কলকাতা, 13 সেপ্টেম্বর : নকুল দানা, গুড়, বাতাসার বিলির কথা বলতেন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল (Anubrata Mondal) । সেই গুড়, বাতাসা , নকুল দানায় সাজানো জেলখানায় বন্দি বীরভূমের দোর্দণ্ড প্রতাপ তৃণমূল জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । তবে, শুধু তিনি একা নন । তাঁর সঙ্গে একই জেলখানায় বন্দি করা হয়েছে রাজ্যের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee) । তাঁর ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা মুখোপাধ্যায়কে (Arpita Mukherjee) বোঝাতে 'প্রতীকী' জেল খানায় আবার গোলাপ রাখা হয়েছে বলেই দাবি বিজেপি (BJP) নেতাদের । মঙ্গলবার কলেজ স্ট্রিটে বিজেপির নবান্ন অভিযানের (BJP Nabanna Abhijan) সমাবেশে এই ছবি দেখেই বিজেপি কর্মীদের মধ্যে উচ্ছ্বাস দেখা যায় ।
এ বিষয়ে রাজ্য বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, "এই নকুল দানা, গুড়, বাতাসা, ঢাক সবই অনুব্রতবাবুর জন্য । তিনিই তো এই সবের দাওয়াই দিতেন । কিন্তু, আজ তিনি জেলে । এত চুরি, জোচ্চুরি করলে কী আর বাইরে থাকা যায় ! তবে, তিনি জেলে থাকাই রাজ্যের গরু, বাছুরগুলো অবাধে বিচরণ করতে পারছে । সেই গরু, বাছুর চায় না অনুব্রত মণ্ডল জেল থেকে বের হোক । সেই বার্তা দিতেই গোলাপ, নকুল দানা, গরু-বাছুরে সাজানো জেল খানায় অনুব্রত মণ্ডলকে বন্দি করা হয়েছে ।"
কিন্তু, গোলাপ কেন ? এ বিষয়ে মুচকি হেঁসে রাজ্য বিজেপি নেতা নারায়ণ চট্টোপাধ্যায় বলেন, ‘‘গোলাপ তো পার্থ চট্টোপাধ্যায়ের জন্য । তাঁর বন্ধবী অর্পিতার সঙ্গে মিষ্টি প্রেমের বিষয়ে আমরা জেনেছি । কিন্তু, পার্থবাবুকে গোলাপ দিয়েই জেলে পাঠিয়ে দিলেন ।"
আরও পড়ুন : পুলিশকে ইটবৃষ্টি, বিজেপিকে রুখতে জলকামান-লাঠি ! রণক্ষেত্র সাঁতরাগাছি