ETV Bharat / city

Assembly Monsoon session: বাদল অধিবেশনে কি বিজেপি বিধায়করা অনুপস্থিত থাকবেন ? জল্পনা তুঙ্গে

author img

By

Published : Jun 2, 2022, 2:39 PM IST

বাদল অধিবেশনে কি বিজেপি বিধায়করা অনুপস্থিত থাকবেন (Assembly Monsoon session)? এই নিয়েই এখন জল্পনা তুঙ্গে বাংলার রাজনীতিতে ৷

BJP MLAs may be absent in Monsoon session of  Bengal Assembly
বাদল অধিবেশনে কি বিজেপি বিধায়করা অনুপস্থিত থাকবেন ? জল্পনা তুঙ্গে

কলকাতা, 2 জুন: বিরোধী দলনেতাকে ছাড়া বিধানসভায় উপস্থিত থাকতে চান না বিজেপি বিধায়করা (Assembly Monsoon session)। বিজেপি পরিষদীয় দল সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে ।

প্রসঙ্গত, এই মুহূর্তে বিরোধী দলনেতা-সহ 7 বিধায়ককে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Monsoon session of Bengal Assembly)। ফলে শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা-সহ বিজেপির প্রথম সারির বিধায়করা উপস্থিত থাকতে পারবেন না বিধানসভায় । এই অবস্থায় আসন্ন বাদল অধিবেশন বয়কটের কথা ভাবছে বিজেপি পরিষদীয় দল ৷ যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও বিজেপির তরফ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি । তবে অন্দরের খবর, বিজেপি বিধায়কদের একটা বড় অংশই দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে বিধানসভার অধিবেশনে যোগ দিতে চান না (BJP MLAs may be absent)।

প্রসঙ্গত, বিধানসভায় নজিরবিহীন ধ্বস্তাধ্বস্তির জেরেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করেছিলেন বিরোধী দলনেতা সহ 7 জন বিজেপি বিধায়ককে । পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল, বিধায়কদের রক্তক্ষরণ পর্যন্ত হয়েছিল বিধানসভা কক্ষে । মূলত এই ঘটনাকে সামনে রেখেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । পরে সাসপেন্ড করা হয়েছিল নরহরি মাহাত, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ ও দীপক বর্মা-সহ অন্যান্য বিজেপি বিধায়কদের । কাজেই এ বার 10 তারিখ থেকে যে বাদল অধিবেশন শুরু হতে চলেছে, তাতে উপস্থিত থাকতে পারবেন না এই 7 বিজেপি বিধায়ক । সেখান থেকেই বাকিরাও অধিবেশন কক্ষে না থাকার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন ।

আরও পড়ুন: Suvendu suspends from Assembly : বিধানসভায় হাতাহাতির জেরে সাসপেন্ড শুভেন্দু-সহ পাঁচ বিজেপি বিধায়ক

এ দিন বিজেপি বিধায়ক চন্দনা বাউরীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "শুভেন্দু অধিকারী আমাদের দলনেতা । অন্যায় ভাবে তাঁকে বিধানসভার বাইরে রাখা হয়েছে ৷ এর একটা প্রতিবাদ হওয়া উচিত । প্রাথমিক ভাবে আমরা ঠিক করেছি, বিধানসভা অধিবেশনে যোগ দেব না । কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল । এ ক্ষেত্রে এমনও হতে পারে আমরা বিধানসভায় যেতে পারি, সে ক্ষেত্রে বিধানসভার লবিতে অধ্যক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করে আমরা অবস্থান করতে পারি ।"

এই নিয়ে ভিন্নমত রয়েছে অন্যান্য সাসপেন্ড না হওয়া বিজেপি বিধায়কদের । কারও মত, আম্বেদকর মূর্তির পাদদেশে মক পার্লামেন্ট করে অধ্যক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করা । তবে কেউই অধিবেশনের ক'দিন বিধানসভা কক্ষে উপস্থিত থাকতে চান না । বিজেপি বিধায়কদের দাবি, সাসপেনশন তোলা হোক । তবেই বিধানসভা কক্ষে থাকবেন তাঁরা ।

যদিও এই নিয়ে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেছেন, এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । আগে বৈঠক হবে, তারপরে নেওয়া হবে সিদ্ধান্ত । আবার বিজেপি শিবিরের অনেকে প্রশ্ন তুলেছেন, বিরোধী দলনেতা বিধানসভায় না থাকলে, বাকিরা কেন যাবেন ? যেহেতু সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তাই আগামী 10 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে এটা জানার জন্য যে আদৌ বিধানসভা অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়করা বিধানসভা কক্ষে উপস্থিত হন কি না । বাস্তবে যদি বিরোধীরা বিধানসভা অধিবেশন বয়কট করেন, সে ক্ষেত্রে শাসক শিবির কী প্রতিক্রিয়া দেয়, সেটাই দেখার ৷

