কলকাতা, 13 মে : কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Union Home Minister Amit Shah) নির্দেশ মেনে বিক্ষুব্ধ নেতা-কর্মীদের কাছে টানার প্রক্রিয়া শুরু করল বঙ্গ বিজেপি ।
সূত্রের খবর, পরিস্থিতির বিরাট পরিবর্তন না হলে অল্প কিছুদিনের মধ্যেই বিজেপিতে ফিরবেন রীতেশ তিওয়ারি (BJP Leader Ritesh Tiwari)। জানুয়ারি মাসের শেষের দিকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয় । অভিযোগ ওঠে প্রকাশ্যে ‘দলীয় অনুশাসন’ ভেঙে দলের একাধিক সিদ্ধান্ত নিয়ে সংবাদ মাধ্যমে মন্তব্য করেন এই নেতা । সেই কারণেই বিজেপির তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল ৷
সেই সময় রীতেশের মতোই সাময়িক বরখাস্ত করা হয় বঙ্গ বিজেপির প্রাক্তন সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদারকেও । কিন্তু তার পরই জয়প্রকাশ তৃণমূলে যোগ দিয়েছেন । কিন্ত রীতেশ তেওয়ারি তেমন কোনও পদক্ষেপ করেননি । রাজনৈতিক পরিসর থেকে নিজেকে কিছুটা গুটিয়ে রেখেছিলেন । এবার সেই রীতেশেরই ঘরওয়াপসি প্রক্রিয়া শুরু হয়েছে ।
তিনি নিজে অবশ্য কোনও মন্তব্য করতে চাননি । তাঁর কথায়, ‘‘আমি সংবাদ মাধ্যমের কাছেই এই কথা শুনলাম । তার ভিত্তিতে কোনও মন্তব্য করা ঠিক হবে না । যতক্ষণ না দলের চিঠি পাচ্ছি, ততক্ষণ কিছুই বলব না ।’’
এখানে উল্লেখ করা প্রয়োজন, কয়েক মাস আগে বঙ্গ বিজেপিতে একাধিক বড় সাংগঠনিক পরিবর্তন করা হয় । দিলীপ ঘোষের জায়গায় রাজ্য সভাপতি হন সুকান্ত মজুমদার (Bengal BJP President Sukanta Majumder) । রাজ্য কমিটিতে একাধিক বদল ঘটে । তার জেরেই পদ হারান জয়প্রকাশ ও রীতেশরা। সেই সময় বঙ্গ বিজেপির একটা অংশ প্রতিবাদ করে । কখনও পোর্ট ট্রাস্টের গেস্ট হাউস, কখনও আবার কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরের বাড়িতে বৈঠকে বসেন বিক্ষুব্ধ নেতারা ।
বিজেপির সাধারণ সম্পাদক (সংগঠন) অমিতাভ চক্রবর্তী থেকে শুরু করে একাধিক নেতার বিরুদ্ধে ক্ষোভ জমতে শুরু করে । প্রকাশ্যেই দলীয় সিদ্ধান্তের বিরুদ্ধে সমালোচনা করতে থাকেন জয়প্রকাশ-রীতেশ । এর পরই বিজেপির পক্ষ থেকে সাময়িক বরখাস্ত করা হয় তাঁকে ৷
পুরনো কর্মীদের মধ্যে এই ভাবে ক্ষোভ জমতে থাকার বিষয়টি ভালো ভাবে নেয়নি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব । সম্প্রতি কলকাতা সফরে এসে একটি রুদ্ধদ্বার বৈঠক করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী । বৈঠকে ছিলেন সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) ও অমিতাভ চক্রবর্তী, কেন্দ্রীয় নেতা অমিত মালব্য ৷ সেখানে তিনি নির্দেশ দেন, পুরনো কর্মীদের গুরুত্ব দিতে হবে । কেউ যদি কোনও কারণে ক্ষুব্ধ হয়ে থাকেন, তা হলে তাঁর ক্ষোভ প্রশমন করতে হবে । এর পরই রীতেশ তিওয়ারিকে ফিরিয়ে নিয়ে আসার প্রক্রিয়া শুরু হয়েছে বিজেপিতে ।
এই বিষয়ে বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ (BJP National Vice President Dilip Ghosh) বলেন, "দেখুন মান-অভিমান পর্ব দীর্ঘস্থায়ী হয় না । বহু পুরনো কর্মী রীতেশ । দলের খারাপ সময়ে দলের জন্য কাজ করেছে । এই বিষয়ে আমার কিছু বলার নেই । দল যেটা সিদ্ধান্ত নেবে, সেটাই সবাই মেনে নেবে ৷"
আরও পড়ুন : Sukanata-Dilip on Jitendra's Tweet : জিতেন্দ্রর বক্তব্য দিল্লির নেতাদেরও বুঝতে হবে, মন্তব্য দিলীপের