ETV Bharat / city

"আইন মেনে পৌরনিগমের পুনর্বিন্যাস হয়নি", নির্বাচন কমিশনে অভিযোগ মুকুলের - মুকুল রায়

রাজ্য BJP-এর নির্বাচনী কমিটির গুরুত্বপূর্ণ নেতা মুকুল রায় অভিযোগ করেন, আইন মেনে  পৌরনিগমের পুনর্বিন্যাস করেনি নির্বাচন কমিশন । এতে ভোট পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে ।

mukul
মুকুল রায়
author img

By

Published : Jan 24, 2020, 8:46 PM IST

কলকাতা, 24 জানুয়ারি : আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের পরেই রাজ্যের পৌর নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে । আর পৌরনিগমের পুনর্বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন BJP নেতা মুকুল রায় ৷ আজ BJP-এর একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যায় । রাজ্য BJP-এর নির্বাচনী কমিটির গুরুত্বপূর্ণ নেতা মুকুল রায় অভিযোগ করেন, আইন মেনে পৌরনিগমের পুনর্বিন্যাস করেনি নির্বাচন কমিশন । এতে ভোট পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে ।

পৌরনিগমের পুনর্বিন্যাসে অনিয়ম নিয়ে কী বলেন মুকুল রায় ? দেখুন ভিডিয়োয়...


এপ্রিলের প্রথম সপ্তাহে হতে চলেছে কলকাতা কর্পোরেশন নির্বাচন । রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে চলছে এমনই জল্পনা । সে ক্ষেত্রে আইনগত কোনও বাধা নেই । রীতি অনুযায়ী ভোটের দিনক্ষণের ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে কোনও লিখিত চিঠি অবশ্য নির্বাচন কমিশন পায়নি । তবে কমিশন ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরোদমে । এই মুহূর্তে 93 পৌরসভা এবং পৌরনিগমে আসন সংরক্ষণের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে । ইতিমধ্যেই বেশকিছু পৌরসভা এবং পৌরনিগমের সেই কাজ সম্পন্ন হয়েছে । কলকাতাসহ 93 টিপৌরসভা এবং পৌরনিগমের 17 জানুয়ারি প্রকাশিত হয়েছে সংরক্ষণের খসড়া তালিকা । নিয়ম অনুযায়ী, ওইদিন থেকে 10 সপ্তাহ পরে ভোট নিতে কোনও অসুবিধা নেই । 27 মার্চের পরে যে কোনও দিন ভোট নেওয়া যেতে পারে ।

রাজ‍্যের পৌর আইন বলছে, পৌর দপ্তরের সঙ্গে সমন্বয় করে রাজ্য নির্বাচন কমিশন পৌরভোটে মেয়াদ শেষ হওয়ার আগে শুরু করে দেয় পুনর্বিন্যাসের কাজ । সেই কাজ শেষ হওয়ার পর সংরক্ষণের খসড়া তালিকা তৈরির কাজ শুরু করে কমিশন । নির্দিষ্ট সিডিউল এবং টার্ম মেনে সেই সংরক্ষণ প্রস্তুত করা হয় । এখন শুধুমাত্র সিউড়ি এবং বোলপুরের পুনর্বিন্যাসের কাজ চলছে । বাকিগুলোর শেষ হয়ে পরের ধাপের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে । আগামী 10 ফেব্রুয়ারি প্রকাশিত হবে 93 পৌরসভা এবং পৌরনিগমের চূড়ান্ত সংরক্ষণ তালিকা ।

এরই মাঝে আজ BJP-এর প্রতিনিধি দল নির্বাচন কমিশনে নালিশ জানাল, ডিলিমিটেশন বা পুনর্বিন্যাসের কাজ সঠিকভাবে করা হয়নি । এই প্রসঙ্গে মুকুল বলেন, “কলকাতা এবং হাওড়া পৌরনিগমের ক্ষেত্রে এলাকা সংযোজন হয়েছে । অথচ সেখানে কোনও ডিলিমিটেশন করা হয়নি । আর তাই দেখা যাচ্ছে, কোনও ওয়ার্ডের ক্ষেত্রে ভোটার সংখ্যা 90 হাজার এবং কোনও ওয়ার্ডে সেটি পাঁচ-দশ হাজার । কাউন্সিলররা এলাকার উন্নয়নের জন্য 25 লাখ টাকা করে পান । তাহলে 90 হাজার ভোটারের যে ওয়ার্ড সেখানেও 25 লাখ আর 10 হাজারের ওয়ার্ডেও 25 লাখ, সেটা কি বিজ্ঞানসম্মত?"

