ETV Bharat / city

Tathagata Slams Mamata : মমতা নিজেকে প্রধানমন্ত্রী মনে করছেন, কটাক্ষ তথাগতর - Bengal Governor Jagdeep Dhankhar

ইউক্রেন থেকে পড়ুয়াদের ফেরাতে দেরি করেছে কেন্দ্রের মোদি সরকার ৷ এই অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ যা শুনে বিজেপির তথাগত রায়ের প্রতিক্রিয়া, মমতা নিজেকে প্রধানমন্ত্রী মনে করছেন (BJP Leader Tathagata Roy Says Mamata Banerjee Having Prime Ministerial Illusions) ৷

bjp leader tathagata roy says mamata banerjee having prime ministerial illusions
Tathagata Slams Mamata : মমতা নিজেকে প্রধানমন্ত্রী মনে করছেন, কটাক্ষ তথাগতর
author img

By

Published : Mar 3, 2022, 8:22 PM IST

কলকাতা, 3 মার্চ : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রধানমন্ত্রী মনে করছেন ৷ তাই তিনি আন্তর্জাতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন৷ যা তাঁর এক্তিয়ারের বাইরে ৷ বৃহস্পতিবার মমতার সমালোচনায় সরব হয়ে এই কথাগুলি বলেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (BJP Leader Tathagata Roy Says Mamata Banerjee Having Prime Ministerial Illusions) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের ফেরানোর ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার (India Govt Evacuating Stranded Students from Ukraine) ৷ কিন্তু এই প্রক্রিয়া শুরু করতে কেন্দ্র দেরি করেছে বলে বুধবার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ এদিন তারই পালটা বক্তব্য দিয়েছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল (Former Tripura Governor Tathagata Roy) ৷

তবে তিনি জানিয়েছেন, মমতার এই বক্তব্য শুনে তিনি অবাক নন ৷ কারণ, এর আগে গত বছর করোনার তৃতীয় ঢেউ আটকাতে কেন্দ্র কিছুই করছে বলে সরব হয়েছিলেন মমতা ৷ সেভাবেই এবারও তিনি (মমতা) কথা বলছেন ৷ মমতার যা মনে হয়, তাই বলেন ৷

প্রসঙ্গত, মমতা এখন উত্তরপ্রদেশের বারাণসীতে ৷ অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টির হয়ে তিনি নির্বাচনী প্রচারে গিয়েছেন ৷ বুধবার সেখানে তাঁকে কালো পতাকা দেখানো হয় ৷ গো-ব্যাক স্লোগানও শুনতে হয় ৷ বিজেপি কর্মীদের মমতার প্রতি এই ক্ষোভ স্বাভাবিক বলেই মনে করেন তথাগত রায় ৷

তিনি রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Bengal Governor Jagdeep Dhankhar) প্রসঙ্গও টেনেছেন ৷ রাজ্যপালের বিরুদ্ধে নানা অভিযোগ করলেও এখনও মমতা সরাসরি রাজ্যপালকে কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি বলে তথাগত রায়ের দাবি ৷

অন্যদিকে বুধবার প্রকাশিত হয় বাংলার পৌরনির্বাচনের ফলাফল (Bengal Civic Poll Results 2022) ৷ সেখানে বিজেপির ফল খুবই খারাপ হয়েছে ৷ এই নিয়ে তথাগত রায়ের মতামত, ভোট শান্তিপূর্ণ হয়নি ৷ দুষ্কৃতী দিয়ে লুট করা হয়েছে ৷ তাছাড়া বিধানসভা নির্বাচনের পর দলের ত্রুটিবিচ্যুতি মেরামতে বিজেপি কোনও উদ্যোগ নেয়নি ৷

আরও পড়ুন : Mamata In Varanasi : 'গো-ব্যাক' স্লোগান উপেক্ষা করে দশাশ্বমেধ ঘাটের সিঁড়িতে বসেই আরতি দেখলেন মমতা

কলকাতা, 3 মার্চ : বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে প্রধানমন্ত্রী মনে করছেন ৷ তাই তিনি আন্তর্জাতিক বিষয়ে হস্তক্ষেপ করছেন৷ যা তাঁর এক্তিয়ারের বাইরে ৷ বৃহস্পতিবার মমতার সমালোচনায় সরব হয়ে এই কথাগুলি বলেছেন বর্ষীয়ান বিজেপি নেতা তথাগত রায় (BJP Leader Tathagata Roy Says Mamata Banerjee Having Prime Ministerial Illusions) ৷

এখানে উল্লেখ করা প্রয়োজন যে যুদ্ধবিধ্বস্ত ইউক্রেন থেকে ভারতীয় ছাত্রছাত্রীদের ফেরানোর ব্যবস্থা করছে কেন্দ্রীয় সরকার (India Govt Evacuating Stranded Students from Ukraine) ৷ কিন্তু এই প্রক্রিয়া শুরু করতে কেন্দ্র দেরি করেছে বলে বুধবার অভিযোগ করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Bengal CM Mamata Banerjee) ৷ এদিন তারই পালটা বক্তব্য দিয়েছেন ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল (Former Tripura Governor Tathagata Roy) ৷

তবে তিনি জানিয়েছেন, মমতার এই বক্তব্য শুনে তিনি অবাক নন ৷ কারণ, এর আগে গত বছর করোনার তৃতীয় ঢেউ আটকাতে কেন্দ্র কিছুই করছে বলে সরব হয়েছিলেন মমতা ৷ সেভাবেই এবারও তিনি (মমতা) কথা বলছেন ৷ মমতার যা মনে হয়, তাই বলেন ৷

প্রসঙ্গত, মমতা এখন উত্তরপ্রদেশের বারাণসীতে ৷ অখিলেশ যাদবের (Akhilesh Yadav) সমাজবাদী পার্টির হয়ে তিনি নির্বাচনী প্রচারে গিয়েছেন ৷ বুধবার সেখানে তাঁকে কালো পতাকা দেখানো হয় ৷ গো-ব্যাক স্লোগানও শুনতে হয় ৷ বিজেপি কর্মীদের মমতার প্রতি এই ক্ষোভ স্বাভাবিক বলেই মনে করেন তথাগত রায় ৷

তিনি রাজ্যপাল জগদীপ ধনকড়ের (Bengal Governor Jagdeep Dhankhar) প্রসঙ্গও টেনেছেন ৷ রাজ্যপালের বিরুদ্ধে নানা অভিযোগ করলেও এখনও মমতা সরাসরি রাজ্যপালকে কোনও প্রশ্নের উত্তর দিতে পারেননি বলে তথাগত রায়ের দাবি ৷

অন্যদিকে বুধবার প্রকাশিত হয় বাংলার পৌরনির্বাচনের ফলাফল (Bengal Civic Poll Results 2022) ৷ সেখানে বিজেপির ফল খুবই খারাপ হয়েছে ৷ এই নিয়ে তথাগত রায়ের মতামত, ভোট শান্তিপূর্ণ হয়নি ৷ দুষ্কৃতী দিয়ে লুট করা হয়েছে ৷ তাছাড়া বিধানসভা নির্বাচনের পর দলের ত্রুটিবিচ্যুতি মেরামতে বিজেপি কোনও উদ্যোগ নেয়নি ৷

আরও পড়ুন : Mamata In Varanasi : 'গো-ব্যাক' স্লোগান উপেক্ষা করে দশাশ্বমেধ ঘাটের সিঁড়িতে বসেই আরতি দেখলেন মমতা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.