কলকাতা, 10 জানুয়ারি : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রাজ্য সফরে কলকাতায় এলে তাঁকে কালো পতাকা দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন বামপন্থীরা ৷ সেই সিদ্ধান্তকে কটাক্ষ করলেন বিধানসভায় BJP-এর পরিষদীয় দলনেতা মনোজ টিগ্গা ৷ তিনি বলেন , "লাল পতাকা বা কালো পতাকা, কী দেখাবে তা ওদের বিষয় । বিরোধিতা করার সাংবিধানিক অধিকার সবার রয়েছে ।"
বাম ও কংগ্রেসের বিরুদ্ধে তোপ দেগে সোনিয়া গান্ধির ডাকা BJP বিরোধী দলগুলোর বৈঠক বাতিল করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই বিষয়টি নিয়ে মমতার উদ্দেশে বিরোধীরা বলেন, BJP-এর সঙ্গে সেটিং থাকার কারণে সোনিয়া গান্ধির ডাকা বৈঠক বয়কট করেছেন মমতা ৷ এই প্রসঙ্গে মনোজ টিগ্গা বলেন, "পশ্চিমবঙ্গে BJP -এর সঙ্গে তৃণমূলের সেটিং বা যোগাযোগ রয়েছে বলে বাম -কংগ্রেস অভিযোগ আনছে। কিন্তু সেটা আসলে ঠিক নয়। ২০২১ সালে একা লড়াই করে ক্ষমতায় আসবে BJP । "