ETV Bharat / city

বিরোধিতা করার সাংবিধানিক অধিকার সবার আছে : মনোজ টিগ্গা - মনোজ টিগ্গার বক্তব্য বামপন্থীদেরকে নিয়ে

প্রতিবাদস্বরূপ বামদের মোদিকে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত প্রসঙ্গে BJP এর পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা বলেন , "লাল পতাকা বা কালো পতাকা দেখাবে তা ওদের বিষয়। বিরোধিতা করা সবারই সাংবিধানিক অধিকার রয়েছে ।"

bjp mla
মনোজ টিগ্গা
author img

By

Published : Jan 10, 2020, 7:57 PM IST

কলকাতা, 10 জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সফরে কলকাতায় এলে তাঁকে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন বামপন্থীরা ৷ সেই সিদ্ধান্তকে কটাক্ষ করলেন বিধানসভায় BJP-এর পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা ৷ তিনি বলেন , "লাল পতাকা বা কালো পতাকা, কী দেখাবে তা ওদের বিষয় । বিরোধিতা করার সাংবিধানিক অধিকার সবার রয়েছে ।"

বাম ও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে সোনিয়া গান্ধির ডাকা BJP বিরোধী দলগুলোর বৈঠক বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে মমতার উদ্দেশে বিরোধীরা বলেন, BJP-এর সঙ্গে সেটিং থাকার কারণে সোনিয়া গান্ধির ডাকা বৈঠক বয়কট করেছেন মমতা ৷ এই প্রসঙ্গে মনোজ টিগ্গা বলেন, "পশ্চিমবঙ্গে BJP -এর সঙ্গে তৃণমূলের সেটিং বা যোগাযোগ রয়েছে বলে বাম -কংগ্রেস অভিযোগ আনছে। কিন্তু সেটা আসলে ঠিক নয়। ২০২১ সালে একা লড়াই করে ক্ষমতায় আসবে BJP । "

দেখুন ভিডিয়োয়...

কলকাতা, 10 জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সফরে কলকাতায় এলে তাঁকে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন বামপন্থীরা ৷ সেই সিদ্ধান্তকে কটাক্ষ করলেন বিধানসভায় BJP-এর পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা ৷ তিনি বলেন , "লাল পতাকা বা কালো পতাকা, কী দেখাবে তা ওদের বিষয় । বিরোধিতা করার সাংবিধানিক অধিকার সবার রয়েছে ।"

বাম ও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে সোনিয়া গান্ধির ডাকা BJP বিরোধী দলগুলোর বৈঠক বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে মমতার উদ্দেশে বিরোধীরা বলেন, BJP-এর সঙ্গে সেটিং থাকার কারণে সোনিয়া গান্ধির ডাকা বৈঠক বয়কট করেছেন মমতা ৷ এই প্রসঙ্গে মনোজ টিগ্গা বলেন, "পশ্চিমবঙ্গে BJP -এর সঙ্গে তৃণমূলের সেটিং বা যোগাযোগ রয়েছে বলে বাম -কংগ্রেস অভিযোগ আনছে। কিন্তু সেটা আসলে ঠিক নয়। ২০২১ সালে একা লড়াই করে ক্ষমতায় আসবে BJP । "

দেখুন ভিডিয়োয়...
Intro:কলকাতা, ৯ জানুয়ারি: "লাল পতাকা বা কালো পতাকা দেখাবে তা ওদের বিষয়। বিরোধিতা করা সবারই সাংবিধানিক অধিকার রয়েছে ।" প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বামেদের কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নিয়ে আজ অকপটে এ কথা বললেন বিধানসভায় বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা।


Body:রাজ‍্য সফরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার শহরে পা রাখার পরেই বামেরা প্রতিবাদস্বরূপ কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নিয়েছে। প্রধানমন্ত্রীকে কালোপতাকা দেখানোর প্রসঙ্গে বিজেপির পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা বলেন, "সবার বিরোধিতা করার সাংবিধানিক অধিকার রয়েছে। ওরা লাল পতাকা দেখাবে নাকি কালো পতাকা দেখাবে সেটা ওদের ব্যাপার। প্রধানমন্ত্রী সরকারি কার্যক্রমে আসছেন। কংগ্রেস ও বামপন্থীরা কি করবে তা ওদের বিষয়।" অন্যদিকে, আজ বাম ও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে সোনিয়া গান্ধীর ডাকা বিজেপি বিরোধী দলগুলোর বৈঠক বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে মমতার উদ্দেশ্যে বিরোধীরা পাল্টা দিয়ে বলেন, বিজেপির সঙ্গে সেটিং থাকার কারণে সোনিয়া গান্ধীর ডাকা বৈঠক বাতিল করেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এ প্রসঙ্গে মনোজ টিগ্গা বলেন,
" পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে তৃণমূলের সেটিং বা যোগাযোগ রয়েছে বলে বাম - কংগ্রেসের অভিযোগ আছে। কিন্তু সেটা নয়। ২০২১ সালে একটার লড়াইয়ে ক্ষমতায় আসবে বিজেপি। "


Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.