ETV Bharat / city

Suvendu Attacks Mamata Govt : বিজেপি-বিরোধী দলনেতাকে ভয় পায় রাজ্য সরকার, দাবি শুভেন্দুর - বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী

বুধবার কলকাতার সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের মূর্তি মাল্যদান করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LoP Suvendu Adhikari) ৷ তার পর গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটিতে তাঁর নাম থাকা নিয়ে আপত্তির বিষয়ে তিনি বলেন, বিজেপি-বিরোধী দলনেতাকে ভয় পায় রাজ্য সরকার ৷

bjp leader suvendu adhikari attacks mamata govt on gangasagar mela committee issue
bjp leader suvendu adhikari attacks mamata govt on gangasagar mela committee issue
author img

By

Published : Jan 12, 2022, 5:30 PM IST

কলকাতা, 12 জানুয়ারি : রাজ্য সরকার বিজেপিকে ভয় পায় । বিরোধী দলনেতাকে ভয় পায় । আজ, বুধবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে তাঁর মূর্তিতে মাল্যদান করে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LoP Suvendu Adhikari) । এদিন তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল পয়েন্টের এজেন্ডা বিরোধী দলনেতাকে আটকাও ।’’

bjp leader suvendu adhikari attacks mamata govt on gangasagar mela committee issue
সিমলা স্ট্রিটে শুভেন্দু অধিকারী

কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট গঙ্গাসাগর মেলার নজরদারিতে কমিটি গঠন করে ৷ সেই কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাখা হয়েছিল ৷ কেন শুভেন্দু অধিকারীকে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন ওঠে ৷ হাইকোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন জমা পড়ে ৷ সেই নিয়েই শুভেন্দু এদিন এই মন্তব্য করেন (bjp leader suvendu adhikari attacks mamata govt on gangasagar mela committee issue) ৷

bjp leader suvendu adhikari attacks mamata govt on gangasagar mela committee issue
সিমলা স্ট্রিটে শুভেন্দু অধিকারী

পরে কলকাতা হাইকোর্ট গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটিতে বেশ কিছু পরিবর্তন ৷ সেই রদবদলে বাদ পড়ে শুভেন্দুর নাম ৷ এই নিয়ে এদিন নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘‘এটা শুভেন্দু অধিকারীকে বাদ দেওয়ার প্রসঙ্গ নয় । পুরো কমিটি ভেঙে দেওয়া হয়েছে । পুরো কমিটিই বদল করা হয়েছে । হাইকোর্টের প্রধান বিচারপতি যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে সম্মান করা উচিত ।’’

bjp leader suvendu adhikari attacks mamata govt on gangasagar mela committee issue
সিমলা স্ট্রিটে শুভেন্দু অধিকারী

পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Suvendu Attacks Mamata Govt) উদ্দেশে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন ৷ বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রীর জেনে রাখা উচিত তথ্য কমিশনার, লোকায়ুক্ত, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগে ওঁর একতরফা সিদ্ধান্তে সব আটকে আছে । কারণ, বিরোধী দলনেতাকে উনি কনফিডেন্সে নেননি ।’’ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী চাইলেও কিছু কাজ বিরোধী দলনেতাকে বাদ দিয়ে করতে পারেন, সেটা সংবিধানেই আছে ৷

বিজেপি-বিরোধী দলনেতাকে ভয় পায় রাজ্য সরকার, দাবি শুভেন্দুর

আরও পড়ুন : Gangasagar Mela 2022 : হাইকোর্টের গঙ্গাসাগর মেলার নতুন কমিটিতে নেই শুভেন্দু

কলকাতা, 12 জানুয়ারি : রাজ্য সরকার বিজেপিকে ভয় পায় । বিরোধী দলনেতাকে ভয় পায় । আজ, বুধবার স্বামী বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে তাঁর মূর্তিতে মাল্যদান করে এই মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (LoP Suvendu Adhikari) । এদিন তিনি বলেন, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সিঙ্গেল পয়েন্টের এজেন্ডা বিরোধী দলনেতাকে আটকাও ।’’

bjp leader suvendu adhikari attacks mamata govt on gangasagar mela committee issue
সিমলা স্ট্রিটে শুভেন্দু অধিকারী

কয়েকদিন আগে কলকাতা হাইকোর্ট গঙ্গাসাগর মেলার নজরদারিতে কমিটি গঠন করে ৷ সেই কমিটিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে রাখা হয়েছিল ৷ কেন শুভেন্দু অধিকারীকে রাখা হয়েছে, তা নিয়ে প্রশ্ন ওঠে ৷ হাইকোর্টে রায় পুনর্বিবেচনার আবেদন জমা পড়ে ৷ সেই নিয়েই শুভেন্দু এদিন এই মন্তব্য করেন (bjp leader suvendu adhikari attacks mamata govt on gangasagar mela committee issue) ৷

bjp leader suvendu adhikari attacks mamata govt on gangasagar mela committee issue
সিমলা স্ট্রিটে শুভেন্দু অধিকারী

পরে কলকাতা হাইকোর্ট গঙ্গাসাগর মেলার নজরদারি কমিটিতে বেশ কিছু পরিবর্তন ৷ সেই রদবদলে বাদ পড়ে শুভেন্দুর নাম ৷ এই নিয়ে এদিন নন্দীগ্রামের বিধায়ক বলেন, ‘‘এটা শুভেন্দু অধিকারীকে বাদ দেওয়ার প্রসঙ্গ নয় । পুরো কমিটি ভেঙে দেওয়া হয়েছে । পুরো কমিটিই বদল করা হয়েছে । হাইকোর্টের প্রধান বিচারপতি যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে সম্মান করা উচিত ।’’

bjp leader suvendu adhikari attacks mamata govt on gangasagar mela committee issue
সিমলা স্ট্রিটে শুভেন্দু অধিকারী

পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Suvendu Attacks Mamata Govt) উদ্দেশে হুঁশিয়ারি ছুঁড়ে দিয়েছেন ৷ বলেছেন, ‘‘মুখ্যমন্ত্রীর জেনে রাখা উচিত তথ্য কমিশনার, লোকায়ুক্ত, মানবাধিকার কমিশনের চেয়ারম্যান নিয়োগে ওঁর একতরফা সিদ্ধান্তে সব আটকে আছে । কারণ, বিরোধী দলনেতাকে উনি কনফিডেন্সে নেননি ।’’ তাঁর দাবি, মুখ্যমন্ত্রী চাইলেও কিছু কাজ বিরোধী দলনেতাকে বাদ দিয়ে করতে পারেন, সেটা সংবিধানেই আছে ৷

বিজেপি-বিরোধী দলনেতাকে ভয় পায় রাজ্য সরকার, দাবি শুভেন্দুর

আরও পড়ুন : Gangasagar Mela 2022 : হাইকোর্টের গঙ্গাসাগর মেলার নতুন কমিটিতে নেই শুভেন্দু

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.