কলকাতা, 5 মে: রাজ্যজুড়ে ভোট পরবর্তী হিংসার ও বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগের প্রতিবাদে ধরনা কর্মসুচি পালন করল বিজেপি ৷ দলের মুরলীধর সেন লেনের কার্যালয়ের সামনে ধরনায় বসেন বঙ্গ বিজেপির শীর্ষ নেতৃত্ব ৷
আজ রাজভবনে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ আর সেই দিনই বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে বিজেপির নবনির্বাচিত বিধায়করা ধরনা কর্মসূচিতে যোগ দেন । নন্দীগ্রামের জয়ী বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী ও রাজীব বন্দ্যোপাধ্যায়ও এই ধরনা কর্মসূচিতে অংশ নেন ।
আরও পড়ুন: আইনশৃঙ্খলা ভেঙে পড়লে তা মেনে নেওয়া হবে না, ফের টুইট রাজ্যপালের
রাজ্যের বিভিন্ন জায়গায় ভোটের পর থেকেই শুরু হয়েছে অশান্তি ৷ হিংসা থেকে বিরত থাকার আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী বন্দ্যোপাধ্য়ায় ৷ সরকারকে ব্যবস্থা নিতে বলেছেন রাজ্যপাল জগদীপ ধনকড় ৷