ETV Bharat / city

বিজেপির সদর দফতরে আজ শেষ শ্রদ্ধা জানানো হবে রাজুকে - BJP

গতকাল অস্বাভাবিক মৃত্যু হয় বিজেপির যুব নেতা রাজু সরকারের ৷ তাঁর মৃত্যু নিয়ে বিতর্ক চলছে ৷ পুলিশ তদন্ত শুরু করেছে ৷

bjp-leader-will-pay-last-respect-to-youth-leader-raju-sarkar
বিজেপির সদর দফতরে আজ শেষশ্রদ্ধা জানানো হবে রাজুকে
author img

By

Published : Jul 27, 2021, 1:21 PM IST

Updated : Jul 27, 2021, 2:20 PM IST

কলকাতা, 27 জুলাই : দলীয় কার্যালয়ে অস্বাভাবিকভাবে মৃত বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকারের দেহের ময়নাতদন্ত আজ, মঙ্গলবার হবে কলকাতার এনআরএস হাসপাতালে ৷ বিজেপির তরফে জানা গিয়েছে, সেখান থেকে দুপুর 3টে নাগাদ তাঁর মরদেহ বিজেপির মুরলীধর সেন লেনে বিজেপির সদর কার্যালয়ে নিয়ে আসা হবে । সেখানে তাঁর মরদেহে শেষশ্রদ্ধা জানানো হবে রাজ্য বিজেপির পক্ষ থেকে ।

আরও পড়ুন : BJP Hastings : হেস্টিংস অফিসে দুই গোষ্ঠীর হাতাহাতি-সংঘর্ষ, হৃদরোগে মৃত বিজেপি যুব নেতা

কীভাবে মৃত্যু হল রাজু সরকারের ? এই নিয়ে গতকাল, সোমবার থেকেই বিতর্ক চলছে ৷ বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, গতকাল রাতে অভিজিৎ গুঁই নামে বিজেপির এক যুব মোর্চার কর্মীর সঙ্গে প্রথমে বচসা হয় ৷ তার পর দু’জনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ৷ এর পরই অসুস্থ বোধ করেন রাজু । তাঁকে প্রথমে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, বিজেপি যুব নেতা রাজু সরকারের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ৷ রাজু সরকার অসুস্থ হয়ে পড়েন বিজেপির হেস্টিংস কার্যালয়ে ৷ সেখানে মঙ্গলবার সকালে তদন্তকারী আধিকারিকরা যান ৷ বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়-সহ 10 জন বিজেপি কর্মীর বয়ান রেকর্ড করা হবে বলে খবর । রাজু সরকারের গাড়ির চালকেরও বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Kunal Ghosh : রাজু যন্ত্রণায় ছিলেন, প্রত্যক্ষদর্শীরা তথ্য গোপন করবেন না বলে আশা কুণালের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে । তবে ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে পুলিশ । গতকাল রাতেই সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে যায় কলকাতা পুলিশের বিশেষ দল । হেস্টিংস হাউজের কেয়ারটেকারের সঙ্গেও কথা বলেন স্থানীয় থানার পুলিশ ।

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বলেন, "কথা বলার মতো অবস্থায় নেই । যা বলার দলের তরফে জানানো হবে ৷" অন্যদিকে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘রাজু সরকারের স্বাভাবিক মৃত্যু হয়েছে । বিজেপির হেস্টিংস অফিসে কোনও হাতাহাতি হয়নি । সুষ্ঠভাবে রাজু সরকার হেস্টিংস অফিস থেকে বের হয়েছেন । তাঁর হার্টের সমস্যা ছিল । পাটি অফিসের মধ্যে কোনও তর্কাতর্কি হয়নি ।’’

আরও পড়ুন : জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের বিজেপি যোগ নিয়ে সরব রাজ্য, হলফনামা হাইকোর্টে

অন্যদিকে, রাজু সরকারের মা কল্পনা সরকার বলেন, "আমার ছেলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার ৷ যদি কোনও ঝামেলা হয়, তাহলে যারা এই ঘটনায় যুক্ত তাদের কড়া শাস্তি দিতে হবে ৷"

