কলকাতা, 11 জুন: "রাজ্য জ্বলছে! মমতা বন্দ্যোপাধ্য়ায় যদি এই পরিস্থিতি সামাল দিতে না পারেন, তাহলে তিনি রাজ্যপালের কাছে সেনা মোতায়েনের জন্য সাহায্য চাইতে পারেন!" হাওড়ায় অশান্তি (Howrah Chaos) নিয়ে এভাবেই সরাসরি বাংলার মুখ্যমন্ত্রী তথা স্বরাষ্ট্রমন্ত্রীকে (Mamata Banerjee) নিশানা করলেন বিজেপি নেতা অমিত মালব্য (Amit Malviya)৷ শনিবার এই ইস্যুতে পর পর বেশ কয়েকটি টুইট করেন তিনি ৷ সেখানেই রাজ্য়ের আইন-শৃঙ্খলা নিয়ে প্রশ্ন তোলেন অমিত ৷
এর মধ্যে একটি টুইটে অমিত লেখেন, "রাজ্যের আইন-শৃঙ্খলা সামাল দিতে আরও একবার ব্যর্থ হলেন স্বরাষ্ট্রমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ একদিকে যখন হিংসা ছড়িয়ে পড়ছে, সম্পত্তি ভাঙচুর করা হচ্ছে, তাতে আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে, তখনও তাঁর (মমতার) প্রশাসন মুখে কুলুপ এঁটে বসে রয়েছে ৷ তিনি যদি একান্তই কোনও পদক্ষেপ করতে না পারেন, তাহলে তাঁর সেনা মোতায়েনের জন্য রাজ্যপালের কাছে সাহায্য চাওয়া উচিত ৷"
আরও পড়ুন: Prophet Remarks Row: 'পয়গম্বর জীবিত থাকলে ধর্মান্ধদের তাণ্ডবে হতবাক হয়ে যেতেন', টুইটে তোপ তসলিমার
-
Mamata Banerjee, Home Minister of Bengal, has once again failed to manage Law & Order in the state. Her administration has remained a mute spectator to the rampaging rioters as they burn and vandalise property. If she is unable to act, she should urge the Governor do deploy Army.
— Amit Malviya (@amitmalviya) June 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
">Mamata Banerjee, Home Minister of Bengal, has once again failed to manage Law & Order in the state. Her administration has remained a mute spectator to the rampaging rioters as they burn and vandalise property. If she is unable to act, she should urge the Governor do deploy Army.
— Amit Malviya (@amitmalviya) June 11, 2022Mamata Banerjee, Home Minister of Bengal, has once again failed to manage Law & Order in the state. Her administration has remained a mute spectator to the rampaging rioters as they burn and vandalise property. If she is unable to act, she should urge the Governor do deploy Army.
— Amit Malviya (@amitmalviya) June 11, 2022
প্রসঙ্গত, বিজেপি নেতারা এই প্রথম বাংলার আইন-শৃঙ্খলা নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন না ৷ বস্তুত, একুশের বিধানসভা নির্বাচনের সময় থেকেই হিংসার অভিযোগ তুলে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারির পক্ষে সওয়াল করছে গেরুয়া শিবির ৷ হাওড়ায় অশান্তি ছড়িয়ে পড়ায় রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে আরও একবার মমতা বন্দ্যোপাধ্য়ায়ের সরকারের উপর চাপ বাড়ানোর কৌশল নিলেন অমিত মালব্য ৷ তাঁর দলের বাকি নেতানেত্রীদের গলাতেও শোনা গিয়েছে একই সুর ৷
-
Bengal is burning. Homes and establishments of people have been burnt down by rampaging rioters. Mamata Banerjee, instead of controlling riots, is busy endorsing criminality of the rioters, while Bengal suffers.
— Amit Malviya (@amitmalviya) June 11, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
She is instead provoking rioters to go to other states and riot.
">Bengal is burning. Homes and establishments of people have been burnt down by rampaging rioters. Mamata Banerjee, instead of controlling riots, is busy endorsing criminality of the rioters, while Bengal suffers.
— Amit Malviya (@amitmalviya) June 11, 2022
She is instead provoking rioters to go to other states and riot.Bengal is burning. Homes and establishments of people have been burnt down by rampaging rioters. Mamata Banerjee, instead of controlling riots, is busy endorsing criminality of the rioters, while Bengal suffers.
— Amit Malviya (@amitmalviya) June 11, 2022
She is instead provoking rioters to go to other states and riot.
এদিনই আরও একটি টুইটে বিজেপি নেতা লিখেছেন, "বাংলা জ্বলছে ৷ হিংসার আগুনে জ্বলছে মানুষের বাড়ি ও সম্পত্তি ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় পরিস্থিতি সামাল দেওয়ার বদলে অপরাধে মদত দিচ্ছেন ৷ ফলে বাংলাকেই তার খেসারত দিতে হচ্ছে ৷ উপরন্তু, তিনি অন্য়ান্য রাজ্যেও হিংসা ছড়াতে উস্কানি দিচ্ছেন ৷"
উল্লেখ্য, অমিত মালব্যেরই একটি টুইটে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের বক্তব্যের একাংশ শোনা গিয়েছে ৷ যেখানে মমতা বলছেন, আন্দোলন করতে হলে বিজেপিশাসিত রাজ্য়ে গিয়ে করুন ৷ ইতিমধ্যেই মুখ্যমন্ত্রীর এই মন্তব্যের তীব্র সমালোচনা করেছেন বিজেপি নেতানেত্রীরা ৷ তাঁদের বক্তব্য, মুখ্যমন্ত্রী চাইলে আন্দোলনকারীদের আন্দোলন বন্ধ করার আবেদন করতে পারতেন ৷ তা না-করে তিনি কেন অন্য রাজ্যে গিয়ে আন্দোলন চালাতে বলছেন ?