল নেতৃত্ব । উল্লেখ্য, এবার লোকসভা ভোটে পশ্চিমবঙ্গের 42টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছে মাত্র 22টি । গতকাল কালীঘাটে নিজের বাড়িতে ভোটে জয়ী-পরাজিত প্রার্থী, বিভিন্ন জেলার পর্যবেক্ষক, জেলা সভাপতি ও দলীয় মন্ত্রীদের নিয়ে বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় । ভোটের ফল পর্যালোচনা সংক্রান্ত বৈঠকে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেওয়ার ইচ্ছা প্রকাশ করেন ।