কলকাতা, 2 জুন: বিরোধী দলনেতাকে ছাড়া বিধানসভায় উপস্থিত থাকতে চান না বিজেপি বিধায়করা (Assembly Monsoon session)। বিজেপি পরিষদীয় দল সূত্রে এমনই খবর পাওয়া যাচ্ছে ।

প্রসঙ্গত, এই মুহূর্তে বিরোধী দলনেতা-সহ 7 বিধায়ককে সাসপেন্ড করেছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় (Monsoon session of Bengal Assembly)। ফলে শুভেন্দু অধিকারী, মনোজ টিগ্গা-সহ বিজেপির প্রথম সারির বিধায়করা উপস্থিত থাকতে পারবেন না বিধানসভায় । এই অবস্থায় আসন্ন বাদল অধিবেশন বয়কটের কথা ভাবছে বিজেপি পরিষদীয় দল ৷ যদিও আনুষ্ঠানিক ভাবে এখনও বিজেপির তরফ থেকে এ বিষয়ে কিছুই জানানো হয়নি । তবে অন্দরের খবর, বিজেপি বিধায়কদের একটা বড় অংশই দলনেতা শুভেন্দু অধিকারীর অনুপস্থিতিতে বিধানসভার অধিবেশনে যোগ দিতে চান না (BJP MLAs may be absent)।

প্রসঙ্গত, বিধানসভায় নজিরবিহীন ধ্বস্তাধ্বস্তির জেরেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করেছিলেন বিরোধী দলনেতা সহ 7 জন বিজেপি বিধায়ককে । পরিস্থিতি এমন জায়গায় পৌঁছেছিল, বিধায়কদের রক্তক্ষরণ পর্যন্ত হয়েছিল বিধানসভা কক্ষে । মূলত এই ঘটনাকে সামনে রেখেই অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় সাসপেন্ড করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে । পরে সাসপেন্ড করা হয়েছিল নরহরি মাহাত, মনোজ টিগ্গা, শঙ্কর ঘোষ ও দীপক বর্মা-সহ অন্যান্য বিজেপি বিধায়কদের । কাজেই এ বার 10 তারিখ থেকে যে বাদল অধিবেশন শুরু হতে চলেছে, তাতে উপস্থিত থাকতে পারবেন না এই 7 বিজেপি বিধায়ক । সেখান থেকেই বাকিরাও অধিবেশন কক্ষে না থাকার বিষয়ে ভাবনা চিন্তা শুরু করেছেন ।

আরও পড়ুন: Suvendu suspends from Assembly : বিধানসভায় হাতাহাতির জেরে সাসপেন্ড শুভেন্দু-সহ পাঁচ বিজেপি বিধায়ক

এ দিন বিজেপি বিধায়ক চন্দনা বাউরীকে এই নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, "শুভেন্দু অধিকারী আমাদের দলনেতা । অন্যায় ভাবে তাঁকে বিধানসভার বাইরে রাখা হয়েছে ৷ এর একটা প্রতিবাদ হওয়া উচিত । প্রাথমিক ভাবে আমরা ঠিক করেছি, বিধানসভা অধিবেশনে যোগ দেব না । কিন্তু এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে দল । এ ক্ষেত্রে এমনও হতে পারে আমরা বিধানসভায় যেতে পারি, সে ক্ষেত্রে বিধানসভার লবিতে অধ্যক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করে আমরা অবস্থান করতে পারি ।"

এই নিয়ে ভিন্নমত রয়েছে অন্যান্য সাসপেন্ড না হওয়া বিজেপি বিধায়কদের । কারও মত, আম্বেদকর মূর্তির পাদদেশে মক পার্লামেন্ট করে অধ্যক্ষের সিদ্ধান্তের বিরোধিতা করা । তবে কেউই অধিবেশনের ক'দিন বিধানসভা কক্ষে উপস্থিত থাকতে চান না । বিজেপি বিধায়কদের দাবি, সাসপেনশন তোলা হোক । তবেই বিধানসভা কক্ষে থাকবেন তাঁরা ।

যদিও এই নিয়ে বিজেপি পরিষদীয় দলের মুখ্য সচেতক মনোজ টিগ্গা বলেছেন, এখনও চূড়ান্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি । আগে বৈঠক হবে, তারপরে নেওয়া হবে সিদ্ধান্ত । আবার বিজেপি শিবিরের অনেকে প্রশ্ন তুলেছেন, বিরোধী দলনেতা বিধানসভায় না থাকলে, বাকিরা কেন যাবেন ? যেহেতু সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তাই আগামী 10 জুন পর্যন্ত অপেক্ষা করতেই হবে এটা জানার জন্য যে আদৌ বিধানসভা অধিবেশন চলাকালীন বিজেপি বিধায়করা বিধানসভা কক্ষে উপস্থিত হন কি না । বাস্তবে যদি বিরোধীরা বিধানসভা অধিবেশন বয়কট করেন, সে ক্ষেত্রে শাসক শিবির কী প্রতিক্রিয়া দেয়, সেটাই দেখার ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.