কলকাতা, 24 জানুয়ারি : আসন সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের পরেই রাজ্যের পৌর নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গেছে । আর পৌরনিগমের পুনর্বিন্যাস নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সরব হলেন BJP নেতা মুকুল রায় ৷ আজ BJP-এর একটি প্রতিনিধি দল রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে যায় । রাজ্য BJP-এর নির্বাচনী কমিটির গুরুত্বপূর্ণ নেতা মুকুল রায় অভিযোগ করেন, আইন মেনে পৌরনিগমের পুনর্বিন্যাস করেনি নির্বাচন কমিশন । এতে ভোট পরবর্তী ক্ষেত্রে সমস্যা হতে পারে ।

পৌরনিগমের পুনর্বিন্যাসে অনিয়ম নিয়ে কী বলেন মুকুল রায় ? দেখুন ভিডিয়োয়...


এপ্রিলের প্রথম সপ্তাহে হতে চলেছে কলকাতা কর্পোরেশন নির্বাচন । রাজ্য নির্বাচন কমিশনের দপ্তরে চলছে এমনই জল্পনা । সে ক্ষেত্রে আইনগত কোনও বাধা নেই । রীতি অনুযায়ী ভোটের দিনক্ষণের ব্যাপারে রাজ্য সরকারের কাছ থেকে কোনও লিখিত চিঠি অবশ্য নির্বাচন কমিশন পায়নি । তবে কমিশন ভোটগ্রহণের প্রস্তুতি শুরু করে দিয়েছে পুরোদমে । এই মুহূর্তে 93 পৌরসভা এবং পৌরনিগমে আসন সংরক্ষণের তালিকা চূড়ান্ত করার কাজ চলছে । ইতিমধ্যেই বেশকিছু পৌরসভা এবং পৌরনিগমের সেই কাজ সম্পন্ন হয়েছে । কলকাতাসহ 93 টিপৌরসভা এবং পৌরনিগমের 17 জানুয়ারি প্রকাশিত হয়েছে সংরক্ষণের খসড়া তালিকা । নিয়ম অনুযায়ী, ওইদিন থেকে 10 সপ্তাহ পরে ভোট নিতে কোনও অসুবিধা নেই । 27 মার্চের পরে যে কোনও দিন ভোট নেওয়া যেতে পারে ।

রাজ‍্যের পৌর আইন বলছে, পৌর দপ্তরের সঙ্গে সমন্বয় করে রাজ্য নির্বাচন কমিশন পৌরভোটে মেয়াদ শেষ হওয়ার আগে শুরু করে দেয় পুনর্বিন্যাসের কাজ । সেই কাজ শেষ হওয়ার পর সংরক্ষণের খসড়া তালিকা তৈরির কাজ শুরু করে কমিশন । নির্দিষ্ট সিডিউল এবং টার্ম মেনে সেই সংরক্ষণ প্রস্তুত করা হয় । এখন শুধুমাত্র সিউড়ি এবং বোলপুরের পুনর্বিন্যাসের কাজ চলছে । বাকিগুলোর শেষ হয়ে পরের ধাপের কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে । আগামী 10 ফেব্রুয়ারি প্রকাশিত হবে 93 পৌরসভা এবং পৌরনিগমের চূড়ান্ত সংরক্ষণ তালিকা ।

এরই মাঝে আজ BJP-এর প্রতিনিধি দল নির্বাচন কমিশনে নালিশ জানাল, ডিলিমিটেশন বা পুনর্বিন্যাসের কাজ সঠিকভাবে করা হয়নি । এই প্রসঙ্গে মুকুল বলেন, “কলকাতা এবং হাওড়া পৌরনিগমের ক্ষেত্রে এলাকা সংযোজন হয়েছে । অথচ সেখানে কোনও ডিলিমিটেশন করা হয়নি । আর তাই দেখা যাচ্ছে, কোনও ওয়ার্ডের ক্ষেত্রে ভোটার সংখ্যা 90 হাজার এবং কোনও ওয়ার্ডে সেটি পাঁচ-দশ হাজার । কাউন্সিলররা এলাকার উন্নয়নের জন্য 25 লাখ টাকা করে পান । তাহলে 90 হাজার ভোটারের যে ওয়ার্ড সেখানেও 25 লাখ আর 10 হাজারের ওয়ার্ডেও 25 লাখ, সেটা কি বিজ্ঞানসম্মত?"

Intro:Body:ভিস্যুয়ালConclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.