কলকাতা, 27 জুলাই : দলীয় কার্যালয়ে অস্বাভাবিকভাবে মৃত বিজেপির যুব মোর্চার সহ-সভাপতি রাজু সরকারের দেহের ময়নাতদন্ত আজ, মঙ্গলবার হবে কলকাতার এনআরএস হাসপাতালে ৷ বিজেপির তরফে জানা গিয়েছে, সেখান থেকে দুপুর 3টে নাগাদ তাঁর মরদেহ বিজেপির মুরলীধর সেন লেনে বিজেপির সদর কার্যালয়ে নিয়ে আসা হবে । সেখানে তাঁর মরদেহে শেষশ্রদ্ধা জানানো হবে রাজ্য বিজেপির পক্ষ থেকে ।

আরও পড়ুন : BJP Hastings : হেস্টিংস অফিসে দুই গোষ্ঠীর হাতাহাতি-সংঘর্ষ, হৃদরোগে মৃত বিজেপি যুব নেতা

কীভাবে মৃত্যু হল রাজু সরকারের ? এই নিয়ে গতকাল, সোমবার থেকেই বিতর্ক চলছে ৷ বিজেপির একটি সূত্র থেকে জানা গিয়েছে, গতকাল রাতে অভিজিৎ গুঁই নামে বিজেপির এক যুব মোর্চার কর্মীর সঙ্গে প্রথমে বচসা হয় ৷ তার পর দু’জনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন ৷ এর পরই অসুস্থ বোধ করেন রাজু । তাঁকে প্রথমে কলকাতার এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হয় । পরে তাঁকে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করা হয় ৷

পুলিশ সূত্রে খবর, বিজেপি যুব নেতা রাজু সরকারের মৃত্যুর ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে ৷ রাজু সরকার অসুস্থ হয়ে পড়েন বিজেপির হেস্টিংস কার্যালয়ে ৷ সেখানে মঙ্গলবার সকালে তদন্তকারী আধিকারিকরা যান ৷ বিজেপি নেতা প্রতাপ বন্দ্যোপাধ্যায়-সহ 10 জন বিজেপি কর্মীর বয়ান রেকর্ড করা হবে বলে খবর । রাজু সরকারের গাড়ির চালকেরও বয়ান রেকর্ড করা হবে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন : Kunal Ghosh : রাজু যন্ত্রণায় ছিলেন, প্রত্যক্ষদর্শীরা তথ্য গোপন করবেন না বলে আশা কুণালের

পুলিশ সূত্রে জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে । তবে ময়নাতদন্তের রিপোর্টের দিকে তাকিয়ে পুলিশ । গতকাল রাতেই সংশ্লিষ্ট বেসরকারি হাসপাতালে যায় কলকাতা পুলিশের বিশেষ দল । হেস্টিংস হাউজের কেয়ারটেকারের সঙ্গেও কথা বলেন স্থানীয় থানার পুলিশ ।

বিজেপির যুব মোর্চার রাজ্য সভাপতি সৌমিত্র খাঁ বলেন, "কথা বলার মতো অবস্থায় নেই । যা বলার দলের তরফে জানানো হবে ৷" অন্যদিকে বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, ‘‘রাজু সরকারের স্বাভাবিক মৃত্যু হয়েছে । বিজেপির হেস্টিংস অফিসে কোনও হাতাহাতি হয়নি । সুষ্ঠভাবে রাজু সরকার হেস্টিংস অফিস থেকে বের হয়েছেন । তাঁর হার্টের সমস্যা ছিল । পাটি অফিসের মধ্যে কোনও তর্কাতর্কি হয়নি ।’’

আরও পড়ুন : জাতীয় মানবাধিকার কমিশনের সদস্যদের বিজেপি যোগ নিয়ে সরব রাজ্য, হলফনামা হাইকোর্টে

অন্যদিকে, রাজু সরকারের মা কল্পনা সরকার বলেন, "আমার ছেলের মৃত্যুর পূর্ণাঙ্গ তদন্ত করা দরকার ৷ যদি কোনও ঝামেলা হয়, তাহলে যারা এই ঘটনায় যুক্ত তাদের কড়া শাস্তি দিতে হবে ৷"

Last Updated : Jul 27, 2021, 2:20 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.