কলকাতা, 18 এপ্রিল : তথাগত রায়কে কড়া ভাষায় আক্রমণ করলেন দিলীপ ঘোষ (BJP Leader Dilip Ghosh Slams Tathagata Roy) ৷ বঙ্গ বিজেপির এক প্রাক্তন সভাপতি আরেক প্রাক্তন সভাপতির বিরুদ্ধে তৃণমূলের সঙ্গে যোগসাজশের অভিযোগ তুললেন ৷ স্বাভাবিক ভাবেই বিজেপির জাতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষের (BJP National Vice President Dilip Ghosh) এই মন্তব্য গেরুয়া শিবিরের অন্দরে নতুন বিতর্কের জন্ম দিল ৷
মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, "ওঁর কোনও যোগ্যতা নেই, বহু পার্টির থেকে সুবিধা নিয়েছেন । কিছু করে দেখাতে পারেননি । এমনকী, তৃণমূলের থেকেও সুবিধা নিয়েছেন । পার্টি থেকেও প্রচুর সুবিধা নিয়েছেন । দিয়েছেন জিরো । এটা একটা বাতিক । যাঁর কোনও কাজ নেই, বাড়িতে বসে টুইট করেন ৷"
পাশাপাশি আরও কড়া ভাষায় বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি তথাগত রায়কে (Former President of Bengal BJP Tathagata Roy) উদ্দেশ্য করে দিলীপ ঘোষ বলেছেন, ‘‘নিজেরদের একটু মান-মর্যাদা নেই । কোনও সম্মানও পাননি এঁরা ।’’
এদিন তিনি আরও বলেন, ‘‘যাঁদের জীবনে একটা পঞ্চায়েত নির্বাচনে জেতার যোগ্যতা নেই, তাঁরা লোককে সার্টিফিকেট দিচ্ছেন । আমি তো কোনও দিন পাত্তাই দিইনি এই সব লোককে । সমাজে কেউ এঁদের কথা ভাবে না ।’’
তাঁর অভিযোগ, ‘‘পার্টি (বিজেপি) এখন গাড্ডায় পড়েছে । মিডিয়াতে মুখ রাখার জন্য কেউ কেউ সংবাদমধ্যমে মুখ দেখানোর জন্য এই কাজ করছে ।’’ বরং তাঁর আবেদন, ‘‘পার্টি এখন দুর্বল হয়েছে । একটু দম দেখান না ।’’
আরও পড়ুন : Nadda Seeks Report from Bengal BJP : উপ-নির্বাচনে ভরাডুবির জেরে বঙ্গ বিজেপির কাছে রিপোর্ট তলব নাড্ডার