ETV Bharat / city

কোরোনায় আক্রান্ত অনুপম হাজরা - Anupam Hazra tested COVID 19 positive

অনুপম হাজরা বর্তমানে কলকাতার এক কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

অনুপম হাজরা
অনুপম হাজরা
author img

By

Published : Oct 2, 2020, 4:33 PM IST

Updated : Oct 2, 2020, 4:58 PM IST

কলকাতা, 2 অক্টোবর : সম্প্রতি কোরোনা সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে এসেছিলেন BJP-র নবনিযুক্ত সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা । বলেছিলেন, কোরোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন । এই নিয়ে জলঘোলাও কম হয়নি রাজ্য রাজনীতিতে । তবে এবার সত্যি সত্যিই কোরোনায় আক্রান্ত হলেন BJP নেতা অনুপম হাজরা । শরীরে কিছু উপসর্গ থাকায় তিনি কোরোনা পরীক্ষা করিয়েছিলেন । রিপোর্ট পজ়িটিভ আসে । বর্তমানে তিনি কলকাতার একটি কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

সদ্য BJP -র সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব পেয়েছেন । আজ নিজের ফেসবুক পেজ়ে কোরোনায় আক্রান্ত হওয়ার খবর জানান অনুপম । কিছুদিন আগে তিনি বলেছিলেন, "আমাদের দলের কার্যকর্তারা কোরোনার থেকেও বড় শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়ছেন । সেখানে মাস্ক ছাড়াই সবাই লড়ে ফেলেছেন। তাই কোরোনাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমার কোরোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব ।"

আরও পড়ুন : কোরোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব : অনুপম

এই ধরনের বিতর্কিত মন্তব্য করায় পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল অনুপম হাজরার বিরুদ্ধে । তবে নবনিযুক্ত সর্বভারতীয় সম্পাদকের এই মন্তব্যকে একান্তই ব্যক্তিগত মন্তব্য বলে উড়িয়ে দিয়েছিল রাজ্য BJP । সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন, "অনুপমের মন্তব্য তাঁর নিজস্ব, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই, তবে ওঁর ওই মন্তব্য সমর্থনযোগ্য নয়।"

কলকাতা, 2 অক্টোবর : সম্প্রতি কোরোনা সংক্রান্ত বিতর্কিত মন্তব্যের জেরে খবরের শিরোনামে এসেছিলেন BJP-র নবনিযুক্ত সর্বভারতীয় সম্পাদক অনুপম হাজরা । বলেছিলেন, কোরোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরবেন । এই নিয়ে জলঘোলাও কম হয়নি রাজ্য রাজনীতিতে । তবে এবার সত্যি সত্যিই কোরোনায় আক্রান্ত হলেন BJP নেতা অনুপম হাজরা । শরীরে কিছু উপসর্গ থাকায় তিনি কোরোনা পরীক্ষা করিয়েছিলেন । রিপোর্ট পজ়িটিভ আসে । বর্তমানে তিনি কলকাতার একটি কোরোনা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ।

সদ্য BJP -র সর্বভারতীয় সম্পাদকের দায়িত্ব পেয়েছেন । আজ নিজের ফেসবুক পেজ়ে কোরোনায় আক্রান্ত হওয়ার খবর জানান অনুপম । কিছুদিন আগে তিনি বলেছিলেন, "আমাদের দলের কার্যকর্তারা কোরোনার থেকেও বড় শত্রু মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়ছেন । সেখানে মাস্ক ছাড়াই সবাই লড়ে ফেলেছেন। তাই কোরোনাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমার কোরোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব ।"

আরও পড়ুন : কোরোনা হলে মমতা বন্দ্যোপাধ্যায়কে জড়িয়ে ধরব : অনুপম

এই ধরনের বিতর্কিত মন্তব্য করায় পুলিশের কাছে লিখিত অভিযোগও দায়ের করা হয়েছিল অনুপম হাজরার বিরুদ্ধে । তবে নবনিযুক্ত সর্বভারতীয় সম্পাদকের এই মন্তব্যকে একান্তই ব্যক্তিগত মন্তব্য বলে উড়িয়ে দিয়েছিল রাজ্য BJP । সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছিলেন, "অনুপমের মন্তব্য তাঁর নিজস্ব, এর সঙ্গে দলের কোনও সম্পর্ক নেই, তবে ওঁর ওই মন্তব্য সমর্থনযোগ্য নয়।"

Last Updated : Oct 2, 2020, 4:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.