ETV Bharat / city

Suvendu Takes on Bengal SEC : রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের শাখা সংগঠন, অভিযোগ শুভেন্দুর - Bengal Governor Jagdeep Dhankhar

বৃহস্পতিবার কলকাতার পৌরনিগমের নির্বাচন নিয়ে রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকার সমালোচনা করেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Takes on Bengal SEC) ৷

bjp mla suvendu adhikari says bengal sec working as tmc unit
Suvendu Takes on Bengal SEC : রাজ্য নির্বাচন কমিশন তৃণমূলের শাখা সংগঠন, অভিযোগ শুভেন্দুর
author img

By

Published : Dec 2, 2021, 9:14 PM IST

কলকাতা, 2 ডিসেম্বর : রাজ্য নির্বাচন কমিশনার তৃণমূলের শাখা সংগঠনের হয়ে কাজ করছে (suvendu adhikari says bengal sec working as tmc unit) । বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এদিন তিনি বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশন বিরোধীদের ওপর বিধি আরোপ করেছে । এই নির্বাচন কমিশনার তৃণমূলের শাখা সংগঠনের হয়ে কাজ করছে । তৃণমূলের ক্যামাক স্ট্রিটের কর্পোরেট অফিস থেকে যে নির্দেশ দিচ্ছে, সেটাই নির্বাচন কমিশন করছে । সেটাই সার্কুলার হিসেবে জারি করা হচ্ছে ।’’ কলকাতা পৌরনিগমের ভোট (KMC Election 2021) নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Bengal Governor Jagdeep Dhankhar) বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন শুভেন্দু ৷

এছাড়া তিনি সারের কালোবাজারির অভিযোগ তুলেছেন ৷ আলুচাষিদের সমস্যা নিয়ে সরব হয়েছেন ৷ এই ইস্যুতে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী ৷ অন্যদিকে নোদাখালির বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : BJP MPs-Prime Minister Meeting : দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাংলার বিজেপি সাংসদদের

এদিকে গতকাল মুম্বইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয় (Mamata Banerjee National Anthem Controversy) ৷ তার প্রতিবাদে এদিন বিধানসভা চত্বরে বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে নিয়ে জাতীয় সঙ্গীত গান শুভেন্দু অধিকারী ৷ পরে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন । তাই আমরা জাতীয় সঙ্গীতের সম্মানরক্ষা করতে বিধানসভার ভিতরে জাতীয় সঙ্গীত গাইলাম ।’’

কলকাতা, 2 ডিসেম্বর : রাজ্য নির্বাচন কমিশনার তৃণমূলের শাখা সংগঠনের হয়ে কাজ করছে (suvendu adhikari says bengal sec working as tmc unit) । বৃহস্পতিবার এমনই অভিযোগ করলেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ৷

এদিন তিনি বলেন, ‘‘রাজ্য নির্বাচন কমিশন বিরোধীদের ওপর বিধি আরোপ করেছে । এই নির্বাচন কমিশনার তৃণমূলের শাখা সংগঠনের হয়ে কাজ করছে । তৃণমূলের ক্যামাক স্ট্রিটের কর্পোরেট অফিস থেকে যে নির্দেশ দিচ্ছে, সেটাই নির্বাচন কমিশন করছে । সেটাই সার্কুলার হিসেবে জারি করা হচ্ছে ।’’ কলকাতা পৌরনিগমের ভোট (KMC Election 2021) নিয়ে রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Bengal Governor Jagdeep Dhankhar) বক্তব্যের সঙ্গে সহমত পোষণ করেছেন শুভেন্দু ৷

এছাড়া তিনি সারের কালোবাজারির অভিযোগ তুলেছেন ৷ আলুচাষিদের সমস্যা নিয়ে সরব হয়েছেন ৷ এই ইস্যুতে রাজ্যের মুখ্যসচিবের সঙ্গে দেখা করার ইচ্ছা প্রকাশ করেছেন শুভেন্দু অধিকারী ৷ অন্যদিকে নোদাখালির বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছেন তিনি ৷

আরও পড়ুন : BJP MPs-Prime Minister Meeting : দিল্লিতে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক বাংলার বিজেপি সাংসদদের

এদিকে গতকাল মুম্বইয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাওয়া নিয়ে বিতর্ক তৈরি হয় (Mamata Banerjee National Anthem Controversy) ৷ তার প্রতিবাদে এদিন বিধানসভা চত্বরে বেশ কয়েকজন বিজেপি বিধায়ককে নিয়ে জাতীয় সঙ্গীত গান শুভেন্দু অধিকারী ৷ পরে বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় জাতীয় সঙ্গীতের অবমাননা করেছেন । তাই আমরা জাতীয় সঙ্গীতের সম্মানরক্ষা করতে বিধানসভার ভিতরে জাতীয় সঙ্গীত গাইলাম ।’’

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.